পার্থ, 17 ডিসেম্বর: ক্রিকেটের কুলীন ফরম্যাটে 500 উইকেটের মালিক হলেন নাথান লায়ন ৷ পাকিস্তানের বিরুদ্ধে পার্থ টেস্টে তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে এই নজির গড়লেন তিনি ৷ টেস্ট ম্যাচের চতুর্থদিনে পাক লোয়ার-অর্ডার ব্যাটার ফাহিম আশরাফকে আউট করে 500 উইকেটের মালিক হন তিনি ৷ পরে আমের আজমলের উইকেটও নেন নাথন লায়ন ৷ চতুর্থদিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে মাত্র 89 রান অলআউট করে 360 রানে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ৷ দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন মিচেল মার্শ ৷
টেস্ট ক্রিকেটে অষ্টম বোলার হিসেবে 500 উইকেট নিয়েছেন নাথান লায়ন ৷ এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তাঁর শিকারের সংখ্যা 501 ৷ এই তালিকায় থাকা বাকি দুই অজিদের মধ্যে গ্লেন ম্যাকগ্রার উইকেট সংখ্যা 563 এবং প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের টেস্ট উইকেট 708 ৷ বাকি পাঁচ ক্রিকেটার হলেন, মুথাইয়া মুরলিধরন (800), জিমি অ্যান্ডারসন (690) অনিল কুম্বলে (619) এবং প্রাক্তন ইংলিশ মিডিয়াম পেসার স্টুয়ার্ট ব্রড (563) ৷ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো উইকেট নেওয়া চতুর্থ স্পিনার নাথন লায়ন এবং অফস্পিনার হিসেবে মুরলিধরনের পরেই তিনি রয়েছেন ৷
-
Australia secure a huge victory over Pakistan in the first Test 💪#WTC25 | #AUSvPAK | 📝: https://t.co/MqqkeNpidD pic.twitter.com/prIgoisgLz
— ICC (@ICC) December 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Australia secure a huge victory over Pakistan in the first Test 💪#WTC25 | #AUSvPAK | 📝: https://t.co/MqqkeNpidD pic.twitter.com/prIgoisgLz
— ICC (@ICC) December 17, 2023Australia secure a huge victory over Pakistan in the first Test 💪#WTC25 | #AUSvPAK | 📝: https://t.co/MqqkeNpidD pic.twitter.com/prIgoisgLz
— ICC (@ICC) December 17, 2023
তবে, সবকিছু ঠিক থাকলে খুব দ্রুত এই তালিকায় নাম লেখাতে চলেছেন আরেক অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ এই মুহূর্তে তাঁর টেস্টে 489 উইকেট রয়েছে ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 26 ডিসেম্বর থেকে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সেই দলে রয়েছেন অশ্বিন ৷ এরপর আগামী বছর ফেব্রুয়ারি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে নাথন লায়ন দুই ইনিংসে মোট 5 উইকেট নিয়েছেন ৷
পার্থ টেস্ট অস্ট্রেলিয়া 360 রানে জিতেছে ৷ প্রথমে ব্যাট করে অজিরা ডেভিড ওয়ার্নারের 164 রান এবং মিচেল মার্শের 90 রানে ভর করে 478 রান তোলে ৷ জবাবে 271 রানে অলআউট হয়ে যায় পাকিস্তান ৷ একমাত্র ইমাম-উল-হক 62 রানের সর্বোচ্চ ইনিংস খেলেন প্রথম ইনিংসে ৷ এর পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 5 উইকেট হারিয়ে 233 রানে ইংনিস ডিক্লেয়ার করে ৷ দ্বিতীয় ইনিংসে উসমান খোয়াজা 90 রান এবং মিচেল মার্শ 63 রানে অপরাজিত থাকেন ৷ 450 রান তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র 89 রানে অল-আউট হয়ে যায় দ্বিতীয় ইনিংসে ৷
আরও পড়ুন: