ETV Bharat / sports

MS Dhoni : পরের মরশুমেও থাকছেন মাহি; চেন্নাইয়ের মাঠ থেকেই 'আলবিদা' - পরের আইপিএলেও খেলবেন ধোনি

পরের বছরও এই বিশ্বজয়ী অধিনায়ককে কোটিপতি লিগে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়েছেন অনুরাগীরা ৷ ভক্তরা চাইছিলেন, টসের সময় মুচকি হেসে মাহি আরও একবার বলুক 'ডেফিনেটলি নট' ৷ হতাশ করলেন না মাহিও (MS Dhoni confirms he will play for CSK in IPL 2023) ৷

MS Dhoni
MS Dhoni
author img

By

Published : May 20, 2022, 9:44 PM IST

মুম্বই, 20 মে : প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল আগেই ৷ আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস ৷ কোটিপতি লিগের পঞ্চদশ সংস্করণে চারবারের খেতাবজয়ীদের এই শোচনীয় পরিস্থিতি ইয়েলো আর্মিদের জন্য অবশ্যই দুঃখের ৷ যদিও সিএসকে অনুরাগীদের কাছে এর থেকেও বেশি মাথাব্যথা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৷ চল্লিশের ধোনিকে পরের বছর কি হলুদ জার্সিতে আদৌ দেখা যাবে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ৷ পরের বছরও এই বিশ্বজয়ী অধিনায়ককে কোটিপতি লিগে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়েছেন অনুরাগীরা ৷ ভক্তরা চাইছিলেন, টসের সময় মুচকি হেসে মাহি আরও একবার বলুক 'ডেফিনেটলি নট' ৷

হতাশ করলেন না মাহিও ৷ তামাম ভক্তকুলের মুখে হাসি ফুটিয়ে জানিয়ে দিলেন, পরের বছরও তিনি থাকছেন (MS Dhoni confirms he will play for CSK in IPL 2023) ৷ এখনই আইপিএল অবসর নিয়ে কোনও ভাবনা নেই তাঁর ৷ শুক্রবার ব্রেবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জেতার পর কমেন্টেটরের জিজ্ঞাসা ছিল, "পরের বছরও কি তোমাকে হলুদ জার্সিতে দেখা যাবে ?" উত্তরে লাখো ধোনি এবং সিএসকে ভক্তদের স্বস্তি দিয়ে তিনি বলেন, "হ্যাঁ, অবশ্যই ৷"

তিনি (Dhoni on IPL Retirement) বলেন, "চেন্নাইয়ে শেষ ম্যাচ না খেলে ধন্যবাদ জানানোটা অনুচিত হবে ৷ মুম্বই এমন একটা জায়গা যেখানে দল এবং ব্যক্তিগতভাবে প্রচুর ভালবাসা এবং স্নেহ পেয়েছি ৷ তবে সিএসকে ফ্যানদের সঙ্গে এটা অন্যায় হবে ৷" ধোনির কথায়, "আশা করছি আগামী বছর পরিস্থিতি এমন থাকবে যেখানে টিম ট্রাভেল করতে পারবে ৷ বিভিন্ন শহরে, বিভিন্ন ভেনুতে গিয়ে আমরা খেলব ৷ তবে সেটাই আমার শেষ বছর হবে কি না, তা এখনই বলা সম্ভব নয় ৷ দু'বছর আগে থেকে সবকিছু বলা সম্ভব নয় ৷ তবে পরিশ্রম করে আগামী বছর যে আরও শক্তিশালী হয়ে ফিরব তা বলতে পারি ৷"

আরও পড়ুন : KKR in IPL 2022 : ম্যাচ নয়, হৃদয় জিতলেন নাইটদের নতুন সিংহ

চলতি মরশুমের শুরুতে সকলকে চমকে দিয়ে সিএসকে-র দায়িত্ব রবীন্দ্র জাদেজাকে হাতে সঁপে দিয়েছিলেন ধোনি ৷ যদিও সেই চমক মোটেও কাজে লাগেনি ৷ লাগাতার হারে নতুন অধিনায়কের নেতৃত্ব দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল ৷ ফলে মাঝপথেই নেতৃত্বের তাজ ফিরে যায় দেশের সবচেয়ে সফল ক্যাপ্টেনের মাথায় ৷ দল জয়ের সরণীতে ফিরলেও শেষ চারের দরজা পর্যন্ত পৌঁছতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা ৷

মুম্বই, 20 মে : প্লে অফ থেকে ছিটকে গিয়েছিল আগেই ৷ আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চলতি আইপিএলের শেষ ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস ৷ কোটিপতি লিগের পঞ্চদশ সংস্করণে চারবারের খেতাবজয়ীদের এই শোচনীয় পরিস্থিতি ইয়েলো আর্মিদের জন্য অবশ্যই দুঃখের ৷ যদিও সিএসকে অনুরাগীদের কাছে এর থেকেও বেশি মাথাব্যথা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ৷ চল্লিশের ধোনিকে পরের বছর কি হলুদ জার্সিতে আদৌ দেখা যাবে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ৷ পরের বছরও এই বিশ্বজয়ী অধিনায়ককে কোটিপতি লিগে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটিয়েছেন অনুরাগীরা ৷ ভক্তরা চাইছিলেন, টসের সময় মুচকি হেসে মাহি আরও একবার বলুক 'ডেফিনেটলি নট' ৷

হতাশ করলেন না মাহিও ৷ তামাম ভক্তকুলের মুখে হাসি ফুটিয়ে জানিয়ে দিলেন, পরের বছরও তিনি থাকছেন (MS Dhoni confirms he will play for CSK in IPL 2023) ৷ এখনই আইপিএল অবসর নিয়ে কোনও ভাবনা নেই তাঁর ৷ শুক্রবার ব্রেবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জেতার পর কমেন্টেটরের জিজ্ঞাসা ছিল, "পরের বছরও কি তোমাকে হলুদ জার্সিতে দেখা যাবে ?" উত্তরে লাখো ধোনি এবং সিএসকে ভক্তদের স্বস্তি দিয়ে তিনি বলেন, "হ্যাঁ, অবশ্যই ৷"

তিনি (Dhoni on IPL Retirement) বলেন, "চেন্নাইয়ে শেষ ম্যাচ না খেলে ধন্যবাদ জানানোটা অনুচিত হবে ৷ মুম্বই এমন একটা জায়গা যেখানে দল এবং ব্যক্তিগতভাবে প্রচুর ভালবাসা এবং স্নেহ পেয়েছি ৷ তবে সিএসকে ফ্যানদের সঙ্গে এটা অন্যায় হবে ৷" ধোনির কথায়, "আশা করছি আগামী বছর পরিস্থিতি এমন থাকবে যেখানে টিম ট্রাভেল করতে পারবে ৷ বিভিন্ন শহরে, বিভিন্ন ভেনুতে গিয়ে আমরা খেলব ৷ তবে সেটাই আমার শেষ বছর হবে কি না, তা এখনই বলা সম্ভব নয় ৷ দু'বছর আগে থেকে সবকিছু বলা সম্ভব নয় ৷ তবে পরিশ্রম করে আগামী বছর যে আরও শক্তিশালী হয়ে ফিরব তা বলতে পারি ৷"

আরও পড়ুন : KKR in IPL 2022 : ম্যাচ নয়, হৃদয় জিতলেন নাইটদের নতুন সিংহ

চলতি মরশুমের শুরুতে সকলকে চমকে দিয়ে সিএসকে-র দায়িত্ব রবীন্দ্র জাদেজাকে হাতে সঁপে দিয়েছিলেন ধোনি ৷ যদিও সেই চমক মোটেও কাজে লাগেনি ৷ লাগাতার হারে নতুন অধিনায়কের নেতৃত্ব দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল ৷ ফলে মাঝপথেই নেতৃত্বের তাজ ফিরে যায় দেশের সবচেয়ে সফল ক্যাপ্টেনের মাথায় ৷ দল জয়ের সরণীতে ফিরলেও শেষ চারের দরজা পর্যন্ত পৌঁছতে পারেনি চারবারের চ্যাম্পিয়নরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.