মুম্বই, 26 মার্চ: অন্তিম উইকেটে 52 রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ শিখা পান্ডে এবং রাধা যাদবের ৷ আর তাতেই আমূল পালটে গেল ম্যাচের রং ৷ 79 রানে একসময় 9 উইকেট হারিয়ে একসময় চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ আত্মপ্রকাশে খেতাব জিততে হরমনপ্রীতের করতে হবে 132 রান (MI need 132 runs to win WPL) ৷ 17 বলে 27 রানে অপরাজিত থাকলেন শিখা পান্ডে (Shikha Pandey scored 27 runs) ৷ অন্যদিকে রাধা যাদবের ব্য়াট থেকে এল 12 বলে 27 রানের ক্যামিও (Radha Yadhav scored 27 runs just from 12) ৷ শিভার ব্রান্টকে ইনিংসের শেষ দু'টো বলে ছক্কা হাঁকিয়ে দলের রান 131-এ পৌঁছে দিলেন তিনি ৷
ব্রেবোর্নে টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়িকা মেগ ল্য়ানিং ৷ ফাইনালে প্রতিপক্ষের কাঁধে বড় রানের বোঝা চাপিয়ে দিতে টুর্নামেন্টের টপ স্কোরার ল্যানিংয়ের ব্যাটের দিকেই তাকিয়েছিল দিল্লি ৷ ল্যানিং 29 বলে 35 করলেও টপ-অর্ডারে বাকিদের চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় মহারণের শুরুতেই পিছু হটতে থাকে ডিসি ৷ শেফালি বর্মা, এলিস ক্য়াপসে, জেমিমা রডরিগেজের ব্যাট থেকে আসে যথাক্রমে 11, 0 এবং 9 রান ৷
ইসি ওং, হেইলি ম্যাথুজদের দাপুটে বোলিংয়ে নিয়মিত উইকেট খোয়াতে থাকে দিল্লি ৷ 16 ওভারের মধ্যে 79 রানে 9 উইকেট হারিয়ে দিল্লি যখন চরম বিপদে, তখন অন্তিম উইকেটে মুশকিল আসেন হয়ে দেখা দেন শিখা পান্ডে এবং রাধা যাদব জুটি ৷ প্রতি আক্রমণে মুম্বইয়ের তাবড় বোলারদের সাধারণ স্তরে নামিয়ে আনেন দিল্লির দুই টেল-এন্ডার ৷ শেষ চার ওভারে 52 রান তুলে প্রত্যাঘাত ছুড়ে দেয় এই জুটি ৷ শেষমেশ 20 ওভারে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং রান তুলে ফাইনালের উত্তেজনা জিইয়ে রাখেন দু'জনে ৷
-
Nothing but respect for these two 👏#YehHaiNayiDilli #TATAWPL #DCvMI pic.twitter.com/ZpRCWDvHlR
— Delhi Capitals (@DelhiCapitals) March 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Nothing but respect for these two 👏#YehHaiNayiDilli #TATAWPL #DCvMI pic.twitter.com/ZpRCWDvHlR
— Delhi Capitals (@DelhiCapitals) March 26, 2023Nothing but respect for these two 👏#YehHaiNayiDilli #TATAWPL #DCvMI pic.twitter.com/ZpRCWDvHlR
— Delhi Capitals (@DelhiCapitals) March 26, 2023
আরও পড়ুন: আইপিএল-এর চূড়ান্ত প্রস্তুতি শুরু গুজরাত শিবিরে, কেমন হল টাইটান্সদের দল ?
তিনটি করে উইকেট নেন হেইলি ম্যাথুজ এবং ইসি ওং ৷ চার ওভারে 2টি মেডেন সহযোগে মাত্র পাঁচ রান খরচ করেন ক্যারিবিয়ান অফস্পিনার ম্যাথিউজ ৷ 18 রান দিয়ে দু'টি উইকেট অ্যামিলিয়া কেরের ঝুলিতে ৷