ETV Bharat / sports

WPL 2023 Final: রোহিতদের সাফল্যের সরণিতে হাঁটা শুরু হরমনপ্রীতদের, আত্মপ্রকাশে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই - Sciver Brunts 60 runs helps MI to clinch the title

রবিবাসরীয় ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 7 উইকেটে হারাল পল্টনরা ৷ গ্যালারিতে বসে যা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন রোহিত শর্মা-ঈশান কিষাণরা ৷ পুরুষদের দেখানো পথে সাফল্যের সরণিতে হাঁটা শুরু করল মুম্বই ইন্ডিয়ান্সের প্রমিলা ব্রিগেডও (MI become the Champion of first edition of WPL) ৷

Etv Bharat
আত্মপ্রকাশে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই
author img

By

Published : Mar 26, 2023, 10:46 PM IST

Updated : Mar 26, 2023, 11:10 PM IST

মুম্বই, 26 মার্চ: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি তারা ৷ ডব্লিউপিএল আত্মপ্রকাশেও খেতাব ঘরে তুলে সাফল্যের সেই ধারা জারি রাখল মুম্বই ইন্ডিয়ান্স ৷ রবিবাসরীয় ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 7 উইকেটে হারাল 'পল্টন'রা ৷ গ্যালারিতে বসে যা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন রোহিত শর্মা-ঈশান কিষাণরা ৷ পুরুষদের দেখানো পথে সাফল্যের সরণিতে হাঁটা শুরু করল মুম্বই ইন্ডিয়ান্সের প্রমিলা ব্রিগেডও (MI becomes the Champion of first edition of WPL) ৷

পয়লা সংস্করণে মুম্বইয়ের জয়ের নেপথ্য কারিগর অবশ্যই দলের বোলিং বিভাগ ৷ শেষে ব্যাট হাতে পল্টনদের ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দিলেন ইংরেজ অলরাউন্ডার ন্যাট শিভার-ব্রান্ট ৷ 55 বলে 60 রানের অ্যাঙ্কর ইনিংস খেলে ষষ্ঠ প্রিমিয়র লিগ ট্রফি এনে দিলেন ফ্র্যাঞ্চাইজির সংসারে (Nat Sciver-Brunt's 60 runs helps MI to clinch the title) ৷ 39 বলে 37 রানের ইনিংস খেলে টি-20 বিশ্বকাপ ফাইনালের মতোই রান-আউট হলেন মুম্বই দলনায়িকা হরমনপ্রীত ৷ তবে দল জেতায় কমল অস্বস্তি ৷ অন্যদিকে 'ট্র্যাজিক হিরোইন' হয়ে রইলেন শিখা পান্ডে এবং রাধা যাদব ৷ যাঁদের ঝোড়ো ব্যাট এদিন অন্তিম ওভার পর্যন্ত ম্য়াচে রেখেছিল মেগ ল্যানিংয়ের দিল্লিকে ৷

ব্রেবোর্নে এদিন রবিবাসরীয় মহারণে টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়িকা ৷ ফাইনালে প্রতিপক্ষের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দিতে টুর্নামেন্টের টপ স্কোরার ল্যানিংয়ের ব্যাটের দিকেই তাকিয়েছিল দিল্লি ৷ ল্যানিং 29 বলে 35 করলেও টপ-অর্ডারে বাকিদের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় মহারণের শুরুতেই পিছু হটতে থাকে ডিসি ৷ শেফালি বর্মা, এলিস ক্য়াপসে, জেমিমা রডরিগেজের ব্যাট থেকে আসে যথাক্রমে 11, 0 এবং 9 রান ৷

আরও পড়ুন: শিখা-রাধার ঝোড়ো ব্যাটে খেতাবি লড়াইয়ে মুম্বইয়ের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

ইসি ওং, হেইলি ম্যাথুজদের দাপুটে বোলিংয়ে নিয়মিত উইকেট খোয়াতে থাকে দিল্লি ৷ 16 ওভারের মধ্যে 79 রানে 9 উইকেট হারিয়ে দিল্লি যখন চরম বিপদে, তখন অন্তিম উইকেটে মুশকিল আসেন হয়ে দেখা দেন শিখা পান্ডে এবং রাধা যাদব জুটি ৷ প্রতি আক্রমণে মুম্বইয়ের তাবড় বোলারদের সাধারণ স্তরে নামিয়ে আনেন দিল্লির দুই টেল-এন্ডার ৷ শেষ চার ওভারে 52 রান তুলে প্রত্যাঘাত ছুড়ে দেয় এই জুটি ৷ শেষমেশ 20 ওভারে 131 রান (9 উইকেট) রান তোলে দিল্লি ৷

মুম্বই, 26 মার্চ: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি তারা ৷ ডব্লিউপিএল আত্মপ্রকাশেও খেতাব ঘরে তুলে সাফল্যের সেই ধারা জারি রাখল মুম্বই ইন্ডিয়ান্স ৷ রবিবাসরীয় ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 7 উইকেটে হারাল 'পল্টন'রা ৷ গ্যালারিতে বসে যা তারিয়ে তারিয়ে উপভোগ করলেন রোহিত শর্মা-ঈশান কিষাণরা ৷ পুরুষদের দেখানো পথে সাফল্যের সরণিতে হাঁটা শুরু করল মুম্বই ইন্ডিয়ান্সের প্রমিলা ব্রিগেডও (MI becomes the Champion of first edition of WPL) ৷

পয়লা সংস্করণে মুম্বইয়ের জয়ের নেপথ্য কারিগর অবশ্যই দলের বোলিং বিভাগ ৷ শেষে ব্যাট হাতে পল্টনদের ইপ্সিত লক্ষ্যে পৌঁছে দিলেন ইংরেজ অলরাউন্ডার ন্যাট শিভার-ব্রান্ট ৷ 55 বলে 60 রানের অ্যাঙ্কর ইনিংস খেলে ষষ্ঠ প্রিমিয়র লিগ ট্রফি এনে দিলেন ফ্র্যাঞ্চাইজির সংসারে (Nat Sciver-Brunt's 60 runs helps MI to clinch the title) ৷ 39 বলে 37 রানের ইনিংস খেলে টি-20 বিশ্বকাপ ফাইনালের মতোই রান-আউট হলেন মুম্বই দলনায়িকা হরমনপ্রীত ৷ তবে দল জেতায় কমল অস্বস্তি ৷ অন্যদিকে 'ট্র্যাজিক হিরোইন' হয়ে রইলেন শিখা পান্ডে এবং রাধা যাদব ৷ যাঁদের ঝোড়ো ব্যাট এদিন অন্তিম ওভার পর্যন্ত ম্য়াচে রেখেছিল মেগ ল্যানিংয়ের দিল্লিকে ৷

ব্রেবোর্নে এদিন রবিবাসরীয় মহারণে টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়িকা ৷ ফাইনালে প্রতিপক্ষের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দিতে টুর্নামেন্টের টপ স্কোরার ল্যানিংয়ের ব্যাটের দিকেই তাকিয়েছিল দিল্লি ৷ ল্যানিং 29 বলে 35 করলেও টপ-অর্ডারে বাকিদের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় মহারণের শুরুতেই পিছু হটতে থাকে ডিসি ৷ শেফালি বর্মা, এলিস ক্য়াপসে, জেমিমা রডরিগেজের ব্যাট থেকে আসে যথাক্রমে 11, 0 এবং 9 রান ৷

আরও পড়ুন: শিখা-রাধার ঝোড়ো ব্যাটে খেতাবি লড়াইয়ে মুম্বইয়ের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

ইসি ওং, হেইলি ম্যাথুজদের দাপুটে বোলিংয়ে নিয়মিত উইকেট খোয়াতে থাকে দিল্লি ৷ 16 ওভারের মধ্যে 79 রানে 9 উইকেট হারিয়ে দিল্লি যখন চরম বিপদে, তখন অন্তিম উইকেটে মুশকিল আসেন হয়ে দেখা দেন শিখা পান্ডে এবং রাধা যাদব জুটি ৷ প্রতি আক্রমণে মুম্বইয়ের তাবড় বোলারদের সাধারণ স্তরে নামিয়ে আনেন দিল্লির দুই টেল-এন্ডার ৷ শেষ চার ওভারে 52 রান তুলে প্রত্যাঘাত ছুড়ে দেয় এই জুটি ৷ শেষমেশ 20 ওভারে 131 রান (9 উইকেট) রান তোলে দিল্লি ৷

Last Updated : Mar 26, 2023, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.