ETV Bharat / sports

T20 WC : পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু ভারতের, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ আইসিসির - T20 WC full schedule

17 অক্টোবর থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের আজ সূচি প্রকাশ করল আইসিসি ৷ টুর্নামেন্ট চলবে 14 নভেম্বর পর্যন্ত ৷

ICC T20
ICC T20
author img

By

Published : Aug 17, 2021, 11:11 AM IST

Updated : Aug 17, 2021, 12:58 PM IST

দুবাই, 17 অগস্ট : 24 অক্টোবর দুবাইয়ের স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান টি-20 বিশ্বকাপ দ্বৈরথ ৷ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷ 17 অক্টোবর থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আজ প্রকাশ করল আইসিসি ৷ টুর্নামেন্ট চলবে 14 নভেম্বর পর্যন্ত ৷

12টি দলকে নিয়ে দু’টি গ্রুপ তৈরি করেছে আইসিসি ৷ যেখানে ভারত ও পাকিস্তান 2নং গ্রুপে রয়েছে ৷ আর তার পর থেকেই গ্রুপ পর্যায়ে এই দুই দেশের ম্যাচ সবার আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ৷ প্রসঙ্গত, মার্চ 2021’র টি-20 ব়্যাঙ্কিং এর উপর নির্ভর করে এই গ্রুপ তৈরি করা হয়েছে ৷ যেখানে গত টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপ ওয়ানে রয়েছে ৷

অন্যদিকে, গ্রুপ-2’তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান রয়েছে ৷ সেখানেও রাউন্ড ওয়ান থেকে 2 টি দল গ্রুপ-2’তে মূলপর্বে প্রবেশ করবে ৷ প্রসঙ্গত, রাউন্ড ওয়ানে মোট আটটি দল প্রতিযোগিতা করবে ৷ যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশও অংশ নিয়েছে ৷ তবে, এই দু’টি দেশ 2019 টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলে ইতিমধ্যে মূলপর্বে পৌঁছে গিয়েছে ৷ তবে, বাকি দলগুলিকে মূলপর্বে আসতে হলে রাউন্ড ওয়ানের দু’টি গ্রুপের প্রথম দু’য়ের মধ্যে থাকতে হবে ৷ যেখানে রাউন্ড ওয়ান পর্বের গ্রুপ এ-তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া এবং শ্রীলঙ্কা ৷ অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং বাংলাদেশ ৷

পাকিস্তানের পর 31 অক্টোবর দুবাইয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত ৷ এরপর ভারতীয় দল আবু ধাবি যাবে ৷ সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে 3 নভেম্বর মুখোমুখি হবে বিরাট অ্যান্ড কোং ৷ সুপার 12-এর সবকটি ম্যাচ দুবাই এবং আবুধাবিতে খেলবে ভারত ৷ 17 অক্টোবর টুর্নামেন্ট শুরু হবে প্রথম রাউন্ডে গ্রুপ বি-তে থাকা ওমান ও পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে ৷ সেদিনই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ৷

আরও পড়ুন : T20 WC : জমে যাবে লড়াই, গ্রুপ পর্বে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

পরদিন অর্থাৎ 18 অক্টোবর গ্রুপ এ-র খেলা শুরু ৷ রাউন্ড 1 -এর খেলা নিয়ে 22 অক্টোবর পর্যন্ত ম্যাচ চলবে আবু ধাবিতে ৷ প্রতিটি গ্রুপের সেরা দুটি টিম সুপার 12 স্টেজে প্রবেশ করবে ৷ সুপার 12-এর খেলা শুরু হবে 23 অক্টোবর থেকে ৷ সুপার 12-এর প্রতিযোগিতা শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ দিয়ে ৷ এরপর 24 অক্টোবর দুবাইয়ে মুখোমুখি হবে 2016 টি-20 বিশ্বকাপের ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ় ও ইংল্যান্ড ৷

টি-20 বিশ্বকাপে ভারতের কবে, কোথায় খেলা

24 অক্টোবর ( সন্ধ্যা 6টা ) -প্রতিপক্ষ পাকিস্তান (দুবাই)

31 অক্টোবর ( সন্ধ্যা 6টা ) - প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড (দুবাই)

3 নভেম্বর ( সন্ধ্যা 6টা ) - প্রতিপক্ষ আফগানিস্তান (আবু ধাবি)

5 নভেম্বর ( সন্ধ্যা 6টা ) - প্রতিপক্ষ B1 (কোয়ালিফায়ার দল)- দুবাই

8 নভেম্বর ( সন্ধ্যা 6টা ) - প্রতিপক্ষ A2 (কোয়ালিফায়ার দল)-দুবাই

সুপার 12 (সেরা চারটি দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে )

গ্রুপ 1 : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, A1, B2

গ্রুপ 2 : ভারত, পাকিস্তান, নিউজ়িল্যান্ড, আফগানিস্তান, A2, B1

দুবাই, 17 অগস্ট : 24 অক্টোবর দুবাইয়ের স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান টি-20 বিশ্বকাপ দ্বৈরথ ৷ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ৷ 17 অক্টোবর থেকে শুরু হতে চলা টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আজ প্রকাশ করল আইসিসি ৷ টুর্নামেন্ট চলবে 14 নভেম্বর পর্যন্ত ৷

12টি দলকে নিয়ে দু’টি গ্রুপ তৈরি করেছে আইসিসি ৷ যেখানে ভারত ও পাকিস্তান 2নং গ্রুপে রয়েছে ৷ আর তার পর থেকেই গ্রুপ পর্যায়ে এই দুই দেশের ম্যাচ সবার আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ৷ প্রসঙ্গত, মার্চ 2021’র টি-20 ব়্যাঙ্কিং এর উপর নির্ভর করে এই গ্রুপ তৈরি করা হয়েছে ৷ যেখানে গত টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপ ওয়ানে রয়েছে ৷

অন্যদিকে, গ্রুপ-2’তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান রয়েছে ৷ সেখানেও রাউন্ড ওয়ান থেকে 2 টি দল গ্রুপ-2’তে মূলপর্বে প্রবেশ করবে ৷ প্রসঙ্গত, রাউন্ড ওয়ানে মোট আটটি দল প্রতিযোগিতা করবে ৷ যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশও অংশ নিয়েছে ৷ তবে, এই দু’টি দেশ 2019 টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলে ইতিমধ্যে মূলপর্বে পৌঁছে গিয়েছে ৷ তবে, বাকি দলগুলিকে মূলপর্বে আসতে হলে রাউন্ড ওয়ানের দু’টি গ্রুপের প্রথম দু’য়ের মধ্যে থাকতে হবে ৷ যেখানে রাউন্ড ওয়ান পর্বের গ্রুপ এ-তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া এবং শ্রীলঙ্কা ৷ অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং বাংলাদেশ ৷

পাকিস্তানের পর 31 অক্টোবর দুবাইয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত ৷ এরপর ভারতীয় দল আবু ধাবি যাবে ৷ সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে 3 নভেম্বর মুখোমুখি হবে বিরাট অ্যান্ড কোং ৷ সুপার 12-এর সবকটি ম্যাচ দুবাই এবং আবুধাবিতে খেলবে ভারত ৷ 17 অক্টোবর টুর্নামেন্ট শুরু হবে প্রথম রাউন্ডে গ্রুপ বি-তে থাকা ওমান ও পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে ৷ সেদিনই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ৷

আরও পড়ুন : T20 WC : জমে যাবে লড়াই, গ্রুপ পর্বে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

পরদিন অর্থাৎ 18 অক্টোবর গ্রুপ এ-র খেলা শুরু ৷ রাউন্ড 1 -এর খেলা নিয়ে 22 অক্টোবর পর্যন্ত ম্যাচ চলবে আবু ধাবিতে ৷ প্রতিটি গ্রুপের সেরা দুটি টিম সুপার 12 স্টেজে প্রবেশ করবে ৷ সুপার 12-এর খেলা শুরু হবে 23 অক্টোবর থেকে ৷ সুপার 12-এর প্রতিযোগিতা শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া দ্বৈরথ দিয়ে ৷ এরপর 24 অক্টোবর দুবাইয়ে মুখোমুখি হবে 2016 টি-20 বিশ্বকাপের ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ় ও ইংল্যান্ড ৷

টি-20 বিশ্বকাপে ভারতের কবে, কোথায় খেলা

24 অক্টোবর ( সন্ধ্যা 6টা ) -প্রতিপক্ষ পাকিস্তান (দুবাই)

31 অক্টোবর ( সন্ধ্যা 6টা ) - প্রতিপক্ষ নিউজ়িল্যান্ড (দুবাই)

3 নভেম্বর ( সন্ধ্যা 6টা ) - প্রতিপক্ষ আফগানিস্তান (আবু ধাবি)

5 নভেম্বর ( সন্ধ্যা 6টা ) - প্রতিপক্ষ B1 (কোয়ালিফায়ার দল)- দুবাই

8 নভেম্বর ( সন্ধ্যা 6টা ) - প্রতিপক্ষ A2 (কোয়ালিফায়ার দল)-দুবাই

সুপার 12 (সেরা চারটি দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে )

গ্রুপ 1 : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়, A1, B2

গ্রুপ 2 : ভারত, পাকিস্তান, নিউজ়িল্যান্ড, আফগানিস্তান, A2, B1

Last Updated : Aug 17, 2021, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.