ETV Bharat / sports

IND vs SL 1st T-20 : লঙ্কার ঝাঁঝ কমাতে অভিষেক হতে পারে বরুণের - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-র পরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন ৷ তবে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি চোটের কারণে ৷ একই কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলা হয়নি বরুণের ৷ তবে এবার কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে হয়ত অভিষেক হতে চলেছে চেন্নাইয়ের এই রহস্য স্পিনারের ৷

অভিষেক হতে পারে বরুণের
অভিষেক হতে পারে বরুণের
author img

By

Published : Jul 25, 2021, 12:53 PM IST

কলম্বো, 25 জুলাই : অবশেষে হয়ত ভারতের নীল জার্সিতে অভিষেক হতে চলেছে বরুণ চক্রবর্তীর ৷ আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20-র প্রথম একাদশে হয়ত জায়গা পেতে চলেছেন কেকেআরের এই রহস্য স্পিনার ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-র পরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন ৷ তবে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি চোটের কারণে ৷ একই কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলা হয়নি বরুণের ৷ তবে এবার কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে হয়ত অভিষেক হতে চলেছে চেন্নাইয়ের এই রহস্য স্পিনারের ৷

সামনেই টি-20 বিশ্বকাপ ৷ আপাতত সেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ায়ই লক্ষ্য করেছিলেন বরুণ ৷ তবে তার জন্য শ্রীলঙ্কা সফরে ভাল পারফর্ম করতে হবে তাঁকে ৷ বরুণ চক্রবর্তী অফ ব্রেকস ও ক্যারাম বল করতে পারেন ৷ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের দক্ষতা তিনি দেখিয়েছেন ৷

পেশায় স্থপতি বরুণ প্রথম দিকে টেনিস খেলতে ভালবাসতেন ৷ তবে পরে ক্রিকেটের প্রতি ভালবাসা বাড়ে ৷ তাঁর প্রথম আর্বিভাব হয় তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ৷ সেখান থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে আসেন বরুণ ৷ এক জন স্থপতির ক্রিকেটার হয়ে ওঠার গল্পটাও অসাধারণ ৷

আরও পড়ুন : Tokyo Olympics : জয়ের দোরগোড়া থেকে হার, ডবলসে প্রথম রাউন্ড থেকে বিদায় সানিয়া-রায়না জুটির

তবে শুধু বরুণ চক্রবর্তী নন, আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হতে পারে দেবদূত পাড়িক্কাল ও ঋতুরাজ গায়কোয়াড়ের ৷ এই দুই ক্রিকেটারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভাল পারফর্ম করেছেন ৷ পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব হয়ত ইংল্যান্ড উড়ে যাবেন ৷ তাই তাঁদের খেলিয়ে কোনও রিস্ক নিতে চায় না টিম ম্যানেজমেন্ট ৷

কলম্বো, 25 জুলাই : অবশেষে হয়ত ভারতের নীল জার্সিতে অভিষেক হতে চলেছে বরুণ চক্রবর্তীর ৷ আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20-র প্রথম একাদশে হয়ত জায়গা পেতে চলেছেন কেকেআরের এই রহস্য স্পিনার ৷

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2020-র পরই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন ৷ তবে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হয়নি চোটের কারণে ৷ একই কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলা হয়নি বরুণের ৷ তবে এবার কোচ রাহুল দ্রাবিড়ের হাত ধরে হয়ত অভিষেক হতে চলেছে চেন্নাইয়ের এই রহস্য স্পিনারের ৷

সামনেই টি-20 বিশ্বকাপ ৷ আপাতত সেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ায়ই লক্ষ্য করেছিলেন বরুণ ৷ তবে তার জন্য শ্রীলঙ্কা সফরে ভাল পারফর্ম করতে হবে তাঁকে ৷ বরুণ চক্রবর্তী অফ ব্রেকস ও ক্যারাম বল করতে পারেন ৷ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের দক্ষতা তিনি দেখিয়েছেন ৷

পেশায় স্থপতি বরুণ প্রথম দিকে টেনিস খেলতে ভালবাসতেন ৷ তবে পরে ক্রিকেটের প্রতি ভালবাসা বাড়ে ৷ তাঁর প্রথম আর্বিভাব হয় তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ৷ সেখান থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসরে আসেন বরুণ ৷ এক জন স্থপতির ক্রিকেটার হয়ে ওঠার গল্পটাও অসাধারণ ৷

আরও পড়ুন : Tokyo Olympics : জয়ের দোরগোড়া থেকে হার, ডবলসে প্রথম রাউন্ড থেকে বিদায় সানিয়া-রায়না জুটির

তবে শুধু বরুণ চক্রবর্তী নন, আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হতে পারে দেবদূত পাড়িক্কাল ও ঋতুরাজ গায়কোয়াড়ের ৷ এই দুই ক্রিকেটারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভাল পারফর্ম করেছেন ৷ পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব হয়ত ইংল্যান্ড উড়ে যাবেন ৷ তাই তাঁদের খেলিয়ে কোনও রিস্ক নিতে চায় না টিম ম্যানেজমেন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.