ETV Bharat / sports

Jhulan Goswami: ঝুলনের জন্মদিনে স্মৃতিচারণা মিতালির, টুইট জয় শাহ’র - জয় শাহ

চাকদা এক্সপ্রেসকে তাঁর 40 বছরের জন্মদিন উপলক্ষ্যে অভিনন্দন জানালেন প্রাক্তন সতীর্থ মিতালি রাজ (Mithali Raj Wishes Happy Birthday to Jhulan Goswami) ৷ ঝুলনকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন জয় শাহ (Jay Shah) ৷

Mithali Raj Wishes Happy Birthday to Jhulan Goswami
Mithali Raj Wishes Happy Birthday to Jhulan Goswami
author img

By

Published : Nov 25, 2022, 6:27 PM IST

কলকাতা, 25 নভেম্বর: প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার তথা চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামীর আজ জন্মদিন ৷ 40 বছর পূরণ করলেন তিনি ৷ ভারতীয় মহিলা ক্রিকেটের সর্বকালীন সেরা পেস বোলারকে জন্মদিনের অভিন্দন জানালেন জয় শাহ (Jay Shah) ৷ সেই অভিনন্দন বার্তায় ঝুলনের ক্রিকেট সফরকে রূপকথার সঙ্গে তুলনা করলেন বিসিসিআই সচিব ৷ ঝুলনের একসময়ের সতীর্থ মিতালি রাজও, বন্ধুকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন (Mithali Raj Wishes Happy Birthday to Jhulan Goswami) ৷

  • Happy birthday, @JhulanG10! From Chakdah to Lord's, your cricketing journey has been nothing short of a fairytale. You have been one of the most important flag-bearers of women's cricket for #TeamIndia and an inspiration to millions. I wish you happiness and good health. pic.twitter.com/kozcEa0eaj

    — Jay Shah (@JayShah) November 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Wish you a very happy birthday Jhulu, @JhulanG10. Playing together for all these years, we have created memories and lived through wonderful moments that will last us for a lifetime. Best wishes for the coming year. pic.twitter.com/aCuqVau4l2

    — Mithali Raj (@M_Raj03) November 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিসিসিআই সচিব জয় শাহ শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘‘শুভ জন্মদিন ঝুলন গোস্বামী ! চাকদা থেকে লর্ডস, তোমার ক্রিকেটীয় সফর কোনও রূপকথার থেকে কম যায় না ৷ ভারতীয় মহিলা ক্রিকেটের পতাকা বাহকদের মধ্যে অন্যতম একজন তুমি এবং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা তুমি ৷ আমি তোমার সুখী এবং সুস্বাস্থ্য জীবন কামনা করি ৷’’

আরও পড়ুন: প্রথম ম্যাচেই কিউয়িদের কাছে ভূলুন্ঠিত শিখররা

বন্ধু ঝুলনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিতালি রাজ ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘ঝুলু তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ একসঙ্গে এতগুলো বছর খেলে আমরা একসঙ্গে অনেক স্মৃতি একত্রিত করেছি ৷ আজীবন যে মুহূর্তগুলিকে আমরা উদযাপন করব ৷ তোমার আগামী বছরগুলির জন্য অনেক শুভেচ্ছা ৷’’ এদিন বিসিসিআই উইমেন এবং সিএবি’র তরফেও ঝুলনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷

কলকাতা, 25 নভেম্বর: প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার তথা চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামীর আজ জন্মদিন ৷ 40 বছর পূরণ করলেন তিনি ৷ ভারতীয় মহিলা ক্রিকেটের সর্বকালীন সেরা পেস বোলারকে জন্মদিনের অভিন্দন জানালেন জয় শাহ (Jay Shah) ৷ সেই অভিনন্দন বার্তায় ঝুলনের ক্রিকেট সফরকে রূপকথার সঙ্গে তুলনা করলেন বিসিসিআই সচিব ৷ ঝুলনের একসময়ের সতীর্থ মিতালি রাজও, বন্ধুকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন (Mithali Raj Wishes Happy Birthday to Jhulan Goswami) ৷

  • Happy birthday, @JhulanG10! From Chakdah to Lord's, your cricketing journey has been nothing short of a fairytale. You have been one of the most important flag-bearers of women's cricket for #TeamIndia and an inspiration to millions. I wish you happiness and good health. pic.twitter.com/kozcEa0eaj

    — Jay Shah (@JayShah) November 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Wish you a very happy birthday Jhulu, @JhulanG10. Playing together for all these years, we have created memories and lived through wonderful moments that will last us for a lifetime. Best wishes for the coming year. pic.twitter.com/aCuqVau4l2

    — Mithali Raj (@M_Raj03) November 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিসিসিআই সচিব জয় শাহ শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘‘শুভ জন্মদিন ঝুলন গোস্বামী ! চাকদা থেকে লর্ডস, তোমার ক্রিকেটীয় সফর কোনও রূপকথার থেকে কম যায় না ৷ ভারতীয় মহিলা ক্রিকেটের পতাকা বাহকদের মধ্যে অন্যতম একজন তুমি এবং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা তুমি ৷ আমি তোমার সুখী এবং সুস্বাস্থ্য জীবন কামনা করি ৷’’

আরও পড়ুন: প্রথম ম্যাচেই কিউয়িদের কাছে ভূলুন্ঠিত শিখররা

বন্ধু ঝুলনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মিতালি রাজ ৷ তিনি টুইটারে লেখেন, ‘‘ঝুলু তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷ একসঙ্গে এতগুলো বছর খেলে আমরা একসঙ্গে অনেক স্মৃতি একত্রিত করেছি ৷ আজীবন যে মুহূর্তগুলিকে আমরা উদযাপন করব ৷ তোমার আগামী বছরগুলির জন্য অনেক শুভেচ্ছা ৷’’ এদিন বিসিসিআই উইমেন এবং সিএবি’র তরফেও ঝুলনকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.