ETV Bharat / sports

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেনুতে কাউন্টি ম্যাচ উপভোগ কিউইদের - হ্যাম্পশায়ার

সাউথম্পটনের ভিআইপি গ্যালারিতে হ্যাম্পশায়ার বনাম লিস্টারশায়ারের কাউন্টি ম্যাচের শেষদিনের মজা নিতে দেখা গেল নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ৷ এই মাঠেই আগামী 18 জুন থেকে ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ৷

new-zealand-players-get-a-feel-of-wtc-final-venue-watching-county-game
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেনুতে কাউন্টি উপভোগ কিউইদের
author img

By

Published : May 23, 2021, 8:15 PM IST

সাউথাম্পটন, 23 মে : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 2 ম্যাচে টেস্ট খেলতে ইতিমধ্যে ইংল্যান্ড পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড দল ৷ সেখানে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন কেন উইলয়ামসনরা ৷ তবে, তার আগে বেশ খোশ মেজাজে দেখা গেল নিউজিল্যান্ড দলকে ৷ শনিবার অনুশীলন থেকে ছুটি নিয়ে হ্যাম্পশায়ার এবং লিস্টারশায়ারের কাউন্টি ম্যাচের মজা নিলেন তাঁরা ৷ তাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে মাঠে খেলা হবে, সেই সাউথাম্পটনে ৷ সেই ছবিই শনিবার রাতে পোস্ট করেছে নিউজিল্যান্ড বোর্ড ৷

আরও পড়ুন : বিরাট-উইলিয়ামসনদের দ্বৈরথে গ্যালারিতে চার হাজার দর্শক

এই মাঠেই নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবেন কিউইরা ৷ 26 মে থেকে 28 মে পর্যন্ত তিনদিনের অনুশীলন ম্যাচ খেলবে ‘টিম সাউদি’ এবং ‘টিম ল্যাথাম’ ৷ যা টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে সাউথাম্পটনের পরিবেশকে বুঝে নিতে নিউজিল্যান্ড দলকে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ নিউজিল্যান্ড দল লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট খেলবে ৷ অন্যদিকে, দ্বিতীয় টেস্ট খেলা হবে এজবাস্টনে ৷

সাউথাম্পটন, 23 মে : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 2 ম্যাচে টেস্ট খেলতে ইতিমধ্যে ইংল্যান্ড পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড দল ৷ সেখানে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন কেন উইলয়ামসনরা ৷ তবে, তার আগে বেশ খোশ মেজাজে দেখা গেল নিউজিল্যান্ড দলকে ৷ শনিবার অনুশীলন থেকে ছুটি নিয়ে হ্যাম্পশায়ার এবং লিস্টারশায়ারের কাউন্টি ম্যাচের মজা নিলেন তাঁরা ৷ তাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে মাঠে খেলা হবে, সেই সাউথাম্পটনে ৷ সেই ছবিই শনিবার রাতে পোস্ট করেছে নিউজিল্যান্ড বোর্ড ৷

আরও পড়ুন : বিরাট-উইলিয়ামসনদের দ্বৈরথে গ্যালারিতে চার হাজার দর্শক

এই মাঠেই নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবেন কিউইরা ৷ 26 মে থেকে 28 মে পর্যন্ত তিনদিনের অনুশীলন ম্যাচ খেলবে ‘টিম সাউদি’ এবং ‘টিম ল্যাথাম’ ৷ যা টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে সাউথাম্পটনের পরিবেশকে বুঝে নিতে নিউজিল্যান্ড দলকে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ নিউজিল্যান্ড দল লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম টেস্ট খেলবে ৷ অন্যদিকে, দ্বিতীয় টেস্ট খেলা হবে এজবাস্টনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.