ETV Bharat / sports

ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট - Defamatory Claims Against MS Dhoni

MHC Sentences IPS Officer for Defamatory Claims Against MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করায় এক আইপিএস অফিসারকে 15 দিনের কারাদণ্ড দিল মাদ্রাজ হাইকোর্ট ৷

ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ
MHC Sentences IPS Officer for Defamatory Claims Against MS Dhoni
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 12:27 PM IST

Updated : Dec 15, 2023, 12:50 PM IST

চেন্নাই, 15 ডিসেম্বর: প্রাক্তন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করার জন্য আইপিএস অফিসার সম্পত কুমারকে 15 দিনের কারাদণ্ডের দিল মাদ্রাজ হাইকোর্ট ৷ 2013 সালের আইপিএল ম্যাচ চলাকালীন ধোনি জুয়া খেলায় জড়িত ছিলেন বলে দাবি করেছিলেন ওই অফিসার ৷

বিতর্কটি 2014 সালে শুরু হয় ৷ একটি টেলিভিশন বিতর্কে ক্ষতিকারক মন্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য সম্পত কুমার, জি মিডিয়া কর্পোরেশন এবং অন্যান্যদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন এমএস ধোনি । হাইকোর্টে দায়ের করা পিটিশনে ক্ষতিপূরণ বাবদ 100 কোটি টাকা দাবি করেন তিনি ৷

মামলায় নাম থাকা জি টিভি ধোনির অভিযোগের সরাসরি প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছিল । ফলস্বরূপ, ধোনি জি টিভির কাছে করা 17 টি প্রশ্নের উত্তর চেয়ে একটি পিটিশন দাখিল করেন । একজন একক বিচারক জি টেলিভিশনকে 17টি প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দেন ।

জি কোম্পানির দায়ের করা আপিলের জবাবে হাইকোর্ট ধোনির মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করার সময় সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে । জি টিভি যুক্তি দিয়েছিল যে, উত্থাপিত প্রশ্নগুলি ক্রস-পরীক্ষার অনুরূপ এবং প্রমাণের উদ্দেশ্যে জমা দেওয়া হয়েছিল ।

যদিও আইপিএস অফিসার সম্পত কুমারের ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানিয়ে আদালত অবমাননার পদক্ষেপ চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । চিফ অ্যাডভোকেট শানমুগাসুন্দরম পিটিশনটি গ্রহণ করেন এবং অবমাননার কার্যক্রম এগিয়ে যাওয়ার অনুমতি দেন ।

বিচারপতি এসএস সুন্দর এবং বিচারপতি সুন্দর মোহনের এজলাসে শুনানির সময় আইপিএস অফিসার সম্পত কুমার সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন । এর ফলে বিচারকরা সম্পত কুমারকে 15 দিনের কারাদণ্ড দেন । সাজা স্থগিত করার পরবর্তী অনুরোধ মঞ্জুর করা হয়েছে ৷ বিচারকরা আপিলের জন্য 30 দিনের জন্য সাজা স্থগিত করেছেন । মামলাটি খেলাধুলা, মিডিয়া এবং আইনি ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি, সম্ভাব্য ক্ষতিকারক অভিযোগ করার ক্ষেত্রে পাবলিক ফিগার এবং সংবাদমাধ্যমগুলির দায়িত্ব সম্পর্কে প্রশ্ন তুলে দেয় ৷

আরও পড়ুন:

  1. নিউইয়র্কের নিলামে 64 কোটি টাকায় বিকোল মেসির 6 বিশ্বকাপ জার্সি
  2. বিশ্বকাপের হারের মাঝে নৈনিতালে সাক্ষীর জন্মদিন পালন ধোনির
  3. মাহিকে চুমু রণবীরের! এক ফ্রেমে দুই তারকা ধরা দিতেই উচ্ছ্বসিত অনুরাগীরা

চেন্নাই, 15 ডিসেম্বর: প্রাক্তন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মানহানিকর অভিযোগ করার জন্য আইপিএস অফিসার সম্পত কুমারকে 15 দিনের কারাদণ্ডের দিল মাদ্রাজ হাইকোর্ট ৷ 2013 সালের আইপিএল ম্যাচ চলাকালীন ধোনি জুয়া খেলায় জড়িত ছিলেন বলে দাবি করেছিলেন ওই অফিসার ৷

বিতর্কটি 2014 সালে শুরু হয় ৷ একটি টেলিভিশন বিতর্কে ক্ষতিকারক মন্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য সম্পত কুমার, জি মিডিয়া কর্পোরেশন এবং অন্যান্যদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন এমএস ধোনি । হাইকোর্টে দায়ের করা পিটিশনে ক্ষতিপূরণ বাবদ 100 কোটি টাকা দাবি করেন তিনি ৷

মামলায় নাম থাকা জি টিভি ধোনির অভিযোগের সরাসরি প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছিল । ফলস্বরূপ, ধোনি জি টিভির কাছে করা 17 টি প্রশ্নের উত্তর চেয়ে একটি পিটিশন দাখিল করেন । একজন একক বিচারক জি টেলিভিশনকে 17টি প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দেন ।

জি কোম্পানির দায়ের করা আপিলের জবাবে হাইকোর্ট ধোনির মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করার সময় সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে । জি টিভি যুক্তি দিয়েছিল যে, উত্থাপিত প্রশ্নগুলি ক্রস-পরীক্ষার অনুরূপ এবং প্রমাণের উদ্দেশ্যে জমা দেওয়া হয়েছিল ।

যদিও আইপিএস অফিসার সম্পত কুমারের ব্যাখ্যায় সন্তুষ্ট নন বলে জানিয়ে আদালত অবমাননার পদক্ষেপ চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । চিফ অ্যাডভোকেট শানমুগাসুন্দরম পিটিশনটি গ্রহণ করেন এবং অবমাননার কার্যক্রম এগিয়ে যাওয়ার অনুমতি দেন ।

বিচারপতি এসএস সুন্দর এবং বিচারপতি সুন্দর মোহনের এজলাসে শুনানির সময় আইপিএস অফিসার সম্পত কুমার সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন । এর ফলে বিচারকরা সম্পত কুমারকে 15 দিনের কারাদণ্ড দেন । সাজা স্থগিত করার পরবর্তী অনুরোধ মঞ্জুর করা হয়েছে ৷ বিচারকরা আপিলের জন্য 30 দিনের জন্য সাজা স্থগিত করেছেন । মামলাটি খেলাধুলা, মিডিয়া এবং আইনি ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি, সম্ভাব্য ক্ষতিকারক অভিযোগ করার ক্ষেত্রে পাবলিক ফিগার এবং সংবাদমাধ্যমগুলির দায়িত্ব সম্পর্কে প্রশ্ন তুলে দেয় ৷

আরও পড়ুন:

  1. নিউইয়র্কের নিলামে 64 কোটি টাকায় বিকোল মেসির 6 বিশ্বকাপ জার্সি
  2. বিশ্বকাপের হারের মাঝে নৈনিতালে সাক্ষীর জন্মদিন পালন ধোনির
  3. মাহিকে চুমু রণবীরের! এক ফ্রেমে দুই তারকা ধরা দিতেই উচ্ছ্বসিত অনুরাগীরা
Last Updated : Dec 15, 2023, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.