ETV Bharat / sports

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের শুরুতে নেই শামি - মহম্মদ শামি

Mohammed Shami: গোড়ালির চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি মহম্মদ শামি ৷ ফলে ঘরের মাঠে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি ৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, শুরুর কয়েকটি ম্যাচ থেকে বাদ পড়বেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 10:06 AM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: 25 জানুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৷ আর সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা ভারতীয় দলে ৷ গোড়ালির চোটের কারণে, সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না মহম্মদ শামি ৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, শামি এখনও বোলিং শুরু করেননি ৷ আর তাঁর চোটের পরিস্থিতি সম্পর্কে জানতে শামিকে সবার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ, এনসিএ-তে যেতে হবে ৷ কিন্তু, ভারতের তারকা পেসার এখনও এনসিএ-র সঙ্গে যোগাযোগ করেননি ৷

উল্লেখ্য, গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও বাদ পড়েছিলেন তিনি ৷ প্রথমে তাঁকে প্রাথমিক দলে রাখা হয়েছিল ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছিল, শামির চোট সারার উপর ৷ কিন্তু, চোট থেকে সেরে না ওঠায় দল থেকে বাদ পড়েছিলেন ৷ এবার ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকেও সাময়িকভাবে ছিটকে গেলেন ৷

তবে, শুধু শামি নন ৷ সূর্যকুমার যাদবও এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যাচ্ছেন ৷ গোড়ালির চোটের জন্য কমপক্ষে দু’মাসের জন্য আগেই মাঠের বাইরে ছিলেন ৷ যে কারণে, ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলতে পারছেন না তিনি ৷ এবার সূর্যকুমারের হার্নিয়া ধরা পড়েছে বলে খবর ৷ যার জেরে তাঁর অস্ত্রোপচার করা হতে পারে ৷ জানা গিয়েছে, বিসিসিআই সূর্যকুমারের হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছে ৷ খুব সম্ভবত তাঁকে অস্ত্রোপচারের জন্য বিদেশে পাঠানো হতে পারে ৷ মূলত, আইপিএল-এর সময় যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, সেই কারণে স্কাইকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে ৷

মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদব প্রসঙ্গে বোর্ডের একটি সূত্রকে উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, "শামি এখনও বোলিং শুরু করেননি ৷ ওকে এনসিএ-তে আসতে হবে এবং নিজের ফিটনেস পরীক্ষা দিতে হবে ৷ ওকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না বলে মনে হচ্ছে ৷ আর যাদবের ক্ষেত্রে বিষয়টা অন্য ৷ ওকে আগের থেকে অনেক বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে ৷ ওর হার্নিয়ার অস্ত্রোপচারের পর, আবার অনুশীলন শুরু করতে 8-9 মাস সময় লাগবে ৷ আশা করা হচ্ছে ও আইপিএল-এর সময় ফিট থাকবে ৷" তবে, শামির ক্ষেত্রে বোর্ডের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
  2. ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
  3. মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের

নয়াদিল্লি, 8 জানুয়ারি: 25 জানুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৷ আর সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা ভারতীয় দলে ৷ গোড়ালির চোটের কারণে, সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না মহম্মদ শামি ৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, শামি এখনও বোলিং শুরু করেননি ৷ আর তাঁর চোটের পরিস্থিতি সম্পর্কে জানতে শামিকে সবার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ, এনসিএ-তে যেতে হবে ৷ কিন্তু, ভারতের তারকা পেসার এখনও এনসিএ-র সঙ্গে যোগাযোগ করেননি ৷

উল্লেখ্য, গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও বাদ পড়েছিলেন তিনি ৷ প্রথমে তাঁকে প্রাথমিক দলে রাখা হয়েছিল ৷ কিন্তু, পুরোটাই নির্ভর করছিল, শামির চোট সারার উপর ৷ কিন্তু, চোট থেকে সেরে না ওঠায় দল থেকে বাদ পড়েছিলেন ৷ এবার ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকেও সাময়িকভাবে ছিটকে গেলেন ৷

তবে, শুধু শামি নন ৷ সূর্যকুমার যাদবও এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে যাচ্ছেন ৷ গোড়ালির চোটের জন্য কমপক্ষে দু’মাসের জন্য আগেই মাঠের বাইরে ছিলেন ৷ যে কারণে, ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলতে পারছেন না তিনি ৷ এবার সূর্যকুমারের হার্নিয়া ধরা পড়েছে বলে খবর ৷ যার জেরে তাঁর অস্ত্রোপচার করা হতে পারে ৷ জানা গিয়েছে, বিসিসিআই সূর্যকুমারের হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছে ৷ খুব সম্ভবত তাঁকে অস্ত্রোপচারের জন্য বিদেশে পাঠানো হতে পারে ৷ মূলত, আইপিএল-এর সময় যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন, সেই কারণে স্কাইকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে ৷

মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদব প্রসঙ্গে বোর্ডের একটি সূত্রকে উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, "শামি এখনও বোলিং শুরু করেননি ৷ ওকে এনসিএ-তে আসতে হবে এবং নিজের ফিটনেস পরীক্ষা দিতে হবে ৷ ওকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না বলে মনে হচ্ছে ৷ আর যাদবের ক্ষেত্রে বিষয়টা অন্য ৷ ওকে আগের থেকে অনেক বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে ৷ ওর হার্নিয়ার অস্ত্রোপচারের পর, আবার অনুশীলন শুরু করতে 8-9 মাস সময় লাগবে ৷ আশা করা হচ্ছে ও আইপিএল-এর সময় ফিট থাকবে ৷" তবে, শামির ক্ষেত্রে বোর্ডের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হবে বলে সূত্রের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রিকির দেড়শোয় পিছিয়ে পড়ল বাংলা, রঞ্জি ওপেনারে মনোজদের ঝুলিতে মাত্র এক পয়েন্ট
  2. ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
  3. মেয়রস কাপ জিতল সেন্ট জনস পাবলিক স্কুল, প্রশংসা সিএবি প্রেসিডেন্টের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.