ETV Bharat / sports

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফিরলেন আজহার - Ombudsman

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব ফিরে পেলেন মহম্মদ আজহারউদ্দিন ৷ রবিবার সংস্থার ওম্বাডসম্যান বিচারপতি দীপক বর্মা তাঁর নির্দেশে একথা জানিয়েছেন ৷ সেই সঙ্গে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজে ব্যাঘাত ঘটানোর অভিযোগে সহ-সভাপতি সহ মোট 5 জনে সাময়িকভাবে বহিষ্কার করেছেন তিনি ৷

Mohammad Azharuddin get back his post of president for Hyderabad Cricket Associationt
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফিরে মহম্মদ আজহারউদ্দিন
author img

By

Published : Jul 5, 2021, 11:42 AM IST

নয়াদিল্লি, 5 জুলাই : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association) গভর্নিং বডির সভাপতি হিসেবে কাজ করার ছাড়পত্র পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ৷ সংস্থার ওম্বাডসম্যান বিচারপতি দীপক বর্মা তাঁকে কাজ চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন ৷ সেই সঙ্গে একটি অন্তর্বর্তী একটি নির্দেশ জারি করেছেন তিনি ৷ যে নির্দেশিকা অনুযায়ী, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 5 শীর্ষকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে ৷

এইচসিএ ওম্বাডসম্যান (Ombudsman) বিচারপতি দীপক বর্মা তাঁর নির্দেশে জানিয়েছেন, সংস্থার সহ সভাপতি জন মনোজ, সচিব বিজয়নন্দ, যুগ্ম-সচিব নরেশ শর্মা, কোষাধ্যক্ষ সুরেন্দ্র আগরওয়াল এবং কাউন্সিলর পি অনুরাধাকে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে ৷ তাঁরা এতদিন অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হিসেবে যে দায়িত্ব পালন করছিলেন, তা আপাতত আর করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷

সংস্থার ওম্বাডসম্যান বিচারপতি দীপক বর্মা তাঁর নির্দেশিকায় জানিয়েছেন, তিনি স্পষ্ট করে দিতে চাই যে, শুধুমাত্র এই 5 জন সদস্য যাঁদের বিশ্বাস, ওম্বাডসম্যান হিসেবে তিনি তাঁর ক্ষমতা প্রয়োগ করতে পারেন না ৷ তাঁদের সেই ভ্রান্ত ধারণা হাইকোর্টের রায়ের পর মিথ্যে প্রমাণিত হয়েছে ৷ সেই সঙ্গে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 85 তম বার্ষিক সাধারণ সভাতেও তিনি থাকতে পারবেন ৷

আরও পড়ুন : Dinesh Karthik : "ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী", বিতর্কিত মন্তব্যে মা-স্ত্রীর বকা খেলেন কার্তিক

ওম্বাডসম্যান বিচারপতি দীপক বর্মা তাঁর 16 পাতার নির্দেশিকায় জানিয়েছেন, এই পাঁচজন তাঁর নিয়োজিত সদস্যদের মেনে নেয়নি ৷ এমনকি সংস্থার কাজ সঠিকভাবে করতেও দেওয়া হয়নি এই 5 জনের তরফে ৷ তাই তাঁদের আপাতত সংস্থার দায়িত্ব থেকে সরানো হচ্ছে ৷ সেই সঙ্গে বিচারপতি দীপক বর্মা আরও জানিয়েছেন যে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব পালন করতে পারবেন ৷ তবে, সংস্থার কর্তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ নিয়ে সিদ্ধান্ত একমাত্র ওম্বাডসম্যান নেবে ৷

বিচারপতি দীপক বর্মা আরও জানিয়েছেন, সংস্থার সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব সহ অন্য কর্তারা ক্রিকেটকে উৎসাহ দেওয়ার বাইরে ব্যক্তিগত স্তরে রাজনীতি করতে ব্যস্ত ছিলেন ৷ আর তার কারণ তাঁরা নিজেরাই ভাল জানবেন বলে ওই রায়ে উল্লেখ করেছেন তিনি ৷

নয়াদিল্লি, 5 জুলাই : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association) গভর্নিং বডির সভাপতি হিসেবে কাজ করার ছাড়পত্র পেলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ৷ সংস্থার ওম্বাডসম্যান বিচারপতি দীপক বর্মা তাঁকে কাজ চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন ৷ সেই সঙ্গে একটি অন্তর্বর্তী একটি নির্দেশ জারি করেছেন তিনি ৷ যে নির্দেশিকা অনুযায়ী, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 5 শীর্ষকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে ৷

এইচসিএ ওম্বাডসম্যান (Ombudsman) বিচারপতি দীপক বর্মা তাঁর নির্দেশে জানিয়েছেন, সংস্থার সহ সভাপতি জন মনোজ, সচিব বিজয়নন্দ, যুগ্ম-সচিব নরেশ শর্মা, কোষাধ্যক্ষ সুরেন্দ্র আগরওয়াল এবং কাউন্সিলর পি অনুরাধাকে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে ৷ তাঁরা এতদিন অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হিসেবে যে দায়িত্ব পালন করছিলেন, তা আপাতত আর করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷

সংস্থার ওম্বাডসম্যান বিচারপতি দীপক বর্মা তাঁর নির্দেশিকায় জানিয়েছেন, তিনি স্পষ্ট করে দিতে চাই যে, শুধুমাত্র এই 5 জন সদস্য যাঁদের বিশ্বাস, ওম্বাডসম্যান হিসেবে তিনি তাঁর ক্ষমতা প্রয়োগ করতে পারেন না ৷ তাঁদের সেই ভ্রান্ত ধারণা হাইকোর্টের রায়ের পর মিথ্যে প্রমাণিত হয়েছে ৷ সেই সঙ্গে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 85 তম বার্ষিক সাধারণ সভাতেও তিনি থাকতে পারবেন ৷

আরও পড়ুন : Dinesh Karthik : "ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী", বিতর্কিত মন্তব্যে মা-স্ত্রীর বকা খেলেন কার্তিক

ওম্বাডসম্যান বিচারপতি দীপক বর্মা তাঁর 16 পাতার নির্দেশিকায় জানিয়েছেন, এই পাঁচজন তাঁর নিয়োজিত সদস্যদের মেনে নেয়নি ৷ এমনকি সংস্থার কাজ সঠিকভাবে করতেও দেওয়া হয়নি এই 5 জনের তরফে ৷ তাই তাঁদের আপাতত সংস্থার দায়িত্ব থেকে সরানো হচ্ছে ৷ সেই সঙ্গে বিচারপতি দীপক বর্মা আরও জানিয়েছেন যে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব পালন করতে পারবেন ৷ তবে, সংস্থার কর্তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ নিয়ে সিদ্ধান্ত একমাত্র ওম্বাডসম্যান নেবে ৷

বিচারপতি দীপক বর্মা আরও জানিয়েছেন, সংস্থার সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব সহ অন্য কর্তারা ক্রিকেটকে উৎসাহ দেওয়ার বাইরে ব্যক্তিগত স্তরে রাজনীতি করতে ব্যস্ত ছিলেন ৷ আর তার কারণ তাঁরা নিজেরাই ভাল জানবেন বলে ওই রায়ে উল্লেখ করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.