ETV Bharat / sports

Eden Gardens : ইডেনের ব্যবস্থাপনায় খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধিরা - ইডেনের ব্যবস্থাপনায় খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধিরা

টি-20 বিশ্বকাপ শেষ হলেই নিউজিল্যান্ড ক্রিকেট দল ভারত সফরে আসবে । 21 নভেম্বরের সেই ম্যাচের টিকিটের দামও ইতিমধ্যেই ঘোষণা করেছে সিএবি । সাড়ে ছ'শো এবং দেড়'হাজার টিকিট থাকছে দর্শকদের জন্য ।

Eden Gardens
ইডেনের ব্যবস্থাপনায় খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধিরা
author img

By

Published : Nov 5, 2021, 10:12 PM IST

কলকাতা, 5 নভেম্বর : ইডেন গার্ডেনে আয়োজিত হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ ৷ তার আগে কলকাতায় এসে ইডেনের ব্যবস্থাপনা ঘুরে দেখলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, যুগ্ম-সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়-সহ সিএবির অন্যান্য পদাধিকারীরা কিউয়ি প্রতিনিধিদের ইডেন গার্ডেন্সের ব্যবস্থাপনা ঘুরিয়ে দেখান। সিএবি-র তরফে দুই সদস্যের কিউয়ি প্রতিনিধির সামনে 21 নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের ব্যবস্থাপনার রূপরেখা তুলে ধরা হয় ।

আরও পড়ুন : T20 World Cup Live: স্কটিশদের 85 রান গুটিয়ে দিল ভারত

টিম ম্যানেজার মাইক স্যান্ডেল, হেড অব রিস্ক অ্যান্ড্রু লাভ দু'জনেই ব্যবস্থাপনা দেখে খুশি বলে দাবি করেছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । তিনি বলেন, "কিউয়ি বোর্ডের প্রতিনিধিরা সুযোগ-সুবিধা এবং বায়ো-বাবলের ব্যবস্থাপনা দেখে খুশি । নিউজিল্যান্ড দল যাদবপুর দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন করবে ৷" সিএবির যুগ্ম সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা ক্রিকেটারদের নিরাপত্তার গুরুত্ব বুঝি । আমাদের বায়ো-বাবলের মধ্যে থেকে ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ।"

Eden Gardens
ইডেনের ব্যবস্থাপনায় খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধিরা

21 নভেম্বরের সেই ম্যাচের টিকিটের দামও ইতিমধ্যেই ঘোষণা করেছে সিএবি । সাড়ে ছ'শো এবং দেড়'হাজার টিকিট থাকছে দর্শকদের জন্য । টি-20 বিশ্বকাপ শেষ হলেই নিউজিল্যান্ড ক্রিকেট দল ভারত সফরে আসবে । দুটো টেস্ট এবং তিনটি টি-20 ম্যাচ খেলবে কিউয়িরা । 17, 19 এবং 21 নভেম্বর জয়পুর, রাঁচি এবং কলকাতার ইডেনে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে । সীমিত ওভারের ক্রিকেটে দেশের অধিনায়ক হিসেবে সম্ভবত রোহিত শর্মার অভিষেক হতে চলেছে । কিন্তু শোনা যাচ্ছে, এই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের সীমিত ওভারের ম্যাচে বিশ্রাম দেওয়া হবে । সেক্ষেত্রে কেএল রাহুলের নেতৃত্বে ভারতীয় দল তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে পারে । এই সিরিজ থেকেই ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড় ৷

কলকাতা, 5 নভেম্বর : ইডেন গার্ডেনে আয়োজিত হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ ৷ তার আগে কলকাতায় এসে ইডেনের ব্যবস্থাপনা ঘুরে দেখলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা । সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, যুগ্ম-সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়-সহ সিএবির অন্যান্য পদাধিকারীরা কিউয়ি প্রতিনিধিদের ইডেন গার্ডেন্সের ব্যবস্থাপনা ঘুরিয়ে দেখান। সিএবি-র তরফে দুই সদস্যের কিউয়ি প্রতিনিধির সামনে 21 নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের ব্যবস্থাপনার রূপরেখা তুলে ধরা হয় ।

আরও পড়ুন : T20 World Cup Live: স্কটিশদের 85 রান গুটিয়ে দিল ভারত

টিম ম্যানেজার মাইক স্যান্ডেল, হেড অব রিস্ক অ্যান্ড্রু লাভ দু'জনেই ব্যবস্থাপনা দেখে খুশি বলে দাবি করেছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । তিনি বলেন, "কিউয়ি বোর্ডের প্রতিনিধিরা সুযোগ-সুবিধা এবং বায়ো-বাবলের ব্যবস্থাপনা দেখে খুশি । নিউজিল্যান্ড দল যাদবপুর দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন করবে ৷" সিএবির যুগ্ম সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা ক্রিকেটারদের নিরাপত্তার গুরুত্ব বুঝি । আমাদের বায়ো-বাবলের মধ্যে থেকে ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ।"

Eden Gardens
ইডেনের ব্যবস্থাপনায় খুশি নিউজিল্যান্ডের প্রতিনিধিরা

21 নভেম্বরের সেই ম্যাচের টিকিটের দামও ইতিমধ্যেই ঘোষণা করেছে সিএবি । সাড়ে ছ'শো এবং দেড়'হাজার টিকিট থাকছে দর্শকদের জন্য । টি-20 বিশ্বকাপ শেষ হলেই নিউজিল্যান্ড ক্রিকেট দল ভারত সফরে আসবে । দুটো টেস্ট এবং তিনটি টি-20 ম্যাচ খেলবে কিউয়িরা । 17, 19 এবং 21 নভেম্বর জয়পুর, রাঁচি এবং কলকাতার ইডেনে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে । সীমিত ওভারের ক্রিকেটে দেশের অধিনায়ক হিসেবে সম্ভবত রোহিত শর্মার অভিষেক হতে চলেছে । কিন্তু শোনা যাচ্ছে, এই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের সীমিত ওভারের ম্যাচে বিশ্রাম দেওয়া হবে । সেক্ষেত্রে কেএল রাহুলের নেতৃত্বে ভারতীয় দল তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে পারে । এই সিরিজ থেকেই ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.