ETV Bharat / sports

সামনের মরসুমের সূচি ঘোষণা করে উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়া - উচ্ছসিত ক্রিকেট অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজ় ছাড়া প্রথমবারের জন্য টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ৷ দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টিম পেইনর দল ৷

ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট অস্ট্রেলিয়া
author img

By

Published : May 19, 2021, 10:35 PM IST

সিডনি, 19 মে : 2021-22 এর আন্তর্জাতিক মরসুমের দিনক্ষণ ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আসন্ন গ্রীষ্মকালীন ক্রিকেট নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন সিইও নিক হকলে ৷

অ্যাশেজ সিরিজ় ছাড়া প্রথম বারের জন্য টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ৷ দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টিম পেইনর দল ৷ এছাড়া নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে মোট 9টি টি-20 ও ওয়ানডে ম্যাচ খেলবে অজ়িরা ৷ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল গ্রীষ্মকালীন মরসুম শুরু করবে ভারতের বিরুদ্ধে ৷

একটি বিবৃতি প্রকাশ করে হকলে বলেন, ‘‘ 2020-21 সালে একটি গ্রীষ্মকালীন মরসুম সাফল্যের সঙ্গে শেষ করে আমরা আত্মবিশ্বাসী ৷ আমরা জানি আমরা কী অর্জন করতে পারি ৷ এবং আমরা আশাবাদী অ্যাশেজে দর্শকপূর্ণ গ্রাউন্ড দেখতে পারব ৷’’

আরও পড়ুন : ঘোলা জলে মাছ ধরছেন ব্যানক্রফ্ট, স্যান্ডপেপার গেট বিতর্কে মন্তব্য অজ়ি বোলারদের

ব্ল্যাক ক্যাপসরা অজ়িদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে ৷ 30 জানুয়ারি পার্থে হবে প্রথম ওয়ানডে ৷ এরপর 2 ও 5 ফেব্রুয়ারি এসসিজিতে হবে সিরিজ়ের বাকি দুটি ম্যাচ ৷ অন্যদিকে অস্ট্রেলিয়ায় পাঁচটি টি-20 ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ৷

সিডনি, 19 মে : 2021-22 এর আন্তর্জাতিক মরসুমের দিনক্ষণ ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ আসন্ন গ্রীষ্মকালীন ক্রিকেট নিয়ে উচ্ছ্বসিত ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তবর্তীকালীন সিইও নিক হকলে ৷

অ্যাশেজ সিরিজ় ছাড়া প্রথম বারের জন্য টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ৷ দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে টিম পেইনর দল ৷ এছাড়া নিউজ়িল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে মোট 9টি টি-20 ও ওয়ানডে ম্যাচ খেলবে অজ়িরা ৷ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল গ্রীষ্মকালীন মরসুম শুরু করবে ভারতের বিরুদ্ধে ৷

একটি বিবৃতি প্রকাশ করে হকলে বলেন, ‘‘ 2020-21 সালে একটি গ্রীষ্মকালীন মরসুম সাফল্যের সঙ্গে শেষ করে আমরা আত্মবিশ্বাসী ৷ আমরা জানি আমরা কী অর্জন করতে পারি ৷ এবং আমরা আশাবাদী অ্যাশেজে দর্শকপূর্ণ গ্রাউন্ড দেখতে পারব ৷’’

আরও পড়ুন : ঘোলা জলে মাছ ধরছেন ব্যানক্রফ্ট, স্যান্ডপেপার গেট বিতর্কে মন্তব্য অজ়ি বোলারদের

ব্ল্যাক ক্যাপসরা অজ়িদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলবে ৷ 30 জানুয়ারি পার্থে হবে প্রথম ওয়ানডে ৷ এরপর 2 ও 5 ফেব্রুয়ারি এসসিজিতে হবে সিরিজ়ের বাকি দুটি ম্যাচ ৷ অন্যদিকে অস্ট্রেলিয়ায় পাঁচটি টি-20 ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.