ETV Bharat / sports

কেমন হবে রোহিতদের আগামীর রোডম্যাপ ? এনসিএ ও নির্বাচকদের নিয়ে তৈরি নতুন খসড়া - বিসিসিআই এর আগামীর রোডম্যাপ

Roadmap for Indian Cricket: 30-33 জন খেলোয়াড়কে সর্বদা দলের জন্য় তৈরি রাখার কথা ভাবছে বিসিসিআই ৷ এক্ষেত্রে এনসিএ প্রধান ভূমিকা নিতে চলেছে ৷ বিশ্লেষণে ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জীব গুহ ৷

NCA BCCI
কেমন হবে রোহিতদের আগামীর রোডম্যাপ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 7:34 PM IST

Updated : Dec 8, 2023, 8:20 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর: রোহিত শর্মা যে ঘরাণার ক্রিকেটকে ভারতীয় দলে এনেছেন তার সঙ্গে হয়তো আটের দশকের ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয় ক্রিকেট ঘরাণার কিছুটা তুলনা হতে পারে ৷ শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার যে স্ট্র্যাটেজি বিশ্বকাপে দেখা গিয়েছে তা অনেকের কাছেই ছিল নয়া চমক ৷ রোহিত শর্মা থেকে কেএল রাহুল প্রত্যেকেই আক্রমণে শান দেওয়ার চেষ্টা করেছেন ৷ সঙ্গ দিয়েছেন বিরাট কোহলিও ৷ যদিও ফাইনালে গিয়ে সেই কৌশলকে কাজে লাগাতে ব্যর্থ হন তাঁরা ৷ টানা দশ ম্যাচে অজেয় থাকার পর অস্ট্রেলিয়ার সামনে থমকে যায় বিরাটদের অশ্বমেধের ঘোড়া ৷

তবে পরাজিত হলেও বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বাস করেন রোহিত শর্মার এই দলের চেয়ে ভয়ংকর ওয়ান ডে ক্রিকেটের টিম আর কারও কাছে নেই ৷ রাতারাতি কি হতে পারে ঘরাণা এবং মানসিকতার এই পরিবর্তন? বিসিসিআই এবং ন্যাশানাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের দীর্ঘ পরিশ্রমের ফল এই নতুন দল ৷ তবে আগামীর রোড ম্যাপ কি হতে চলেছে ভারতীয় দলের? কী পরিকল্পনা করছে বিসিসিআই?

আগামীর খসড়া:

আগামীর খসড়া তৈরিতে মূল ভূমিকা থাকবে এনসিএ-রই ৷ যদিও তার সঙ্গে অবশ্যই যুক্ত বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমেটির সদস্য়রা ৷ বিসিসিআই-এর সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী ভারতীয় দল এবং ভারতীয় এ দল ছাড়াও আরও একটি দলকে তৈরি রাখার কথা ভাবছে বিসিসিআই ৷ ইটিভি ভারতের কাছে এই সূত্রের দাবি, "30-33 জন খেলোয়াড় নিয়ে একটি বেঞ্চ তৈরির সিদ্ধান্ত হয়েছে ৷ ভারতীয় দল এবং ভরতীয় এ দল ছাড়াও আরও একটি দলকে সবসময় তৈরি রাখার কথা ভাবা হচ্ছে ৷ যাতে দ্বিপাক্ষিক সিরিজ বা বিভিন্ন টুর্নামেন্টে জন্য নির্বাচকরা আরও বেশি অপশন পান ৷"

আধিকারিকদের দাবি অনুযায়ী, নির্বাচকরা এনসিএ-র সঙ্গে আলোচনা করেন 'হর্সেস ফর কোর্সেস' নিয়মে খেলোয়াড়দের বেছে নেন ৷ এনসিএ-ই নির্বাচকদের জানিয়ে কে কোন ফরম্যাটের জন্য় প্রস্তুত ৷ কোন খেলোয়াড়ের চোটের পরিস্থিতি কী? কোন খেলোয়াড় কোন ধরনের ফরম্যাটে খেলবেন ৷
হার্দিক পান্ডিয়ার চোট:

গোড়ালির চোটের কারণে বিশ্বকাপের প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ৷ বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় গোড়ালিতে চোট লাগে তাঁর ৷ মহম্মদ শামিরা তাঁর অভাব ঢাকলেও একজন অলরাউন্ডারের অভাব সবটা ঢাকা পড়েনি ৷ যদিও শামি 24টি উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি বোলার হয়ে উঠেছেন ৷ এটাই হল পরিকল্পনার সুবিধা ৷

বিসিসিআই-এর ওই সুত্রের দাবি, "এখন আমাদের এমন রিজার্ভ বেঞ্চ রয়েছে যা প্রথম একাদশের সমান ৷ প্রচুর অপশন রয়েছে ৷ কেউ যদি চোট পান বা অফ ফর্মের মধ্যে দিয়ে যান তাহলে পরিবর্ত খেলোয়াড় সবসময় তৈরি ৷" রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী তা বোঝাতে গেলে এক্ষেত্রে একটি উদাহরণই যথেষ্ট ৷ এই দল এতটাই শক্তিশালী যে রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের মতো খেলোয়াড়দেরও বাইরে বসতে হয় ৷

খেলোয়াড়দের বার্ন-আউট সমস্যা:

খেলোয়াড়দের ক্ষেত্রে প্রায়শই বার্ন আউট অর্থাৎ অতিরিক্ত ক্রিকেট খেলার ফলে শারীরিক সমস্য়ার সম্মুখীন হতে হয় ৷ বিশেষত, এখন এত প্রাইভেট লিগ রয়েছে যে তাতেই এই সমস্যা আরও বেশি হয় ৷ সূত্রের দাবি, "টিম তৈরি রাখার পাশাপাশি বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন খেলোয়াড়ের কথা ভাবা হচ্ছে ৷ তবে তার মানে এই নয় কোনও খেলোয়াড়ের গায়ে বিশেষ কোনও একটি ফরম্যাটের লেবেল এঁটে দেওয়া হবে ৷ যেমন রিঙ্কু সিংকে আপাতত টি-20 ফরম্যাটের জন্য় দলে নেওয়া হয়েছে ৷ কিন্তু ভবিষ্যতে তাঁকে অন্য ফরম্যাটে খেলানোর কথাও ভাবা হবে ৷"

বিসিসিআই ঘনিষ্ট এই সূত্র আরও জানিয়েছে, শামির মতো বোলারকে তো আপাতত সব ফরম্যাটেই ভাবা হচ্ছে ৷ তাঁর কথায়, "2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত ওনাকে সব ফরম্যাটেই দলে রাখার কথা ভাবা হচ্ছে ৷"

রিজার্ভ বেঞ্চ:

ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চও এখন বেশ শক্তিশালী ৷ অপেক্ষায় রয়েছেন, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক বর্মা, প্রসিধ কৃষ্ণ, আর্শদীপ সিং, মুকেশ কুমার, অভিমন্যু ইশ্বরণের মতো খেলোয়াড়রা ৷ যদিও রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো নির্ভরযোগ্য় খেলোয়াড় হয়ে উঠতে তাঁদের আরও অনেক সময় লাগবে বলেই মত বিসিসিআই-এর ওই সূত্রের ৷

আরও পড়ুন:

  1. ব্যাকরুম স্টাফ হিসেবে ক্যারিবিয়ান সফরে ব্রিটিশ ড্রেসিংরুমে যোগ দিচ্ছেন ফ্লিনটফ!
  2. বৃষ্টি মাথায় নিয়ে ডারবানে হাজির 'মেন ইন ব্লু', সিরিজে ভোগাবে না তো 'বর্ষা কাঁটা'!
  3. 'ফিক্সার বলে অপমান', লেজেন্ডস লিগে গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে সরব শ্রীসন্থ

কলকাতা, 8 ডিসেম্বর: রোহিত শর্মা যে ঘরাণার ক্রিকেটকে ভারতীয় দলে এনেছেন তার সঙ্গে হয়তো আটের দশকের ওয়েস্ট ইন্ডিজ কিংবা অস্ট্রেলিয় ক্রিকেট ঘরাণার কিছুটা তুলনা হতে পারে ৷ শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার যে স্ট্র্যাটেজি বিশ্বকাপে দেখা গিয়েছে তা অনেকের কাছেই ছিল নয়া চমক ৷ রোহিত শর্মা থেকে কেএল রাহুল প্রত্যেকেই আক্রমণে শান দেওয়ার চেষ্টা করেছেন ৷ সঙ্গ দিয়েছেন বিরাট কোহলিও ৷ যদিও ফাইনালে গিয়ে সেই কৌশলকে কাজে লাগাতে ব্যর্থ হন তাঁরা ৷ টানা দশ ম্যাচে অজেয় থাকার পর অস্ট্রেলিয়ার সামনে থমকে যায় বিরাটদের অশ্বমেধের ঘোড়া ৷

তবে পরাজিত হলেও বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বাস করেন রোহিত শর্মার এই দলের চেয়ে ভয়ংকর ওয়ান ডে ক্রিকেটের টিম আর কারও কাছে নেই ৷ রাতারাতি কি হতে পারে ঘরাণা এবং মানসিকতার এই পরিবর্তন? বিসিসিআই এবং ন্যাশানাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের দীর্ঘ পরিশ্রমের ফল এই নতুন দল ৷ তবে আগামীর রোড ম্যাপ কি হতে চলেছে ভারতীয় দলের? কী পরিকল্পনা করছে বিসিসিআই?

আগামীর খসড়া:

আগামীর খসড়া তৈরিতে মূল ভূমিকা থাকবে এনসিএ-রই ৷ যদিও তার সঙ্গে অবশ্যই যুক্ত বিসিসিআই-এর সিনিয়র সিলেকশন কমেটির সদস্য়রা ৷ বিসিসিআই-এর সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী ভারতীয় দল এবং ভারতীয় এ দল ছাড়াও আরও একটি দলকে তৈরি রাখার কথা ভাবছে বিসিসিআই ৷ ইটিভি ভারতের কাছে এই সূত্রের দাবি, "30-33 জন খেলোয়াড় নিয়ে একটি বেঞ্চ তৈরির সিদ্ধান্ত হয়েছে ৷ ভারতীয় দল এবং ভরতীয় এ দল ছাড়াও আরও একটি দলকে সবসময় তৈরি রাখার কথা ভাবা হচ্ছে ৷ যাতে দ্বিপাক্ষিক সিরিজ বা বিভিন্ন টুর্নামেন্টে জন্য নির্বাচকরা আরও বেশি অপশন পান ৷"

আধিকারিকদের দাবি অনুযায়ী, নির্বাচকরা এনসিএ-র সঙ্গে আলোচনা করেন 'হর্সেস ফর কোর্সেস' নিয়মে খেলোয়াড়দের বেছে নেন ৷ এনসিএ-ই নির্বাচকদের জানিয়ে কে কোন ফরম্যাটের জন্য় প্রস্তুত ৷ কোন খেলোয়াড়ের চোটের পরিস্থিতি কী? কোন খেলোয়াড় কোন ধরনের ফরম্যাটে খেলবেন ৷
হার্দিক পান্ডিয়ার চোট:

গোড়ালির চোটের কারণে বিশ্বকাপের প্রথম একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া ৷ বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় গোড়ালিতে চোট লাগে তাঁর ৷ মহম্মদ শামিরা তাঁর অভাব ঢাকলেও একজন অলরাউন্ডারের অভাব সবটা ঢাকা পড়েনি ৷ যদিও শামি 24টি উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি বোলার হয়ে উঠেছেন ৷ এটাই হল পরিকল্পনার সুবিধা ৷

বিসিসিআই-এর ওই সুত্রের দাবি, "এখন আমাদের এমন রিজার্ভ বেঞ্চ রয়েছে যা প্রথম একাদশের সমান ৷ প্রচুর অপশন রয়েছে ৷ কেউ যদি চোট পান বা অফ ফর্মের মধ্যে দিয়ে যান তাহলে পরিবর্ত খেলোয়াড় সবসময় তৈরি ৷" রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী তা বোঝাতে গেলে এক্ষেত্রে একটি উদাহরণই যথেষ্ট ৷ এই দল এতটাই শক্তিশালী যে রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালের মতো খেলোয়াড়দেরও বাইরে বসতে হয় ৷

খেলোয়াড়দের বার্ন-আউট সমস্যা:

খেলোয়াড়দের ক্ষেত্রে প্রায়শই বার্ন আউট অর্থাৎ অতিরিক্ত ক্রিকেট খেলার ফলে শারীরিক সমস্য়ার সম্মুখীন হতে হয় ৷ বিশেষত, এখন এত প্রাইভেট লিগ রয়েছে যে তাতেই এই সমস্যা আরও বেশি হয় ৷ সূত্রের দাবি, "টিম তৈরি রাখার পাশাপাশি বিভিন্ন ফরম্যাটের জন্য বিভিন্ন খেলোয়াড়ের কথা ভাবা হচ্ছে ৷ তবে তার মানে এই নয় কোনও খেলোয়াড়ের গায়ে বিশেষ কোনও একটি ফরম্যাটের লেবেল এঁটে দেওয়া হবে ৷ যেমন রিঙ্কু সিংকে আপাতত টি-20 ফরম্যাটের জন্য় দলে নেওয়া হয়েছে ৷ কিন্তু ভবিষ্যতে তাঁকে অন্য ফরম্যাটে খেলানোর কথাও ভাবা হবে ৷"

বিসিসিআই ঘনিষ্ট এই সূত্র আরও জানিয়েছে, শামির মতো বোলারকে তো আপাতত সব ফরম্যাটেই ভাবা হচ্ছে ৷ তাঁর কথায়, "2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত ওনাকে সব ফরম্যাটেই দলে রাখার কথা ভাবা হচ্ছে ৷"

রিজার্ভ বেঞ্চ:

ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চও এখন বেশ শক্তিশালী ৷ অপেক্ষায় রয়েছেন, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক বর্মা, প্রসিধ কৃষ্ণ, আর্শদীপ সিং, মুকেশ কুমার, অভিমন্যু ইশ্বরণের মতো খেলোয়াড়রা ৷ যদিও রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো নির্ভরযোগ্য় খেলোয়াড় হয়ে উঠতে তাঁদের আরও অনেক সময় লাগবে বলেই মত বিসিসিআই-এর ওই সূত্রের ৷

আরও পড়ুন:

  1. ব্যাকরুম স্টাফ হিসেবে ক্যারিবিয়ান সফরে ব্রিটিশ ড্রেসিংরুমে যোগ দিচ্ছেন ফ্লিনটফ!
  2. বৃষ্টি মাথায় নিয়ে ডারবানে হাজির 'মেন ইন ব্লু', সিরিজে ভোগাবে না তো 'বর্ষা কাঁটা'!
  3. 'ফিক্সার বলে অপমান', লেজেন্ডস লিগে গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে সরব শ্রীসন্থ
Last Updated : Dec 8, 2023, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.