মুম্বই, 30 সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি দুই টি20 ম্যাচে জসপ্রীত বুমরার জায়গায় ভারতীয় দলে এলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj Repalces Injured Jasprit Bumrah) ৷ জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গতকালই বিসিসিআই এর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বুমারার চোট নিয়ে ৷ সেখানে বলা হয়েছিল, পিঠে চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজে শুধু নন, অস্ট্রেলিয়ায় আয়োজিত আসন্ন টি20 বিশ্বকাপেও ভারতীয় দলের বাইরে চলে গিয়েছেন ৷ এবার বুমরার জায়গায় পরিবর্ত হিসাবে সিরাজকে দলে ফেরাল নির্বাচক কমিটি ৷
প্রসঙ্গত, ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত বোলার হিসাবে মহম্মদ শামি (Mohammed Shami), দীপক চাহারকে রাখা হয়েছিল ৷ সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজে দীপক চাহারকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ প্রসঙ্গত, তিরুবন্তপুরমের সেই ম্যাচেই অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন বুমরা চোটের কারণে প্রথম একাদশে নেই ৷ কিন্তু, কতটা গুরুতর সেই চোট তা সেদিন খোলসা করেননি রোহিত ৷ আর গতকাল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বুমরার পিঠের চোট এখনই ঠিক হওয়ার নয় ৷
-
Mohd. Siraj replaces injured Jasprit Bumrah for the remainder of the T20I series against South Africa: BCCI
— ANI (@ANI) September 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Bumrah has sustained a back injury and is currently under the supervision of the BCCI Medical Team. pic.twitter.com/fDhVv6uBos
">Mohd. Siraj replaces injured Jasprit Bumrah for the remainder of the T20I series against South Africa: BCCI
— ANI (@ANI) September 30, 2022
Bumrah has sustained a back injury and is currently under the supervision of the BCCI Medical Team. pic.twitter.com/fDhVv6uBosMohd. Siraj replaces injured Jasprit Bumrah for the remainder of the T20I series against South Africa: BCCI
— ANI (@ANI) September 30, 2022
Bumrah has sustained a back injury and is currently under the supervision of the BCCI Medical Team. pic.twitter.com/fDhVv6uBos
আরও পড়ুন: বড় ধাক্কা রোহিতদের, পিঠের চোটে বিশ্বকাপে নেই বুমরা
কিন্তু, প্রশ্ন উঠছে, বুমরা বাদ গেলে তাঁর বদলে বিশ্বকাপ দলের পরিবর্ত খেলোয়াড় হিসাবে মহম্মদ শামিকে কেন সুযোগ দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট ৷ যেখানে বিশ্বকাপে সফরকারী দলের সঙ্গে তিনি থাকবেন ৷ আর শামি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি20 ম্যাচের আগে কোভিড পজিটিভ হয়েছিলেন ৷ বর্তমান পরিস্থিতিতে তাঁরও সুস্থ হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু, সেখানে শামিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে না ফিরিয়ে সিরাজকে ফেরানোতেও একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে ৷