দুর্গাপুর, 29 জানুয়ারি: বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মুখ্যমন্ত্রীকে ভারতরত্ন খেতাব পাওয়ার যোগ্য দাবিদার বলে বিতর্কে জড়িয়েছিলেন কয়েকদিন আগে ৷ তবে, শুধু বাগদার বিধায়ক নন ৷ রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটকও এবার সেই একই দাবি করলেন (Moloy Ghatak Stands for Bharat Ratna honour to CM Mamata Banerjee) ৷ দুর্গাপুরে একটি অনুষ্ঠানে এসে তিনি দাবি করলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ভারতরত্ন খেতাব পাওয়ার যোগ্য দাবিদার ৷’’
কখনও রানি রাসমণি, আবার কখনও ভগিনী নিবেদতার সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা টেনে বিতর্ক তৈরি করেছেন রাজ্যের একাধিক তৃণমূল নেতা, বিধায়করা ৷ সেই তালিকায় সবার আগে নাম রয়েছে উত্তর 24 পরগনার বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের ৷ সম্প্রতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'ভারতরত্ন' দেওয়ার দাবি করে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিলেন ৷ সেই বিধায়ক বিশ্বজিৎ দাসকে সমর্থন করলেন আইনমন্ত্রী মলয় ঘটক ৷
রবিবার বিকেলে দুর্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘‘ভারতরত্ন পাওয়ার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’ তবে, শুধুই মলয় ঘটক নন ৷ রাজ্যের আরেক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও সেই তালিকায় রয়েছেন ৷ পরিবহণ মন্ত্রীও বিশ্বজিৎ দাসের সমর্থনে কথা বলেন ৷ আর এই ইস্যুতে বিরোধী বিজেপি রাজ্যের শাসকদলকে তুলোধনা করতে ছাড়েনি ৷ এমনকি বিভিন্ন মহলে এনিয়ে সমালোচনাও হয়েছে ৷ তবে, তৃণমূলের মন্ত্রী এবং বিধায়করা নিজেদের দাবিতে অনড় ৷
আরও পড়ুন: আজব পার্টি তৃণমূল, বিধায়ক বিশ্বজিৎ দাস ইস্যুতে কটাক্ষ শুভেন্দুর
দুর্গাপুরে আয়োজিত হতে চলেছে এরাজ্যের টেনিস বলে অন্যতম বড় ক্রিকেট প্রতিযোগিতা ৷ এই প্রতিযোগিতায় মোট 16 টি দল অংশ নেবে ৷ দেশের বিভিন্ন রাজ্য থেকে টেনিস বলের দল এই টুর্নামেন্টে অংশ নেবে ৷ দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তার শুভ সূচনা করেন মলয় ঘটক ৷ এই টুর্নামেন্ট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘‘এই ধরনের ক্রিকেট প্রতিযোগিতার থেকে প্রমাণিত হয়, আগামী দিনে দুর্গাপুরে যে স্টেডিয়াম রয়েছে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তার জন্য আরও বড় পরিকাঠামো গড়ে তুলতে হবে ৷