ETV Bharat / sports

IND vs NZ : প্রথম ম্যাচেই রোহিতদের চ্য়ালেঞ্জিং টার্গেট দিল কিউয়িরা

author img

By

Published : Nov 17, 2021, 8:56 PM IST

Updated : Nov 17, 2021, 9:46 PM IST

তিন ম্য়াচের টি-20 সিরিজের প্রথম ম্য়াচে ভারতকে চ্য়ালেঞ্জিং টার্গেট দিল উইলিয়ামসনহীন নিউজিল্য়ান্ড ৷ ওপেনার মার্টিন গাপটিল এবং আন্তর্জাতিক কেরিয়ারে ষষ্ঠ টি-20 খেলতে নামা মার্ক চ্য়াপম্য়ানের ব্য়াটে রোহিতের দলকে 165 রানের লক্ষ্য়মাত্রা দিল সদ্য়সমাপ্ত বিশ্বকাপের রানার্সরা ৷

IND vs NZ
গাপটিল-চ্য়াপম্য়ানের ব্য়াটে রোহিতদের সামনে চ্য়ালেঞ্জিং টার্গেট

জয়পুর, 17 নভেম্বর : তিন ম্য়াচের টি-20 সিরিজের প্রথম ম্য়াচে ভারতকে চ্য়ালেঞ্জিং টার্গেট দিল উইলিয়ামসনহীন নিউজিল্য়ান্ড ৷ ওপেনার মার্টিন গাপটিল এবং আন্তর্জাতিক কেরিয়ারে ষষ্ঠ টি-20 খেলতে নামা মার্ক চ্য়াপম্য়ানের ব্য়াটে রোহিতের দলকে 165 রানের লক্ষ্য়মাত্রা দিল সদ্য়সমাপ্ত বিশ্বকাপের রানার্সরা ৷ অর্থাৎ, হেডস্য়ার রাহুল দ্রাবিড়কে সিনিয়র দলের কোচ হিসেবে প্রথম ম্য়াচে জয় এনে দিতে ভারতীয় ব্য়াটারদের করতে হবে 165 রান ৷

মরুশহরে বিশ্বকাপ বিপর্যয়ের পর গোলাপি শহরে এদিনের ম্য়াচ ভারতের কাছে নানা কারণে উল্লেখযোগ্য় ৷ একটানা জৈব-বলয়ের ক্লান্তি কাটাতে বিশ্রামে কোহলি-সহ একাধিক সিনিয়র ৷ সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে শুরু হল রোহিত জমানা ৷ আর শাস্ত্রী পরবর্তী ভারতীয় ক্রিকেটে এদিন দ্রাবিড় যুগের সূচনা হল জয়পুরে ৷ পূ্র্ণসময়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচে টস জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠান রোহিত ৷ নাইট অল-রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক হল এই ম্য়াচে ৷

প্রথম ওভারে ভুবির ইনসুইংয়ে ঠকে যান বিশ্বকাপ সেমিফাইনালের নায়ক ডারিল মিচেল ৷ তবে দ্বিতীয় উইকেটে গাপটিল-চ্য়াপম্য়ান কিউয়ি ইনিংসকে বড় রানের পথে নিয়ে যান ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব্য়াটারের 109 রানের জুটিতে একসময় বড় লক্ষ্য়মাত্রার ভ্রুকুটি ছিল ভারতের সামনে ৷ কিন্তু শেষদিকে ফের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউয়িদের রানের গতিতে কিছুটা রাশ টানেন অশ্বিনরা ৷ 4 ওভারে 23 রান দিয়ে 2টি উইকেট নেন অভিজ্ঞ ফিঙ্গার স্পিনার ৷ 23 রানে 2 উইকেট যায় ভুবনেশ্বরের দখলে ৷

আরও পড়ুন : 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্বে পাকিস্তান

6টি চার, 2টি ছয়ে 50 বলে 63 রান আসে চ্য়াপম্য়ানের ব্য়াটে ৷ 3টি চার এবং 4টি ছক্কায় 42 বলে 70 করে ফেরেন গাপটিল ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 164 রানে শেষ হয় কিউয়িদের ইনিংস ৷

জয়পুর, 17 নভেম্বর : তিন ম্য়াচের টি-20 সিরিজের প্রথম ম্য়াচে ভারতকে চ্য়ালেঞ্জিং টার্গেট দিল উইলিয়ামসনহীন নিউজিল্য়ান্ড ৷ ওপেনার মার্টিন গাপটিল এবং আন্তর্জাতিক কেরিয়ারে ষষ্ঠ টি-20 খেলতে নামা মার্ক চ্য়াপম্য়ানের ব্য়াটে রোহিতের দলকে 165 রানের লক্ষ্য়মাত্রা দিল সদ্য়সমাপ্ত বিশ্বকাপের রানার্সরা ৷ অর্থাৎ, হেডস্য়ার রাহুল দ্রাবিড়কে সিনিয়র দলের কোচ হিসেবে প্রথম ম্য়াচে জয় এনে দিতে ভারতীয় ব্য়াটারদের করতে হবে 165 রান ৷

মরুশহরে বিশ্বকাপ বিপর্যয়ের পর গোলাপি শহরে এদিনের ম্য়াচ ভারতের কাছে নানা কারণে উল্লেখযোগ্য় ৷ একটানা জৈব-বলয়ের ক্লান্তি কাটাতে বিশ্রামে কোহলি-সহ একাধিক সিনিয়র ৷ সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে শুরু হল রোহিত জমানা ৷ আর শাস্ত্রী পরবর্তী ভারতীয় ক্রিকেটে এদিন দ্রাবিড় যুগের সূচনা হল জয়পুরে ৷ পূ্র্ণসময়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচে টস জিতে কিউয়িদের ব্যাট করতে পাঠান রোহিত ৷ নাইট অল-রাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক হল এই ম্য়াচে ৷

প্রথম ওভারে ভুবির ইনসুইংয়ে ঠকে যান বিশ্বকাপ সেমিফাইনালের নায়ক ডারিল মিচেল ৷ তবে দ্বিতীয় উইকেটে গাপটিল-চ্য়াপম্য়ান কিউয়ি ইনিংসকে বড় রানের পথে নিয়ে যান ৷ দ্বিতীয় উইকেটে এই দুই ব্য়াটারের 109 রানের জুটিতে একসময় বড় লক্ষ্য়মাত্রার ভ্রুকুটি ছিল ভারতের সামনে ৷ কিন্তু শেষদিকে ফের নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউয়িদের রানের গতিতে কিছুটা রাশ টানেন অশ্বিনরা ৷ 4 ওভারে 23 রান দিয়ে 2টি উইকেট নেন অভিজ্ঞ ফিঙ্গার স্পিনার ৷ 23 রানে 2 উইকেট যায় ভুবনেশ্বরের দখলে ৷

আরও পড়ুন : 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের দায়িত্বে পাকিস্তান

6টি চার, 2টি ছয়ে 50 বলে 63 রান আসে চ্য়াপম্য়ানের ব্য়াটে ৷ 3টি চার এবং 4টি ছক্কায় 42 বলে 70 করে ফেরেন গাপটিল ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 164 রানে শেষ হয় কিউয়িদের ইনিংস ৷

Last Updated : Nov 17, 2021, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.