ETV Bharat / sports

Ind vs Aus 2nd T20: ভয়ংকর রোহিত, শর্মাজি'র ব্যাটে সিরিজে সমতা ফেরাল ভারত

প্রথম ইনিংসের শেষ মুহূর্তে ভয়ংকর হয়েছিলেন ওয়েড ৷ কিপার-ব্যাটারের মারাকাটারি ইনিংসে 90 রান তুলেছিল বিশ্বচ্যাম্পিয়নরা (Matthew Wade Steers Australia 90 runs) ৷ পালটা দিলেন রোহিত ৷ শর্মাজি'র চওড়া ব্যাটে সিরিজে সমতা ফেরাল ভারত ৷

Etv Bharat
Ind vs Aus
author img

By

Published : Sep 23, 2022, 10:27 PM IST

Updated : Sep 23, 2022, 11:06 PM IST

নাগপুর, 23 সেপ্টেম্বর: আউটফিল্ড ভিজে থাকায় ক্রমশ পিছিয়েছে ম্যাচ ৷ শেষ পর্যন্ত খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় দু'ঘণ্টা পর ৷ কুড়ি-বিশের লড়াইয়ে নামিয়ে আনা হয়েছে আট ওভারের ম্যাচে ৷ শুক্রবারের 'বিঘ্নিত' ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা ৷ দাপট দেখিয়ে অজিরা বোর্ডে তুলেছিল 90 রান ৷

মরণবাঁচন ম্যাচে ত্রাতা হয়ে উঠলেন রোহিত ৷ ক্যাপ্টেনের ব্যাটে এল 20 বলে 46 রানের ঝকঝকে ইনিংস ৷ রাহুল-কোহলির ব্যর্থতার দিনে শর্মাজি'র অধিনায়কোচিত ইনিংসে ভর করে সিরিজে সমতা ফেরাল 'মেন ইন ব্লু' ৷ তিন ম্যাচের সিরিজের শেষ লড়াই রবিবার হায়দরাবাদে ৷

আরও পড়ুন: সব পেলেও অধরা বিশ্বকাপ, আফশোস যাচ্ছে না কিংবদন্তি'র

প্রথম ইনিংসে মুম্বইকরের যাবতীয় প্ল্যান ভেস্তে দিয়েছিলেন ম্যাথু ওয়েড (Matthew Wade Steers Australia 90 runs) ৷ এদিন শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন ভারতীয় বোলাররা ৷ কিন্তু ওপেনার অ্যারন ফিঞ্চের চওড়া ব্যাট এবং শেষ মুহূর্তে ওয়েডের মারাকাটারি ইনিংসে 90 রান তুলেছিল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ দু'টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল, একটি উইকেট এসেছে হর্ষল পটেলের ঝুলিতে ৷

নাগপুর, 23 সেপ্টেম্বর: আউটফিল্ড ভিজে থাকায় ক্রমশ পিছিয়েছে ম্যাচ ৷ শেষ পর্যন্ত খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় দু'ঘণ্টা পর ৷ কুড়ি-বিশের লড়াইয়ে নামিয়ে আনা হয়েছে আট ওভারের ম্যাচে ৷ শুক্রবারের 'বিঘ্নিত' ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা ৷ দাপট দেখিয়ে অজিরা বোর্ডে তুলেছিল 90 রান ৷

মরণবাঁচন ম্যাচে ত্রাতা হয়ে উঠলেন রোহিত ৷ ক্যাপ্টেনের ব্যাটে এল 20 বলে 46 রানের ঝকঝকে ইনিংস ৷ রাহুল-কোহলির ব্যর্থতার দিনে শর্মাজি'র অধিনায়কোচিত ইনিংসে ভর করে সিরিজে সমতা ফেরাল 'মেন ইন ব্লু' ৷ তিন ম্যাচের সিরিজের শেষ লড়াই রবিবার হায়দরাবাদে ৷

আরও পড়ুন: সব পেলেও অধরা বিশ্বকাপ, আফশোস যাচ্ছে না কিংবদন্তি'র

প্রথম ইনিংসে মুম্বইকরের যাবতীয় প্ল্যান ভেস্তে দিয়েছিলেন ম্যাথু ওয়েড (Matthew Wade Steers Australia 90 runs) ৷ এদিন শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন ভারতীয় বোলাররা ৷ কিন্তু ওপেনার অ্যারন ফিঞ্চের চওড়া ব্যাট এবং শেষ মুহূর্তে ওয়েডের মারাকাটারি ইনিংসে 90 রান তুলেছিল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ দু'টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল, একটি উইকেট এসেছে হর্ষল পটেলের ঝুলিতে ৷

Last Updated : Sep 23, 2022, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.