ETV Bharat / sports

Virat Kohli: তাঁর চেয়ে বেশি কেউ বিশ্বকাপ জিততে চায় না, ক্রিকেট যজ্ঞের আগে ‘বিরাট’ বার্তা কোহলির - ICC Cricket World Cup

Virat Kohli on Expectations of World Cup Win: অনুরাগীরা যেমন চান ভারতীয় ক্রিকেট দল একটা বিশ্বকাপ জিতুক ৷ তেমনি প্লেয়াররা আরও বেশি করে সেটা চায় ৷ আর তার থেকে বেশি বিশ্বকাপ জয়ের ইচ্ছে কারও নেই বলে জানালেন বিরাট ৷

Virat Kohli ETV BHARAT
Virat Kohli
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 12:26 PM IST

বেঙ্গালুরু, 29 অগস্ট: কেরিয়ারের 15 বছর পরেও প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতায় নামতে তাঁর ভালো লাগে ৷ আর সেটাই তিনি করতে পছন্দ করেন ৷ তাই আসন্ন ক্রিকেট বিশ্বকাপে নিজের খেলাকে আরও উপরের স্তরে নিয়ে যেতে চান বিরাট কোহলি ৷ বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে বিরাট জানান, অনুরাগীরা সবসময় বলেন, ভারতীয় টিম যাতে একটা বিশ্বকাপ যেতে ৷ কিন্তু, তাঁর থেকে বেশি এটা কেউ চায় না বলে জানান বিরাট ৷ আর এই চাপের মধ্যেই নিজের সেরাটা বের করে আনতে পছন্দ করেন তিনি ৷

বিরাট বলেন, ‘‘যখনই কোনও চ্যালেঞ্জ আপনার কাছে আসবে, তখন সেটাকে গ্রহণ করতে হবে ৷ কঠিন পরিস্থিতি যখন আপনার সামনে আসবে, তখনই নিজেকে উৎসাহের সঙ্গে মেলে ধরতে হবে ৷ আপনি কখনই এর থেকে পালিয়ে বা লুকিয়ে থাকতে পারবেন না ৷ আর এই জিনিসটাই আমাকে উত্তেজিত করে ৷ আমি সবসময় নতুন কিছু করতে চাই ৷ নিজেকে আর এক স্তর উপরে নিয়ে যেতে চাই ৷’’

আর ক্রিকেট মাঠেও প্রত্যাশার সেই চাপ তিনি শুরুর দিন থেকে উপভোগ করছেন বলে জানান বিরাট ৷ আর ভারতীয় দল বিশ্বকাপ জিতুক এই স্বপ্নটা ভারতবাসী যেমন দেখে ৷ সেটা আরও বেশি করে বিরাট নিজেকে চান করে জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘মাঠে সবসময় চাপের মধ্যে খেলতে হয় ৷ অনুরাগীরা সবসময় বলেন, দল একটা বিশ্বকাপ জিতুক ৷ আমি বলতে চাই, সেটা আমার থেকে আর বেশি কেউ চায় না ৷ সত্যি বলছি, আমি জানি সবার মধ্যে কতটা প্রত্যাশা রয়েছে ৷ তাঁদের আবেগ রয়েছে ৷ কিন্তু, এটা জেনে রাখুন একজন খেলোয়াড়ের থেকে বেশি জেতার ইচ্ছে কারও মধ্যে থাকে না ৷’’

আরও পড়ুন: সর্বকালের সেরা নন, চান আরও নিখুঁত হতে; বিশ্বসেরা হয়ে প্রতিক্রিয়া নীরজের

উল্লেখ্য, এ বছর অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি ৷ 2023 বিশ্বকাপের আগে তাঁর এই ফর্মে ফেরা ভারতীয় দলের জন্য অনেকটাই স্বস্তির ৷ তিন নম্বরে তাঁর মতো ভরসার ব্যাট আর কেউ হতে পারে না ৷ এ বছর খেলা 10টি ওয়ান-ডে ম্যাচে 427 রান করেছেন বিরাট কোহলি ৷ আর গড় 53.37 ৷ যেখানে দু’টি সেঞ্চুরি এবং একটি হাফ-সেঞ্চুরি রয়েছে বিরাটের ৷

বেঙ্গালুরু, 29 অগস্ট: কেরিয়ারের 15 বছর পরেও প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতায় নামতে তাঁর ভালো লাগে ৷ আর সেটাই তিনি করতে পছন্দ করেন ৷ তাই আসন্ন ক্রিকেট বিশ্বকাপে নিজের খেলাকে আরও উপরের স্তরে নিয়ে যেতে চান বিরাট কোহলি ৷ বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে বিরাট জানান, অনুরাগীরা সবসময় বলেন, ভারতীয় টিম যাতে একটা বিশ্বকাপ যেতে ৷ কিন্তু, তাঁর থেকে বেশি এটা কেউ চায় না বলে জানান বিরাট ৷ আর এই চাপের মধ্যেই নিজের সেরাটা বের করে আনতে পছন্দ করেন তিনি ৷

বিরাট বলেন, ‘‘যখনই কোনও চ্যালেঞ্জ আপনার কাছে আসবে, তখন সেটাকে গ্রহণ করতে হবে ৷ কঠিন পরিস্থিতি যখন আপনার সামনে আসবে, তখনই নিজেকে উৎসাহের সঙ্গে মেলে ধরতে হবে ৷ আপনি কখনই এর থেকে পালিয়ে বা লুকিয়ে থাকতে পারবেন না ৷ আর এই জিনিসটাই আমাকে উত্তেজিত করে ৷ আমি সবসময় নতুন কিছু করতে চাই ৷ নিজেকে আর এক স্তর উপরে নিয়ে যেতে চাই ৷’’

আর ক্রিকেট মাঠেও প্রত্যাশার সেই চাপ তিনি শুরুর দিন থেকে উপভোগ করছেন বলে জানান বিরাট ৷ আর ভারতীয় দল বিশ্বকাপ জিতুক এই স্বপ্নটা ভারতবাসী যেমন দেখে ৷ সেটা আরও বেশি করে বিরাট নিজেকে চান করে জানিয়েছেন ৷ তাঁর কথায়, ‘‘মাঠে সবসময় চাপের মধ্যে খেলতে হয় ৷ অনুরাগীরা সবসময় বলেন, দল একটা বিশ্বকাপ জিতুক ৷ আমি বলতে চাই, সেটা আমার থেকে আর বেশি কেউ চায় না ৷ সত্যি বলছি, আমি জানি সবার মধ্যে কতটা প্রত্যাশা রয়েছে ৷ তাঁদের আবেগ রয়েছে ৷ কিন্তু, এটা জেনে রাখুন একজন খেলোয়াড়ের থেকে বেশি জেতার ইচ্ছে কারও মধ্যে থাকে না ৷’’

আরও পড়ুন: সর্বকালের সেরা নন, চান আরও নিখুঁত হতে; বিশ্বসেরা হয়ে প্রতিক্রিয়া নীরজের

উল্লেখ্য, এ বছর অসাধারণ ফর্মে রয়েছেন বিরাট কোহলি ৷ 2023 বিশ্বকাপের আগে তাঁর এই ফর্মে ফেরা ভারতীয় দলের জন্য অনেকটাই স্বস্তির ৷ তিন নম্বরে তাঁর মতো ভরসার ব্যাট আর কেউ হতে পারে না ৷ এ বছর খেলা 10টি ওয়ান-ডে ম্যাচে 427 রান করেছেন বিরাট কোহলি ৷ আর গড় 53.37 ৷ যেখানে দু’টি সেঞ্চুরি এবং একটি হাফ-সেঞ্চুরি রয়েছে বিরাটের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.