কলকাতা, 8 ডিসেম্বর: রোহিত শর্মা যে ঘরাণার ক্রিকেটকে ভারতীয় দলে এনেছেন তার সঙ্গে হয়তো আটের দশকের ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয় ক্রিকেট ঘরাণার কিছুটা তুলনা হতে পারে ৷ শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার যে স্ট্র্যাটেজি বিশ্বকাপে দেখা গিয়েছে তা অনেকের কাছেই ছিল নয়া চমক ৷ রোহিত শর্মা থেকে কেএল রাহুল প্রত্যেকেই আক্রমণে শান দেওয়ার চেষ্টা করেছেন ৷ সঙ্গ দিয়েছেন বিরাট কোহলিও ৷ যদিও ফাইনালে গিয়ে সেই কৌশলকে কাজে লাগাতে ব্যর্থ হন তাঁরা ৷ টানা দশ ম্যাচে অজেয় থাকার পর অস্ট্রেলিয়ার সামনে থমকে যায় বিরাটদের অশ্বমেধের ঘোড়া ৷
তবে পরাজিত হলেও বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বাস করেন রোহিত শর্মার এই দলের চেয়ে ভয়ংকর ওয়ান ডে ক্রিকেটের টিম আর কারও কাছে নেই ৷ রাতারাতি কি হতে পারে ঘরাণা এবং মানসিকতার এই পরিবর্তন? বিসিসিআই এবং ন্যাশানাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের দীর্ঘ পরিশ্রমের ফল এই নতুন দল ৷ তবে আগামীর রোড ম্যাপ কি হতে চলেছে ভারতীয় দলের? কী পরিকল্পনা করছে বিসিসিআই?
আগামীর খসড়া:
আগামীর খসড়া তৈরিতে মূল ভূমিকা থাকবে এনসিএ-রই ৷ যদিও তার সঙ্গে অবশ্যই যুক্ত বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমেটির সদস্য়রা ৷ বিসিসিআই-এর সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী ভারতীয় দল এবং ভারতীয় এ দল ছাড়াও আরও একটি দলকে তৈরি রাখার কথা ভাবছে বিসিসিআই ৷ ইটিভি ভারতের কাছে এই সূত্রের দাবি, "30-33 জন খেলোয়াড় নিয়ে একটি বেঞ্চ তৈরির সিদ্ধান্ত হয়েছে ৷ ভারতীয় দল এবং ভরতীয় এ দল ছাড়াও আরও একটি দলকে সবসময় তৈরি রাখার কথা ভাবা হচ্ছে ৷ যাতে দ্বিপাক্ষিক সিরিজ বা বিভিন্ন টুর্নামেন্টে জন্য নির্বাচকরা আরও বেশি অপশন পান ৷"
আধিকারিকদের দাবি অনুযায়ী, নির্বাচকরা এনসিএ-র সঙ্গে আলোচনা করেন 'হর্সেস ফর কোর্সেস' নিয়মে খেলোয়াড়দের বেছে নেন ৷ এনসিএ-ই নির্বাচকদের জানিয়ে কে কোন ফরম্যাটের জন্য় প্রস্তুত ৷ কোন খেলোয়াড়ের চোটের পরিস্থিতি কী? কোন খেলোয়াড় কোন ধরনের ফরম্যাটে খেলবেন ৷
হার্দিক পান্ডিয়ার চোট:
গোড়ালির চোটের কারণে বিশ্বকাপের প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ৷ বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় গোড়ালিতে চোট লাগে তাঁর ৷ মহম্মদ শামিরা তাঁর অভাব ঢাকলেও একজন অলরাউন্ডারের অভাব সবটা ঢাকা পড়েনি ৷ যদিও শামি 24টি উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি বোলার হয়ে উঠেছেন ৷ এটাই হল পরিকল্পনার সুবিধা ৷
বিসিসিআই-এর ওই সুত্রের দাবি, "এখন আমাদের এমন রিজার্ভ বেঞ্চ রয়েছে যা প্রথম একাদশের সমান ৷ প্রচুর অপশন রয়েছে ৷ কেউ যদি চোট পান বা অফ ফর্মের মধ্যে দিয়ে যান তাহলে পরিবর্ত খেলোয়াড় সবসময় তৈরি ৷" রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী তা বোঝাতে গেলে এক্ষেত্রে একটি উদাহরণই যথেষ্ট ৷ এই দল এতটাই শক্তিশালী যে রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের মতো খেলোয়াড়দেরও বাইরে বসতে হয় ৷
খেলোয়াড়দের বার্ন-আউট সমস্যা:
খেলোয়াড়দের ক্ষেত্রে প্রায়শই বার্ন আউট অর্থাৎ অতিরিক্ত ক্রিকেট খেলার ফলে শারীরিক সমস্য়ার সম্মুখীন হতে হয় ৷ বিশেষত, এখন এত প্রাইভেট লিগ রয়েছে যে তাতেই এই সমস্যা আরও বেশি হয় ৷ সূত্রের দাবি, "টিম তৈরি রাখার পাশাপাশি বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন খেলোয়াড়ের কথা ভাবা হচ্ছে ৷ তবে তার মানে এই নয় কোনও খেলোয়াড়ের গায়ে বিশেষ কোনও একটি ফরম্যাটের লেবেল এঁটে দেওয়া হবে ৷ যেমন রিঙ্কু সিংকে আপাতত টি-20 ফরম্যাটের জন্য় দলে নেওয়া হয়েছে ৷ কিন্তু ভবিষ্যতে তাঁকে অন্য ফরম্যাটে খেলানোর কথাও ভাবা হবে ৷"
বিসিসিআই ঘনিষ্ট এই সূত্র আরও জানিয়েছে, শামির মতো বোলারকে তো আপাতত সব ফরম্যাটেই ভাবা হচ্ছে ৷ তাঁর কথায়, "2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত ওনাকে সব ফরম্যাটেই দলে রাখার কথা ভাবা হচ্ছে ৷"
রিজার্ভ বেঞ্চ:
ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চও এখন বেশ শক্তিশালী ৷ অপেক্ষায় রয়েছেন, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক বর্মা, প্রসিধ কৃষ্ণ, আর্শদীপ সিং, মুকেশ কুমার, অভিমন্যু ইশ্বরণের মতো খেলোয়াড়রা ৷ যদিও রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো নির্ভরযোগ্য় খেলোয়াড় হয়ে উঠতে তাঁদের আরও অনেক সময় লাগবে বলেই মত বিসিসিআই-এর ওই সূত্রের ৷
আরও পড়ুন: