ETV Bharat / sports

Pakistan vs New Zealand: নিরাপত্তার কারণে আচমকাই বাতিল নিউজিল্যান্ডের পাকিস্তান সফর - New Zealand tour of Pakistan

18 বছর পর নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে নিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে সফল প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখছিলেন পাক সমর্থকরা ৷ কিন্তু সিরিজ শুরুর আগেই বাতিল হয়ে গেল কিউয়িদের পাকিস্তান সফর ৷ কারণ সেই নিরাপত্তার অভাব ৷

Pakistan vs New Zealand
নিরাপত্তার কারণে বাতিল কিউয়িদের পাকিস্তান সফর
author img

By

Published : Sep 17, 2021, 3:36 PM IST

Updated : Sep 17, 2021, 3:58 PM IST

রাওয়ালপিন্ডি, 17 সেপ্টেম্বর : সময় বদলালেও বদলায়নি পাকিস্তান ৷ নিরাপত্তার কারণে বাতিল হয়ে গেল নিউজিল্যান্ডের পাকিস্তান সফর ৷ শুক্রবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ শুরুর ঠিক আগে নিরাপত্তার অভাবে সফর বাতিল করে দেয় নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ড ৷

পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল কিউয়িদের ৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল শুক্রবার রাওয়ালপিন্ডিতে ৷ কিন্তু নিরাপত্তার কারণে পুরো সফরই বাতিলের সিদ্ধান্ত নেয় কিউয়ি ক্রিকেট বোর্ড ৷ নিউজিল্যান্ড সরকারের কাছে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার খবর রয়েছে। যে কারণে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান থেকে তাদের ক্রিকেটারদের ফিরিয়ে আনতে চাইছে নিউজিল্যান্ড সরকার। নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড ক্রিকেটাররা হোটেল ছেড়েই বের হননি ৷

  • The BLACKCAPS are abandoning their tour of Pakistan following a New Zealand government security alert.

    Arrangements are now being made for the team’s departure.

    More information | https://t.co/Lkgg6mAsfu

    — BLACKCAPS (@BLACKCAPS) September 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল ৷ কিন্তু নিউজিল্যান্ড সরকারের কাছে মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে ৷ মাঠ থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উপদেষ্টা এই খবর দেওয়ার পর 'ব্ল্যালাক ক্যাপস' এই সফর করবে না ৷ দলকে দেশে ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: মিশন উজবেকিস্তান নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন রয় কৃষ্ণ

প্রায় ১৮ বছর বাদে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাও বাতিল হয়ে গেল। আগামী মাসে ইংল্যান্ডেরও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। কিন্তু এই ঘটনার ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন উঠে গেল ৷ 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে জঙ্গিহানার পর থেকে বিদেশি দলগুলির কাছে পাকিস্তান সফর হল বিভিষীকাময় ৷ এদিনের ঘটনা আবার তা প্রমাণ করল ৷

রাওয়ালপিন্ডি, 17 সেপ্টেম্বর : সময় বদলালেও বদলায়নি পাকিস্তান ৷ নিরাপত্তার কারণে বাতিল হয়ে গেল নিউজিল্যান্ডের পাকিস্তান সফর ৷ শুক্রবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ শুরুর ঠিক আগে নিরাপত্তার অভাবে সফর বাতিল করে দেয় নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ড ৷

পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল কিউয়িদের ৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল শুক্রবার রাওয়ালপিন্ডিতে ৷ কিন্তু নিরাপত্তার কারণে পুরো সফরই বাতিলের সিদ্ধান্ত নেয় কিউয়ি ক্রিকেট বোর্ড ৷ নিউজিল্যান্ড সরকারের কাছে দেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার খবর রয়েছে। যে কারণে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান থেকে তাদের ক্রিকেটারদের ফিরিয়ে আনতে চাইছে নিউজিল্যান্ড সরকার। নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড ক্রিকেটাররা হোটেল ছেড়েই বের হননি ৷

  • The BLACKCAPS are abandoning their tour of Pakistan following a New Zealand government security alert.

    Arrangements are now being made for the team’s departure.

    More information | https://t.co/Lkgg6mAsfu

    — BLACKCAPS (@BLACKCAPS) September 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল ৷ কিন্তু নিউজিল্যান্ড সরকারের কাছে মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে ৷ মাঠ থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উপদেষ্টা এই খবর দেওয়ার পর 'ব্ল্যালাক ক্যাপস' এই সফর করবে না ৷ দলকে দেশে ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: মিশন উজবেকিস্তান নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন রয় কৃষ্ণ

প্রায় ১৮ বছর বাদে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাও বাতিল হয়ে গেল। আগামী মাসে ইংল্যান্ডেরও পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। কিন্তু এই ঘটনার ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন উঠে গেল ৷ 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে জঙ্গিহানার পর থেকে বিদেশি দলগুলির কাছে পাকিস্তান সফর হল বিভিষীকাময় ৷ এদিনের ঘটনা আবার তা প্রমাণ করল ৷

Last Updated : Sep 17, 2021, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.