ETV Bharat / sports

Mohammad Nabi: টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন নবি - রশিদ খান

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে (ACB) এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি ৷ কিন্তু আসন্ন টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে তিনি নেতৃত্ব দেবেন বলে জানিয়ে দিলেন মহম্মদ নবি ৷ বিশ্বকাপের দল ঘোষণার পরই নেতৃত্ব ছাড়েন রশিদ খান ৷

Mohammad Nabi
টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন নবি
author img

By

Published : Sep 10, 2021, 3:33 PM IST

কাবুল, 10 সেপ্টেম্বর: আসন্ন টি-20 বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন মহম্মদ নবি (Mohammad Nabi) ৷ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানান অভিজ্ঞ আফগান অলরাউন্ডার ৷ অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে শুরু হচ্ছে 2021 টি-20 বিশ্বকাপের আসর ৷

বৃহস্পতিবারই বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ৷ তালিবানরা ক্ষমতা দখল করার পর এটাই প্রথম আফগান ক্রিকেটের দল ঘোষণা ৷ কিন্তু দল নির্বাচনে ক্যাপ্টেন হিসেবে তাঁর কোনও মতামত নেওয়া না-হওয়ায় বিশ্বকাপের দল ঘোষণার পরই নেতৃত্ব ছাড়েন রশিদ খান ৷ টুইটারে নিজের ক্ষোভের কথাও জানান তারকা আফগান লেগ-স্পিনার ৷

রশিদ দায়িত্ব ছাড়ার আগে আফগান ক্রিকেটে হইচই পড়ে যায় ৷ বিশ্বকাপের নেতা বেছে নিতে তড়িঘড়ি বৈঠকে বসেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা ৷ নেতাও বেছে নেন তাঁরা ৷ কিন্তু বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার আগে নিজেই টুইটারে আসন্ন টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে তাঁর নেতৃত্ব দেওয়ার কথা জানান নবি ৷ টুইটারে 36 বছর বয়সি আফগান অল-রাউন্ডার লেখেন, "এই কঠিন পরিস্থিতিতে এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ সেই সঙ্গে টি-20 ফর্ম্যাটে আমি জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বভার গ্রহণ করছি ৷"

  • At this critical stage, I admire the decision of ACB for the announcement of leading the National Cricket Team in T20 Format. InshaAllah together we will present a great picture of the Nation in the upcoming T20 World Cup.

    — Mohammad Nabi (@MohammadNabi007) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

নবি আরও লেখেন, " আসন্ন টি-20 বিশ্বকাপে আমাদের প্রতিনিধিত্ব আফগানিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করবে ৷" তবে হঠাৎ করে রশিদ খানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় অবাক হয়েছেন নবি ৷ দেশে ফের তালিবানি রাজ ফেরায় সোশ্যাল মিডিয়ায় বারবার আওয়াজ তুলেছিলেন রশিদ ৷ বিশ্বকাপের দল ঘোষণার আগে তাঁর মতামত না-নেওয়ায় অপমানিতবোধ করে সোশ্যাল মিডিয়া অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন তিনি ৷

টুইটারে তারকা আফগান লেগ-স্পিনার লেখেন, "অধিনায়ক হিসেবে ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দল বাছাইয়ে অংশ নেওয়ার অধিকার আমার রয়েছে ৷ কিন্তু এসিবি যে দল ঘোষণা করেছে তাতে, নির্বাচক কমিটি বা আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি ৷ তাই আফগানিস্তানের টি-20 দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ আফগানিস্তানের হয়ে খেলাটা সবসময়ই গর্বের ৷"

কাবুল, 10 সেপ্টেম্বর: আসন্ন টি-20 বিশ্বকাপে (T20 World Cup) আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন মহম্মদ নবি (Mohammad Nabi) ৷ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজেই এ কথা জানান অভিজ্ঞ আফগান অলরাউন্ডার ৷ অক্টোবরে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে শুরু হচ্ছে 2021 টি-20 বিশ্বকাপের আসর ৷

বৃহস্পতিবারই বিশ্বকাপের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ৷ তালিবানরা ক্ষমতা দখল করার পর এটাই প্রথম আফগান ক্রিকেটের দল ঘোষণা ৷ কিন্তু দল নির্বাচনে ক্যাপ্টেন হিসেবে তাঁর কোনও মতামত নেওয়া না-হওয়ায় বিশ্বকাপের দল ঘোষণার পরই নেতৃত্ব ছাড়েন রশিদ খান ৷ টুইটারে নিজের ক্ষোভের কথাও জানান তারকা আফগান লেগ-স্পিনার ৷

রশিদ দায়িত্ব ছাড়ার আগে আফগান ক্রিকেটে হইচই পড়ে যায় ৷ বিশ্বকাপের নেতা বেছে নিতে তড়িঘড়ি বৈঠকে বসেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা ৷ নেতাও বেছে নেন তাঁরা ৷ কিন্তু বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার আগে নিজেই টুইটারে আসন্ন টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে তাঁর নেতৃত্ব দেওয়ার কথা জানান নবি ৷ টুইটারে 36 বছর বয়সি আফগান অল-রাউন্ডার লেখেন, "এই কঠিন পরিস্থিতিতে এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ সেই সঙ্গে টি-20 ফর্ম্যাটে আমি জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বভার গ্রহণ করছি ৷"

  • At this critical stage, I admire the decision of ACB for the announcement of leading the National Cricket Team in T20 Format. InshaAllah together we will present a great picture of the Nation in the upcoming T20 World Cup.

    — Mohammad Nabi (@MohammadNabi007) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

নবি আরও লেখেন, " আসন্ন টি-20 বিশ্বকাপে আমাদের প্রতিনিধিত্ব আফগানিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করবে ৷" তবে হঠাৎ করে রশিদ খানের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় অবাক হয়েছেন নবি ৷ দেশে ফের তালিবানি রাজ ফেরায় সোশ্যাল মিডিয়ায় বারবার আওয়াজ তুলেছিলেন রশিদ ৷ বিশ্বকাপের দল ঘোষণার আগে তাঁর মতামত না-নেওয়ায় অপমানিতবোধ করে সোশ্যাল মিডিয়া অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন তিনি ৷

টুইটারে তারকা আফগান লেগ-স্পিনার লেখেন, "অধিনায়ক হিসেবে ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দল বাছাইয়ে অংশ নেওয়ার অধিকার আমার রয়েছে ৷ কিন্তু এসিবি যে দল ঘোষণা করেছে তাতে, নির্বাচক কমিটি বা আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেনি ৷ তাই আফগানিস্তানের টি-20 দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ আফগানিস্তানের হয়ে খেলাটা সবসময়ই গর্বের ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.