ETV Bharat / sports

ICC World Cup 2023: নেপথ্যে নিক জোনস, 'ম্যাড ম্যাক্সে'র ঐশ্বরিক ইনিংস সম্ভব হল যাঁর বদান্যতায় - আইসিসি ক্রিকেট বিশ্বকাপ

Nick Jones Australi's Physiotherapist: ক্রিকেট বিশ্বের আলোচনায় এখনও গ্লেন ম্যাক্সওয়েল এবং তাঁর 201 রানে অপরাজিত ইনিংস ৷ কিন্তু, পায়ের ক্র্যাম্প সত্ত্বেও কীভাবে ম্যাচ শেষ করে ফিরলেন ম্যাড ম্যাক্স ! তাঁকে সেই পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজটা যিনি করেছেন, তিনি নিক জোন্স ৷

Image Courtesy: Cricket Australia X
Image Courtesy: Cricket Australia X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 9:41 PM IST

মুম্বই, 8 নভেম্বর: পায়ে অসহ্য যন্ত্রণা ৷ এক পা এগোতে গেলেই ব্যথায় কাবু হয়ে যাচ্ছেন ৷ এমনই ভয়াবহ পরিস্থিতি ৷ ওয়াংখেড়ের মাঠে সেই যন্ত্রণা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে ম্যাচে জিতিয়ে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ কিন্তু, কীভাবে সম্ভব হল ? বলা ভালো, কার জন্য সম্ভব হল ? সেই ব্যক্তি আর কেউ নন, অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ফিজিয়োথেরাপিস্ট নিক জোনস ৷ যিনি ম্যাক্সওয়েলকে পরামর্শ দিয়েছিলেন, মৃত মানুষের মতো পা দু’টিকে জমিয়ে রাখার ৷ যার ফলশ্রুতি হিসেবে বিশ্বকাপে দ্রুততম দু’শো রানের ইনিংস খেললেন 'ম্যাড ম্যাক্স' ৷

কিন্তু, ম্যাক্সওয়েল নিজে হাল ছেড়ে দিয়েছিলেন ৷ ক্র্যাম্পের ব্যাথা সহ্য করতে পারছিলেন না তিনি ৷ মাঠ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ৷ যা নিয়ে কোনও অভিযোগ করেননি অজি অধিনায়ক প্যাট কামিন্সও ৷ কারণ, তিনিও বাইশ গজে দাঁড়িয়ে মুম্বইয়ের গরম টের পাচ্ছিলেন ৷ সেখানে ক্র্যাম্পে পা নাড়াতে অক্ষম ম্যাক্সওয়েলের পক্ষে ক্রিজে টিকে থাকা যে অসম্ভব, তা তিনি বুঝেছিলেন ৷ কিন্তু, সেখানেই ত্রাতার ভূমিকায় হাজির হন নিক জোনস ৷

তাঁর পরামর্শ ছিল, শুধু ক্রিজের ভিতরে দু’টো পা জমিয়ে দিক ম্যাক্সওয়েল ৷ খুচরো রান একেবারে বন্ধ করে দিক ৷ আর ঝুলি থেকে বের করে আনুক, ম্যাক্সওয়েল স্পেশাল হ্যান্ড-আই কোয়ার্ডিনেশনের বিগ-শট ৷ ফিজিয়োর পরামর্শ মেনে তা মাঠে প্রয়োগ করেন ম্যাক্সওয়েল ৷ নিকের পরামর্শ শুধু কাজে দেয়নি ৷ ম্যাক্সওয়েলকে সাদা-বলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস এবং অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাইয়ে দেয় ৷

আরও পড়ুন: রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স'

গত 2 বছর ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সঙ্গে কাজ করছেন নিক জোনস ৷ আর এই দু'বছরে অস্ট্রেলিয়ান দলের বহু ক্রিকেটারের এমন ক্র্যাম্প সারিয়েছেন তিনি ৷ সেই অভিজ্ঞতা এবং ম্যাক্সওয়েলের বড় শট খেলার পারদর্শিতার কথা জানা নিক, শেষ চেষ্টা করতে বলেছিলেন ৷ কিন্তু, তিনি জানতেন ম্যাক্সওয়েলের পিচে দাঁড়িয়ে থেকে স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলা কখনই সম্ভব নয় ৷ এমনকি একবার সিঙ্গল নিতে গিয়ে নন-স্ট্রাইকার এন্ডে গিয়ে হুমড়ি খেয়ে পড়েও গিয়েছিলেন তিনি ৷ কিন্তু, হাল ছাড়েননি ৷ তাই 201 রানের এই অতিমানবীয় ওয়ান-ডে ইনিংসে ম্যাক্সওয়েলের যতটা কৃতিত্ব, ঠিক ততটাই অবদান রয়েছে নিক জোন্সের ৷

মুম্বই, 8 নভেম্বর: পায়ে অসহ্য যন্ত্রণা ৷ এক পা এগোতে গেলেই ব্যথায় কাবু হয়ে যাচ্ছেন ৷ এমনই ভয়াবহ পরিস্থিতি ৷ ওয়াংখেড়ের মাঠে সেই যন্ত্রণা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে ম্যাচে জিতিয়ে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ কিন্তু, কীভাবে সম্ভব হল ? বলা ভালো, কার জন্য সম্ভব হল ? সেই ব্যক্তি আর কেউ নন, অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ফিজিয়োথেরাপিস্ট নিক জোনস ৷ যিনি ম্যাক্সওয়েলকে পরামর্শ দিয়েছিলেন, মৃত মানুষের মতো পা দু’টিকে জমিয়ে রাখার ৷ যার ফলশ্রুতি হিসেবে বিশ্বকাপে দ্রুততম দু’শো রানের ইনিংস খেললেন 'ম্যাড ম্যাক্স' ৷

কিন্তু, ম্যাক্সওয়েল নিজে হাল ছেড়ে দিয়েছিলেন ৷ ক্র্যাম্পের ব্যাথা সহ্য করতে পারছিলেন না তিনি ৷ মাঠ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ৷ যা নিয়ে কোনও অভিযোগ করেননি অজি অধিনায়ক প্যাট কামিন্সও ৷ কারণ, তিনিও বাইশ গজে দাঁড়িয়ে মুম্বইয়ের গরম টের পাচ্ছিলেন ৷ সেখানে ক্র্যাম্পে পা নাড়াতে অক্ষম ম্যাক্সওয়েলের পক্ষে ক্রিজে টিকে থাকা যে অসম্ভব, তা তিনি বুঝেছিলেন ৷ কিন্তু, সেখানেই ত্রাতার ভূমিকায় হাজির হন নিক জোনস ৷

তাঁর পরামর্শ ছিল, শুধু ক্রিজের ভিতরে দু’টো পা জমিয়ে দিক ম্যাক্সওয়েল ৷ খুচরো রান একেবারে বন্ধ করে দিক ৷ আর ঝুলি থেকে বের করে আনুক, ম্যাক্সওয়েল স্পেশাল হ্যান্ড-আই কোয়ার্ডিনেশনের বিগ-শট ৷ ফিজিয়োর পরামর্শ মেনে তা মাঠে প্রয়োগ করেন ম্যাক্সওয়েল ৷ নিকের পরামর্শ শুধু কাজে দেয়নি ৷ ম্যাক্সওয়েলকে সাদা-বলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস এবং অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাইয়ে দেয় ৷

আরও পড়ুন: রূপকথার ইনিংসে হাফ-ডজন রেকর্ডের মালিক 'ম্যাড ম্যাক্স'

গত 2 বছর ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সঙ্গে কাজ করছেন নিক জোনস ৷ আর এই দু'বছরে অস্ট্রেলিয়ান দলের বহু ক্রিকেটারের এমন ক্র্যাম্প সারিয়েছেন তিনি ৷ সেই অভিজ্ঞতা এবং ম্যাক্সওয়েলের বড় শট খেলার পারদর্শিতার কথা জানা নিক, শেষ চেষ্টা করতে বলেছিলেন ৷ কিন্তু, তিনি জানতেন ম্যাক্সওয়েলের পিচে দাঁড়িয়ে থেকে স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলা কখনই সম্ভব নয় ৷ এমনকি একবার সিঙ্গল নিতে গিয়ে নন-স্ট্রাইকার এন্ডে গিয়ে হুমড়ি খেয়ে পড়েও গিয়েছিলেন তিনি ৷ কিন্তু, হাল ছাড়েননি ৷ তাই 201 রানের এই অতিমানবীয় ওয়ান-ডে ইনিংসে ম্যাক্সওয়েলের যতটা কৃতিত্ব, ঠিক ততটাই অবদান রয়েছে নিক জোন্সের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.