ETV Bharat / sports

WPL 2023: হরমনপ্রীতের হাফ-সেঞ্চুরিতে উদ্বোধনী ম্যাচেই দু'শো পার মুম্বই ইন্ডিয়ান্সের

আত্মপ্রকাশেই রানের ফুলঝুরি উইমেন্স প্রিমিয়র লিগে ৷ হরমনপ্রীত কৌর, অ্যামিলিয়া কেরের ব্যাটিং দাপটে মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম ম্য়াচে গুজরাতকে 208 রানের লক্ষ্যমাত্রা দিল 'পল্টন'রা (MI set 208 runs target for GG in the opening match of WPL) ৷

WPL 2023
উদ্বোধনী ম্যাচে হরমনপ্রীতের ব্যাটে ঝড়
author img

By

Published : Mar 4, 2023, 10:20 PM IST

মুম্বই, 4 মার্চ: আইপিএলের পদাঙ্ক অনুসরণ করে জমকালো আত্মপ্রকাশ মেয়েদের প্রিমিয়র লিগের ৷ যার পোশাকি নাম 'ডব্লিউপিএল' ৷ টিম ইন্ডিয়ার অধিনায়িকা হরমনপ্রীত কৌর, সঙ্গী কিউয়ি অলরাউন্ডার অ্যামিলিয়া কেরের বিধ্বংসী ব্যাটে মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম ম্য়াচেই রানের ফুলঝুরি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৷ চতুর্থ উইকেটে এই দুই ব্যাটারের ঝোড়ো 89 রানের জুটিতে গুজরাত জায়ান্টসকে 208 রানের টার্গেট ছুড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স (MI set 208 runs target for GG) ৷

বিশ্বকাপ ফাইনালে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হওয়া মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌরকে এদিন টসভাগ্য যদিও সঙ্গ দেয়নি ৷ টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সদ্য টি-20 বিশ্বকাপ জিতে আসা অস্ট্রেলিয়া দলের ওপেনিং ব্য়াটার বেথ মুনি ৷ যস্তিকা ভাটিয়া শুরুতে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে দলকে ভরসা জোগান হেইলে ম্যাথিউজ এবং ন্যাট-শিভার ব্রান্ট ৷ ভাটিয়াকে ফিরিয়ে ডব্লিউপিএলে প্রথম উইকেট শিকারি হন তনুজা কানওয়ার ৷

তবে দ্বিতীয় উইকেটে ম্যাথিউজ-ব্রান্ট জুটি দলের বড় রানের ভিত গড়ে দিয়ে যায় ৷ ব্রান্টের ইনিংস 23 রানের বেশি লম্বা না-হলেও 31 বলে মারকাটারি 47 রান আসে ক্যারিবিয়ান ওপেনার ম্যাথিউজের ব্যাটে ৷ 3টি চার এবং 4টি ছক্কা হাঁকান তিনি ৷ দলীয় 77 রানে ম্যাথিউজ ফেরার পর পল্টনদের কান্ডারি হন হরমনপ্রীত, সঙ্গী অ্যামিলিয়া ৷ অ্যাশলে গার্ডনার, স্নেহা রানা, মণিকা প্যাটেলদের বেদম প্রহার করে মাত্র 22 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মুম্বই দলনায়িকা ৷ 14টি চার মেরে মাত্র 30 বলে 65 রান করে আউট হন তিনি (MI captain Harmanpreet Kaur scores 65 runs) ৷

আরও পড়ুন: উইমেন্স প্রিমিয়র লিগের ঢাকে কাঠি, উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং গুজরাতের

অন্যদিকে অপরাজিত থেকে দলের রান 207-এ (5 উইকেট) পৌঁছে দেন অ্যামিলিয়া ৷ 6টি চার, একটি ছয়ের সাহায্যে 24 বলে 45 রানে অপরাজিত থাকেন কিউয়ি অলরাউন্ডার (Amelia Kerr hits 45 runs from 24) ৷ 2টি উইকেট নিলেও গুজরাত বোলারদের মধ্যে 4 ওভার হাত ঘুরিয়ে সর্বাধিক 43 রান করেন স্নেহা রানা ৷ 38 রান খরচ করেন অজি পেসার অ্যাশলে গার্ডনার ৷

মুম্বই, 4 মার্চ: আইপিএলের পদাঙ্ক অনুসরণ করে জমকালো আত্মপ্রকাশ মেয়েদের প্রিমিয়র লিগের ৷ যার পোশাকি নাম 'ডব্লিউপিএল' ৷ টিম ইন্ডিয়ার অধিনায়িকা হরমনপ্রীত কৌর, সঙ্গী কিউয়ি অলরাউন্ডার অ্যামিলিয়া কেরের বিধ্বংসী ব্যাটে মেয়েদের প্রিমিয়র লিগের প্রথম ম্য়াচেই রানের ফুলঝুরি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ৷ চতুর্থ উইকেটে এই দুই ব্যাটারের ঝোড়ো 89 রানের জুটিতে গুজরাত জায়ান্টসকে 208 রানের টার্গেট ছুড়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স (MI set 208 runs target for GG) ৷

বিশ্বকাপ ফাইনালে দুর্ভাগ্যজনক রান-আউটের শিকার হওয়া মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌরকে এদিন টসভাগ্য যদিও সঙ্গ দেয়নি ৷ টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সদ্য টি-20 বিশ্বকাপ জিতে আসা অস্ট্রেলিয়া দলের ওপেনিং ব্য়াটার বেথ মুনি ৷ যস্তিকা ভাটিয়া শুরুতে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে দলকে ভরসা জোগান হেইলে ম্যাথিউজ এবং ন্যাট-শিভার ব্রান্ট ৷ ভাটিয়াকে ফিরিয়ে ডব্লিউপিএলে প্রথম উইকেট শিকারি হন তনুজা কানওয়ার ৷

তবে দ্বিতীয় উইকেটে ম্যাথিউজ-ব্রান্ট জুটি দলের বড় রানের ভিত গড়ে দিয়ে যায় ৷ ব্রান্টের ইনিংস 23 রানের বেশি লম্বা না-হলেও 31 বলে মারকাটারি 47 রান আসে ক্যারিবিয়ান ওপেনার ম্যাথিউজের ব্যাটে ৷ 3টি চার এবং 4টি ছক্কা হাঁকান তিনি ৷ দলীয় 77 রানে ম্যাথিউজ ফেরার পর পল্টনদের কান্ডারি হন হরমনপ্রীত, সঙ্গী অ্যামিলিয়া ৷ অ্যাশলে গার্ডনার, স্নেহা রানা, মণিকা প্যাটেলদের বেদম প্রহার করে মাত্র 22 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মুম্বই দলনায়িকা ৷ 14টি চার মেরে মাত্র 30 বলে 65 রান করে আউট হন তিনি (MI captain Harmanpreet Kaur scores 65 runs) ৷

আরও পড়ুন: উইমেন্স প্রিমিয়র লিগের ঢাকে কাঠি, উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং গুজরাতের

অন্যদিকে অপরাজিত থেকে দলের রান 207-এ (5 উইকেট) পৌঁছে দেন অ্যামিলিয়া ৷ 6টি চার, একটি ছয়ের সাহায্যে 24 বলে 45 রানে অপরাজিত থাকেন কিউয়ি অলরাউন্ডার (Amelia Kerr hits 45 runs from 24) ৷ 2টি উইকেট নিলেও গুজরাত বোলারদের মধ্যে 4 ওভার হাত ঘুরিয়ে সর্বাধিক 43 রান করেন স্নেহা রানা ৷ 38 রান খরচ করেন অজি পেসার অ্যাশলে গার্ডনার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.