হায়দরাবাদ, 5 জুন : পুরানো সেই দিনের কথা ৷ ফেলে আসা দিনগুলিকে খুব মিস করছেন দেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ৷ তাই সোশাল মিডিয়ায় কখনও পুরানো জার্সি পরে ছবি দিচ্ছেন ৷ কখনও প্রিয় মানুষের দেওয়া উপহারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন অনুরাগীদের ৷ এবার ক্রিকেট জীবনের প্রথমদিকে উপহার পাওয়া একটি সবুজ স্কুটার নিয়ে স্মৃতিমেদুর হলেন আজ্জু ৷
দেশের প্রাক্তন অধিনায়ক ৷ এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ডানহাতি ব্যাটসম্যান ৷ ক্রিকেট কেরিয়ারে মণিমুক্তো কুড়িয়েছেন ৷ ক্রিকেট প্রতিভার জন্য যেমন বন্দনা পেয়েছেন তেমনই ব্যক্তিগত জীবন ও ম্যাচ ফিক্সিংয়ের মতো অভিযোগ তাঁর কেরিয়ারটাকে নষ্ট করে দিয়েছে ৷ একাধারে নন্দিত এবং নিন্দিত এক ক্রিকেট ব্যক্তিত্ব ৷ সেই মহম্মদ আজহারউদ্দিন বর্তমানে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ৷ ক্রিকেট প্রশাসনে ব্যস্ততার মাঝেও অনুরাগীদের সঙ্গে পুরানোর দিনগুলির কিছু স্মৃতি ভাগ করে নিয়েছেন তিনি ৷ সবুজ রংয়ের একটি স্কুটারের ছবি পোস্ট করে 99টি টেস্ট খেলা এই ক্রিকেটার লিখেছেন, "কেরিয়ারের শুরুর দিকের সুখস্মৃতি ৷ আমার প্রতিভার স্বীকৃতি হিসেবে এই স্কুটারটি পেয়েছিলাম ৷ তখন হেঁটে বা মাইলের পর মাইল সাইকেল চালিয়ে স্টেডিয়ামে অনুশীলনের জন্য যেতাম ৷ সেই দিনগুলিতে এই স্কুটার আমার কাছে ছিল লাক্সারির মতো ৷"
আরও পড়ুন : WTC : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নতুন ভূমিকায় কার্তিক
স্কুটারটি যে আজ্জুর আজও খুব প্রিয় তা ছবিতেই স্পষ্ট ৷ এত পুরানো স্কুটার একেবারে ঝাঁ চকচকে ৷ স্কুটারের সামনে হেডলাইটে বড়বড় করে তাঁর নাম লেখা ৷ আজহারউদ্দিনের এই পোস্টে স্মৃতিতে ডুব দিয়েছেন তাঁর অনুরাগীরাও ৷ স্কুটারটি সেই আটের দশকের বাজাজ প্রিয়া মডেলের ৷ 150 সিসির এই স্কুটার কয়েক দশক ধরে মধ্যবিত্তের বাড়ির বাইরে দেখা গিয়েছে ৷ আজ্জুর অনুরাগীদের মধ্যে অনেকেরই এরকম স্কুটার ছিল বা রয়েছে ৷ তারাও কমেন্ট বক্সে স্কুটারকে জড়িয়ে নিজেদের স্মৃতি ভাগ করে নিয়েছেন ৷