ETV Bharat / sports

ডার্বি হারের প্রতিশোধ, ওয়ান-ডের ফাইনালে মোহনবাগান - ডার্বি হারের প্রতিশোধ

সৌরভ সিংয়ের 51 দলের রানকে এগিয়ে নিয়ে গেলেও সৌরভ মণ্ডলের বোলিং লাল হলুদের রানের গতিতে রাশ টানে । রনজোৎ 68 রানে মোহনবাগানের তুহিন বন্দ্য়োপাধ্যায়ের বলে আউট হওয়ার পরে ইস্টবেঙ্গলের তিনশো প্লাস রান তোলার সম্ভাবনা শেষ হয়ে যায় ।

ওয়ান-ডের ফাইনালে মোহনবাগান
ওয়ান-ডের ফাইনালে মোহনবাগান
author img

By

Published : Apr 24, 2021, 11:03 PM IST

কলকাতা, 24 এপ্রিল : করোনার আবহে ক্রিকেট ডার্বির মঞ্চে মধুর বদলা মোহনবাগানের । শনিবার সিএবি পরিচালিত প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে তিন উইকেটে হারাল সবুজ মেরুন । ডার্বি জয়ে মোহনবাগানের বিবেক সিং এবং অভিমন্যু ঈশ্বরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন ।

টস জিতে ব্যাট করতে নেমে 8 উইকেটে 278 রান তোলে । প্রত্যুত্তরে মোহনবাগান সাত উইকেটে 280 রান করে । এই জয়ের ফলে মোহনবাগান জে সি মুখোপাধ্যায় সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে পরাজয়ের বদলা নিল । প্রথমে ব্যাট করতে নেমে লাল হলুদের দুই ওপেনার রানজোৎ সিং খয়রা এবং অঙ্কুর পাল 108 রান তোলেন । সায়ন ঘোষের বলে আউট হওয়ার আগে অঙ্কুরের 72 বলে 68 রানের ইনিংস দশটি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কায় সাজানো ।

সৌরভ সিংয়ের 51 দলের রানকে এগিয়ে নিয়ে গেলেও সৌরভ মণ্ডলের বোলিং লাল হলুদের রানের গতিতে রাশ টানে । রনজোৎ 68 রানে মোহনবাগানের তুহিন বন্দ্য়োপাধ্যায়ের বলে আউট হওয়ার পরে ইস্টবেঙ্গলের তিনশো প্লাস রান তোলার সম্ভাবনা শেষ হয়ে যায় । লাল হলুদ অধিনায়ক অর্নব নন্দী দ্রুত 29 রান এবং বিদ্যুৎ অধিকারীর 20 রান দলকে 278 পৌঁছে দেয় । মোহনবাগানের বোলারদের মধ্যে সৌরভ তিনটি উইকেট নিয়েছেন । সায়ন এবং তুহিনের শিকার দুই ।
আরও পড়ুন : 48-এ পা সচিনের, ফিরে দেখা কিছু অবিস্মরণীয় ইনিংস

প্রত্যুত্তরে ইস্টবেঙ্গলের বোলারদের প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দিয়ে মোহনবাগানের জয়ের ভিত গড়েন দুই ওপেনার বিবেক সিং(68) এবং অভিমন্যু ঈশ্বরণ(55) । সবুজ মেরুন মিডল অর্ডার দলের রানের গতি ধরে রাখে । অনুস্টুপ মজুমদার(15), সুদীপ চ্যাটার্জি(47), জয়জিত বসুরা দলের জয় নিশ্চিত করেন । তিন উইকেট নিয়ে ইস্টবেঙ্গলের সফল বোলার অধিনায়ক অর্নব নন্দী । ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ ভবানীপুর ।

কলকাতা, 24 এপ্রিল : করোনার আবহে ক্রিকেট ডার্বির মঞ্চে মধুর বদলা মোহনবাগানের । শনিবার সিএবি পরিচালিত প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে তিন উইকেটে হারাল সবুজ মেরুন । ডার্বি জয়ে মোহনবাগানের বিবেক সিং এবং অভিমন্যু ঈশ্বরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন ।

টস জিতে ব্যাট করতে নেমে 8 উইকেটে 278 রান তোলে । প্রত্যুত্তরে মোহনবাগান সাত উইকেটে 280 রান করে । এই জয়ের ফলে মোহনবাগান জে সি মুখোপাধ্যায় সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে পরাজয়ের বদলা নিল । প্রথমে ব্যাট করতে নেমে লাল হলুদের দুই ওপেনার রানজোৎ সিং খয়রা এবং অঙ্কুর পাল 108 রান তোলেন । সায়ন ঘোষের বলে আউট হওয়ার আগে অঙ্কুরের 72 বলে 68 রানের ইনিংস দশটি বাউন্ডারি এবং একটি বিশাল ছক্কায় সাজানো ।

সৌরভ সিংয়ের 51 দলের রানকে এগিয়ে নিয়ে গেলেও সৌরভ মণ্ডলের বোলিং লাল হলুদের রানের গতিতে রাশ টানে । রনজোৎ 68 রানে মোহনবাগানের তুহিন বন্দ্য়োপাধ্যায়ের বলে আউট হওয়ার পরে ইস্টবেঙ্গলের তিনশো প্লাস রান তোলার সম্ভাবনা শেষ হয়ে যায় । লাল হলুদ অধিনায়ক অর্নব নন্দী দ্রুত 29 রান এবং বিদ্যুৎ অধিকারীর 20 রান দলকে 278 পৌঁছে দেয় । মোহনবাগানের বোলারদের মধ্যে সৌরভ তিনটি উইকেট নিয়েছেন । সায়ন এবং তুহিনের শিকার দুই ।
আরও পড়ুন : 48-এ পা সচিনের, ফিরে দেখা কিছু অবিস্মরণীয় ইনিংস

প্রত্যুত্তরে ইস্টবেঙ্গলের বোলারদের প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দিয়ে মোহনবাগানের জয়ের ভিত গড়েন দুই ওপেনার বিবেক সিং(68) এবং অভিমন্যু ঈশ্বরণ(55) । সবুজ মেরুন মিডল অর্ডার দলের রানের গতি ধরে রাখে । অনুস্টুপ মজুমদার(15), সুদীপ চ্যাটার্জি(47), জয়জিত বসুরা দলের জয় নিশ্চিত করেন । তিন উইকেট নিয়ে ইস্টবেঙ্গলের সফল বোলার অধিনায়ক অর্নব নন্দী । ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ ভবানীপুর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.