ETV Bharat / sports

Nathan Lyon: প্রথম বোলার হিসেবে টানা 100 টেস্ট খেলে বিরল কীর্তি লায়নের

টেস্ট ক্রিকেটে এক নয়া কীর্তি নাথন লায়নের ৷ প্রথম বোলার যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন ৷ টানা 100 টেস্ট ম্যাচ খেলা বোলার হলেন তিনি ৷ আর 6 নম্বর ক্রিকেটার যিনি টানা 100 টেস্ট খেলেছেন অজি অফস্পিনার ৷

Nathan Lyon
Nathan Lyon
author img

By

Published : Jun 28, 2023, 8:46 PM IST

Updated : Jun 29, 2023, 7:14 AM IST

লন্ডন, 28 জুন: একটানা 100 টেস্ট ম্যাচ খেলেছেন এমন বোলার বিশ্বে এতদিন কেউ ছিলেন না ৷ তবে, 28 জুনের পর তালিকায় প্রথম ক্রিকেটার হিসেবে খোদাই থাকবে অজি অফস্পিনার নাথন লায়নের নাম ৷ বুধবার লর্ডসে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে এই কৃতিত্ব অর্জন করলেন অজি অফস্পি ৷ এখনও পর্যন্ত 121টি ম্যাচ খেলেছেন তিনি ৷ যার মধ্যে শেষ একশোটি ম্যাচ তিনি অস্ট্রেলিয়ার হয়ে একটানা খেলছেন ৷

বুধবার লর্ডসের মাঠে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ৷ সিরিজে এই মুহূর্তে অস্ট্রেলিয়া 0-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ৷ সেই সুবাদে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অজিরা অনেকটাই অ্যাডভান্টেজ ৷ সেই ম্যাচে মাঠে নেমে ব্যক্তিগত মাইলস্টোনটি গড়লেন অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথন লায়ন ৷ তিনি প্রথম বোলার হিসেবে একটানা 100 টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ৷ এই ম্যাচ নিয়ে তিনি 122টি টেস্ট ম্যাচ খেলছেন ৷

  • Most consecutive Tests for a team:

    159 — Alastair Cook (ENG)
    153 — Allan Border (AUS)
    107 — Mark Waugh (AUS)
    106 — Sunil Gavaskar (IND)
    101 — Brendon McCullum (NZ)
    99 — Nathan Lyon (AUS)#Ashes https://t.co/5j3jTJ8mme

    — Fox Cricket (@FoxCricket) June 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2013 সালের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে সব টেস্টে খেলেছেন নাথন লায়ন ৷ যা বিশ্বের তাবড় বোলার যাঁরা লাগাতার ফিটনেস নিয়ে কাজ করেছেন বা করে চলেছেন, তাঁরাও এই রেকর্ড গড়তে পারেননি ৷ তবে, একটানা 100 বা তার বেশি টেস্ট খেলার রেকর্ড ব্যাটারদের মধ্যে অনেকের রয়েছে ৷ সেই তালিকায় সবার উপরে রয়েছেন, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক (157 টেস্ট), স্যার অ্যালান বর্ডার (153 টেস্ট), মার্ক ওয়া (107 টেস্ট), সুনীল গাভাসকর (106 টেস্ট), ব্র্যান্ডন ম্যাককালাম (101 টেস্ট) ৷ সক্রিয় ক্রিকেটার হিসেবে বর্তমানে তালিকার একমাত্র নামটি লায়নের ৷

আরও পড়ুন: বিশ্বকাপে অনেক বেশি প্রতিযোগিতামূলক হতে চলেছে, মত রোহিতের

উল্লেখ্য, বৃষ্টি বিঘ্নিত লর্ডস টেস্টের প্রথমদিনে ইংল্যান্ড টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ৷ খেলা নির্ধারিত সময়ে শুরু হলেও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ৷ এরপর ফের একবার খেলা শুরু হয়েছে ৷

লন্ডন, 28 জুন: একটানা 100 টেস্ট ম্যাচ খেলেছেন এমন বোলার বিশ্বে এতদিন কেউ ছিলেন না ৷ তবে, 28 জুনের পর তালিকায় প্রথম ক্রিকেটার হিসেবে খোদাই থাকবে অজি অফস্পিনার নাথন লায়নের নাম ৷ বুধবার লর্ডসে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে এই কৃতিত্ব অর্জন করলেন অজি অফস্পি ৷ এখনও পর্যন্ত 121টি ম্যাচ খেলেছেন তিনি ৷ যার মধ্যে শেষ একশোটি ম্যাচ তিনি অস্ট্রেলিয়ার হয়ে একটানা খেলছেন ৷

বুধবার লর্ডসের মাঠে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ৷ সিরিজে এই মুহূর্তে অস্ট্রেলিয়া 0-1 ব্যবধানে এগিয়ে রয়েছে ৷ সেই সুবাদে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে অজিরা অনেকটাই অ্যাডভান্টেজ ৷ সেই ম্যাচে মাঠে নেমে ব্যক্তিগত মাইলস্টোনটি গড়লেন অস্ট্রেলিয়ান অফস্পিনার নাথন লায়ন ৷ তিনি প্রথম বোলার হিসেবে একটানা 100 টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ৷ এই ম্যাচ নিয়ে তিনি 122টি টেস্ট ম্যাচ খেলছেন ৷

  • Most consecutive Tests for a team:

    159 — Alastair Cook (ENG)
    153 — Allan Border (AUS)
    107 — Mark Waugh (AUS)
    106 — Sunil Gavaskar (IND)
    101 — Brendon McCullum (NZ)
    99 — Nathan Lyon (AUS)#Ashes https://t.co/5j3jTJ8mme

    — Fox Cricket (@FoxCricket) June 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2013 সালের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে সব টেস্টে খেলেছেন নাথন লায়ন ৷ যা বিশ্বের তাবড় বোলার যাঁরা লাগাতার ফিটনেস নিয়ে কাজ করেছেন বা করে চলেছেন, তাঁরাও এই রেকর্ড গড়তে পারেননি ৷ তবে, একটানা 100 বা তার বেশি টেস্ট খেলার রেকর্ড ব্যাটারদের মধ্যে অনেকের রয়েছে ৷ সেই তালিকায় সবার উপরে রয়েছেন, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক (157 টেস্ট), স্যার অ্যালান বর্ডার (153 টেস্ট), মার্ক ওয়া (107 টেস্ট), সুনীল গাভাসকর (106 টেস্ট), ব্র্যান্ডন ম্যাককালাম (101 টেস্ট) ৷ সক্রিয় ক্রিকেটার হিসেবে বর্তমানে তালিকার একমাত্র নামটি লায়নের ৷

আরও পড়ুন: বিশ্বকাপে অনেক বেশি প্রতিযোগিতামূলক হতে চলেছে, মত রোহিতের

উল্লেখ্য, বৃষ্টি বিঘ্নিত লর্ডস টেস্টের প্রথমদিনে ইংল্যান্ড টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ৷ খেলা নির্ধারিত সময়ে শুরু হলেও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ৷ এরপর ফের একবার খেলা শুরু হয়েছে ৷

Last Updated : Jun 29, 2023, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.