সাউদাম্পটন, 22 জুন : ভারতের 217 রানের জবাবে 249 রানে থামল নিউজ়িল্যান্ডের ইনিংস ৷ অর্থাৎ প্রথম ইনিংসে 32 রানের লিড নিল নিউজ়িল্যান্ড ৷ বৃষ্টি বিঘ্নিত সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম ইনিংসে ভারত করেছিল 217 রান ৷ জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করে নিউজ়িল্যান্ড ৷ তবে দুরন্ত বোলিং করেন শামি, ইশান্তরা ৷ শেষ দিকে কাইল জেমিসন ও টিম সাউদির ক্যামিও আটকে দিতে পারলে হয়ত 200-র মধ্যেই বেঁধে রাখা যেত কিউয়িদের ৷
ফের ভারতীয়দের ত্রাতা হয়ে উঠলেন মহম্মদ শামি ৷ অতীতেও বেশ কয়েকবার এমন পরিস্থিতিতে জ্বলে উঠতে দেখা গিয়েছে বাংলার এই পেসারকে ৷ তবে এবারের মঞ্চটা সম্পূর্ণ আলাদা ৷ টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে নিজেকে প্রমাণ করার মতো কিছু ছিল না শামির ৷ তবে ছিল উইকেট তুলে নেওয়ার খিদে ৷ সেই খিদের জোরেই একে একে প্যাভিলিয়নে ফেরালেন রস টেলর, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম ও কাইল জেমিসনকে ৷ বুঝিয়ে দিলেন কেন তাঁকে ভারতের সেরা টেস্ট বোলার বলা হয় ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে অজ়িদের বিরুদ্ধে টেস্ট খেলে ভারত ৷ সেখানে অবশ্য পাওয়া যায়নি ইশান্ত শর্মার সার্ভিস ৷ অজ়ি সফরের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর বাকি সিরিজ়ে থাকেননি শামিও ৷ তথাপি বেঞ্চে থাকা বোলারদের নিয়ে অজ়িদের বিরুদ্ধে সিরিজ় জয় করে ভারত ৷ তখনই ভারতের বোলিং অ্যাটাক নিয়ে চর্চা শুরু হয় ৷ তবে সেই সাফল্য নেহাতই কাকতালীয় ছিল না তা ফের প্রমাণ করল ভারতীয় দলের বোলিং বিভাগ ৷
আজ 2 উইকেটে 101 রান নিয়ে ব্যাটিং শুরু করে কিউয়িরা ৷ তবে দিনের শুরুতেই সাফল্য পায় ভারতীয় শিবির ৷ শুভমন গিলের অসাধারণ ক্যাচে আউট হন রস টেলর ৷ হেনরি নিকোলসকে ফেরান ইশান্ত শর্মা ৷ তারপর নিজের শেষ টেস্ট খেলতে নামা বিজে ওয়াটলিংকে অসাধারণ বলে বোল্ড করেন শামি ৷
একদিক থেকে যখন ক্রমাগত উইকেট পড়ছে, তখনও অন্যপ্রান্তে অবিচল ছিলেন কেন উইলিয়ামসন ৷ টেল এন্ডারদের নিয়ে রান করতে থাকেন কিউয়ি অধিনায়ক ৷ তবে মাত্র একরানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন ৷ ব্যক্তিগত 49 রানে তাঁকে ফেরালেন ইশান্ত শর্মা ৷ পরের দিকে টিম সাউদির 30 ও কাইল জেমিসনের 21 রান নিউজ়িল্যান্ডের রান 249-এ পৌঁছে দেয় ৷
ভারতীয়দের মধ্যে 4 উইকেট নেন মদম্মদ শামি ৷ 3টি নেন ইশান্ত শর্মা এছাড়া 2টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজার খাতায় একটি উইকেট ৷