ETV Bharat / sports

The Ashes 2023: নিয়মভঙ্গের অভিযোগে 25 শতাংশ ম্যাচ-ফি কাটা গেল মইন আলির

শাস্তির মুখে পড়লেন মইন আলি ৷ অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে আইসিসি-র বিধিভঙ্গের অভিযোগে তাঁর ম্যাচ ফি কাটার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ৷ ম্যাচের দ্বিতীয় দিনের শেষ ঘণ্টার খেলায় আইসিসি-র নিয়ম ভেঙেছেন তিনি ৷

The Ashes 2023 ETV BHARAT
The Ashes 2023
author img

By

Published : Jun 18, 2023, 11:02 PM IST

বার্মিংহাম, 18 জুন: আইসিসি-র বিধিভঙ্গের অভিযোগ ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলির বিরুদ্ধে ৷ যার জেরে শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি ৷ অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেই বিতর্কে জড়ালেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ ক্রিকেটার ৷ আইসিসি-র ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, মইন আলির ম্যাচ ফি-র 25 শতাংশ কাটা যাবে ৷ তিনি আইসিসি সংসদের ধারা 2.20 অর্থাৎ, খেলার মূল্যবোধ লঙ্ঘন করেছেন ৷ লেভেল ওয়ানের অপরাধের জন্য মইন আলির উপর ওয়ান ডিমেরিট পয়েন্ট যোগ হবে ৷

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ডাকে সাড়া দিয়ে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছেন মইন আলি ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে কামব্যাক করেছেন তিনি ৷ কিন্তু, বার্মিংহামে এজবাস্টনের প্রথম ম্যাচেই ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ঠিক কী ধরনের অপরাধ করেছেন মইন ? আইসিসি-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দ্বিতীয়দিনের শেষ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ইনিংসের 89 তম ওভারে ঘটনাটি ঘটে ৷ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন মইন আলি ৷ সেই সময় স্কাই স্পোর্টসের ক্যামেরায় ধরা পড়ে, মইন আলি তাঁর বোলিং আর্ম অর্থাৎ, ডানহাতের তালুতে শুকনো কিছু লাগাচ্ছেন ৷

বিষয়টি নজরে আসতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এর তদন্ত করেন ৷ তিনি ভিডিয়ো ফুটেজ ভালো করে খতিয়ে দেখেন ৷ এরপর ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাককুলাম, অধিনায়ক বেন স্টোকস এবং মইন আলিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি ৷ সেখানে ম্যাচের আম্পায়াররাও উপস্থিত ছিলেন ৷ সকলের সামনে মইন স্বীকার করেন নিজের দোষ ৷ যেহেতু তিনি অপরাধ স্বীকার করেছেন এবং গত 24 মাস বা 2 বছরে এটাই তাঁর বিরুদ্ধে কোনও নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে ৷ তাই 1 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে ও ম্যাচ ফি-র 25 শতাংশ কাটা হবে ৷

আরও পড়ুন: টেস্টে ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের, 546 রানে হারাল আফগানিস্তাকে

এজবাস্টন টেস্টে এই মুহূর্তে কিছুটা হলেও এগিয়ে রয়েছে 'থ্রি-লায়ন্স' ৷ প্রথম ইনিংসে ইংল্যান্ড 8 উইকেটে 393 রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ৷ তার জবাবে উসমান খোয়াজার 141, ট্রাভিস হেডের 50 এবং অ্যালেক্স কেরির 66 রানের সুবাদে 386 রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস ৷ প্রথম ইনিংসে 7 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন ব্রিটিশরা ৷ 6.5 ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে 26 রান করেছে ৷ বৃষ্টির কারণে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা বন্ধ রয়েছে ৷

বার্মিংহাম, 18 জুন: আইসিসি-র বিধিভঙ্গের অভিযোগ ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলির বিরুদ্ধে ৷ যার জেরে শাস্তির মুখে পড়তে চলেছেন তিনি ৷ অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেই বিতর্কে জড়ালেন পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্রিটিশ ক্রিকেটার ৷ আইসিসি-র ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, মইন আলির ম্যাচ ফি-র 25 শতাংশ কাটা যাবে ৷ তিনি আইসিসি সংসদের ধারা 2.20 অর্থাৎ, খেলার মূল্যবোধ লঙ্ঘন করেছেন ৷ লেভেল ওয়ানের অপরাধের জন্য মইন আলির উপর ওয়ান ডিমেরিট পয়েন্ট যোগ হবে ৷

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ডাকে সাড়া দিয়ে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরেছেন মইন আলি ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে কামব্যাক করেছেন তিনি ৷ কিন্তু, বার্মিংহামে এজবাস্টনের প্রথম ম্যাচেই ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ঠিক কী ধরনের অপরাধ করেছেন মইন ? আইসিসি-র প্রকাশিত বিবৃতি অনুযায়ী, দ্বিতীয়দিনের শেষ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ইনিংসের 89 তম ওভারে ঘটনাটি ঘটে ৷ বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন মইন আলি ৷ সেই সময় স্কাই স্পোর্টসের ক্যামেরায় ধরা পড়ে, মইন আলি তাঁর বোলিং আর্ম অর্থাৎ, ডানহাতের তালুতে শুকনো কিছু লাগাচ্ছেন ৷

বিষয়টি নজরে আসতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট এর তদন্ত করেন ৷ তিনি ভিডিয়ো ফুটেজ ভালো করে খতিয়ে দেখেন ৷ এরপর ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাককুলাম, অধিনায়ক বেন স্টোকস এবং মইন আলিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি ৷ সেখানে ম্যাচের আম্পায়াররাও উপস্থিত ছিলেন ৷ সকলের সামনে মইন স্বীকার করেন নিজের দোষ ৷ যেহেতু তিনি অপরাধ স্বীকার করেছেন এবং গত 24 মাস বা 2 বছরে এটাই তাঁর বিরুদ্ধে কোনও নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে ৷ তাই 1 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে ও ম্যাচ ফি-র 25 শতাংশ কাটা হবে ৷

আরও পড়ুন: টেস্টে ক্রিকেটে সবচেয়ে বড় জয় বাংলাদেশের, 546 রানে হারাল আফগানিস্তাকে

এজবাস্টন টেস্টে এই মুহূর্তে কিছুটা হলেও এগিয়ে রয়েছে 'থ্রি-লায়ন্স' ৷ প্রথম ইনিংসে ইংল্যান্ড 8 উইকেটে 393 রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ৷ তার জবাবে উসমান খোয়াজার 141, ট্রাভিস হেডের 50 এবং অ্যালেক্স কেরির 66 রানের সুবাদে 386 রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস ৷ প্রথম ইনিংসে 7 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন ব্রিটিশরা ৷ 6.5 ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে 26 রান করেছে ৷ বৃষ্টির কারণে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা বন্ধ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.