পুণে, 22 অক্টোবর: বিশ্বকাপে পরপর চার ম্যাচ জিতে সুবিধাজনক জায়গায় ভারত ৷ রোহিত শর্মার দল ছাড়া দ্বিতীয় ধারাবাহিক দল নিউজিল্যান্ড ৷ তারাও 4 ম্যাচের সবক’টি জিতে পয়েন্ট তালিকা সবার উপরে ৷ আর আজকে এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দু’টি দল একে অপরের মুখোমুখি ৷ যে দ্বৈরথে অতীত রেকর্ড বলছে, ভারত 5-3 ফলাফলে পিছিয়ে ৷ আইসিসি টুর্নামেন্টের সেই পুরনো রেকর্ডকে মাথায় রেখেই ভারতীয় দলকে সতর্ক করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সুরেন্দ্র ভাবে ৷ জানালেন, আজকের ম্যাচই বিশ্বকাপে ভারতের সেমিফাইনাল ম্যাচের টিকিটের রাস্তা ঠিক করে দেবে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ভাবে বলেন, ‘‘বিশ্বকাপে আসন্ন তিনটি ম্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ৷ এরপর ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ৷ এই তিনটি দল বিশ্বকাপে ভালো পারফর্ম করেছে ৷ এই তিনটি ম্যাচ সেমিফাইনালে কোয়ালিফাই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ৷ এই মুহূর্তে ভারত এবং নিউজিল্যান্ড খুব ভালো খেলছে ৷ আর আমি এই দু’টি দলকে এখন থেকেই ফাইনালে খেলতে দেখছি ৷’’
তবে, ভারতের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা চোটগ্রস্ত হার্দিক পান্ডিয়ার বদলি ৷ নিউজিল্যান্ড ম্যাচে হার্দিক খেলতে পারবেন না ৷ যা নিয়ে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, ‘‘দলের প্রত্যেকে হার্দিক পান্ডিয়ার চোটের কী অবস্থা সেই দিকে তাকিয়ে রয়েছে ৷ খবর অনুযায়ী, ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচে মাঠে ফিরবে ৷ এ ক্ষেত্রে আজকের ম্যাচের জন্য রবিচন্দ্রন অশ্বিন এবং সূর্যকুমার যাদব দু’টি ভালো বিকল্প, যদি টিম ম্যানেজমেন্ট একটা ব্যালান্স আনতে চায় দলে ৷ এমনকি ঈশান কিষাণও এক ম্যাচে 47 রান করেছিলেন ৷’’
আরও পড়ুন: হাতে চোট সূর্যর, মৌমাছির কামড়ে কাবু ঈশান; হার্দিকের বদলি নিয়ে চিন্তায় রোহিতদের হেডস্য়ার
উল্লেখ্য, সূর্যকুমার যাদবের কবজিতে চোট লেগেছে ৷ শনিবার অনুশীলনে থ্রো-ডাউনে বড় শট খেলার সময় সূর্য তাঁর কবজিতে ব্যাথা অনুভব করেন ৷ এর পর আইসপ্যাক লাগিয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে ৷ পাশাপাশি, ঈশান কিষাণকে অনুশীলনে মৌমাছি কামড়েছে ৷ ফলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, ভারতীয় দল এখন ছোটখাট একটা হাসপাতাল ৷ তবে, হার্দিকের বিকল্প যে নেই তা নয় ৷ সেক্ষেত্রে এক রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো যেতে পারে ৷ যদি টিম ম্যানেজমেন্ট 8 নম্বরে একজন নির্ভরযোগ্য ব্যাটার রাখতে চান ৷ আর তা না হলে, দলের পেস বোলিংকে আরও শক্তিশালী করে মহম্মদ শামিকে খেলানো যেতে পারে ৷ সেক্ষেত্রে সাত নম্বর পর্যন্তই ব্যাটিং থাকবে ভারতের ৷