ETV Bharat / sports

Hayden Backs Tilak Varma: তিলক ওডিআই খেলার যোগ্য, চহাল বড় ছাঁটাই; ভারতীয় দল নিয়ে মত হেডেনের

Matthew Hayden Terms Yuzvendra Chahal Big Omission from Asia Cup: এশিয়া কাপে যুজবেন্দ্র চহালের বাদ পড়া নিয়ে বিতর্ক থামছে না ৷ এবার যুজবেন্দ্র চহালের বাদ পড়াকে, বড় ছাঁটাই বলে উল্লেখ করলেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন ৷

Hayden Backs Tilak Varma ETV BHARAT
Hayden Backs Tilak Varma
author img

By

Published : Aug 22, 2023, 11:51 AM IST

মুম্বই, 22 অগস্ট: তিলক বর্মার নির্বাচনে খুশি প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন ৷ তাঁর সমর্থনে হেডেন জানান, তিলক দেশের হয়ে একটাও ওয়ান-ডে খেলেনি ঠিকই ৷ কিন্তু, ওই মঞ্চে পারফর্ম করার যোগ্যতা তাঁর রয়েছে ৷ তবে, এশিয়া কাপে যুজবেন্দ্র চহালের বাদ যাওয়া বড় বিষয় বলে মনে করেন ম্যাথু হেডেন ৷ নির্বাচকরা চহালকে নিয়ে আরও বেশি ভাবতে পারত বলে মনে করেন তিনি ৷ শুভমন গিলের হয়েও কথা বলেন তিনি ৷ একটি শো-তে হেডেনের বক্তব্য তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুভমন ভারতের হয়ে বেশি ওডিআই ক্রিকেট না-খেললেও, ব্যাটিং সেন্স নিয়ে কোনও সন্দেহ নেই ৷

হেডেন বলেন, ‘‘এরা দু’জন (শুভমন এবং তিলক) অসাধারণ প্রতিভা ৷ বিশেষত, ব্যাটিং সেন্সের দিক থেকে শুভমন ভারতীয় দলে প্রাণ নিয়ে আসে ৷ অবশ্যই ও ভারতের হয়ে বেশি ওডিআই ক্রিকেট খেলেনি ৷ আর তিলক বর্মা একটাও ওয়ান-ডে ম্যাচ খেলেনি ভারতের হয়ে ৷ কিন্তু, তাই বলে এটা নয় যে, তাঁরা পারফর্ম করতে পারবেন না ৷ আর সেটাই আইপিএল-এ আমরা দেখেছি ৷ আইপিএল-এ যারা প্রথম খেলতে আসে, তাঁদের কোনও ধারণা থাকে না ৷ ওটা আন্তর্জাতিক ম্যাচ নয় ৷ কিন্তু, আন্তর্জাতিক ম্যাচের আবহটা তৈরি হয় ৷ তাই আমি বিশ্বাস করি তাঁরা সফল হবেন ৷ আর ভারতীয় ক্রিকেট খুব ভালো হাতে রয়েছে ৷’’

তবে, যুজবেন্দ্র চহালের বাদ যাওয়া অবাক করেছে ম্যাথু হেডেনকে ৷ এশিয়া কাপের জন্য লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে নির্বাচন না করাকে 'বড় বাদ' বলে উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর মতে, ‘‘এখানে বেশ কিছু বড় নাম বাদ পড়েছে ৷ যার মধ্য লেগ-স্পিনার চহাল একজন ৷ ও অসাধারণ একজন বোলার ৷ নির্বাচকদের এটা নিয়ে ভাবতে হবে ৷ কারণ, তাঁদের কাছে কুলদীপের মতো আরেকজন আছে ৷ ও অসাধারণ খেলোয়াড় ৷ তাই চহাল তাঁদের বিকল্প হতেই পারত ৷’’

আরও পড়ুন: ভারতীয় দলে কারও জায়গা নির্দিষ্ট নয়, মিডল-অর্ডারে নমনীয়তা চান রোহিত

ভারতীয় দলের মিডল-অর্ডারের প্রশংসাও করতে শোনা যায় হেডেনকে ৷ তাঁর মতে, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদবের মতো ব্যাটাররা মিডল-অর্ডারে খেলবেন ৷ যা ভারতকে বাড়তি অক্সিজেন জোগাবে ৷ আর টপ-অর্ডারে খোদ রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো বিশ্বের সেরা ক্রিকেটার রয়েছেন ৷

মুম্বই, 22 অগস্ট: তিলক বর্মার নির্বাচনে খুশি প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন ৷ তাঁর সমর্থনে হেডেন জানান, তিলক দেশের হয়ে একটাও ওয়ান-ডে খেলেনি ঠিকই ৷ কিন্তু, ওই মঞ্চে পারফর্ম করার যোগ্যতা তাঁর রয়েছে ৷ তবে, এশিয়া কাপে যুজবেন্দ্র চহালের বাদ যাওয়া বড় বিষয় বলে মনে করেন ম্যাথু হেডেন ৷ নির্বাচকরা চহালকে নিয়ে আরও বেশি ভাবতে পারত বলে মনে করেন তিনি ৷ শুভমন গিলের হয়েও কথা বলেন তিনি ৷ একটি শো-তে হেডেনের বক্তব্য তুলে ধরে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুভমন ভারতের হয়ে বেশি ওডিআই ক্রিকেট না-খেললেও, ব্যাটিং সেন্স নিয়ে কোনও সন্দেহ নেই ৷

হেডেন বলেন, ‘‘এরা দু’জন (শুভমন এবং তিলক) অসাধারণ প্রতিভা ৷ বিশেষত, ব্যাটিং সেন্সের দিক থেকে শুভমন ভারতীয় দলে প্রাণ নিয়ে আসে ৷ অবশ্যই ও ভারতের হয়ে বেশি ওডিআই ক্রিকেট খেলেনি ৷ আর তিলক বর্মা একটাও ওয়ান-ডে ম্যাচ খেলেনি ভারতের হয়ে ৷ কিন্তু, তাই বলে এটা নয় যে, তাঁরা পারফর্ম করতে পারবেন না ৷ আর সেটাই আইপিএল-এ আমরা দেখেছি ৷ আইপিএল-এ যারা প্রথম খেলতে আসে, তাঁদের কোনও ধারণা থাকে না ৷ ওটা আন্তর্জাতিক ম্যাচ নয় ৷ কিন্তু, আন্তর্জাতিক ম্যাচের আবহটা তৈরি হয় ৷ তাই আমি বিশ্বাস করি তাঁরা সফল হবেন ৷ আর ভারতীয় ক্রিকেট খুব ভালো হাতে রয়েছে ৷’’

তবে, যুজবেন্দ্র চহালের বাদ যাওয়া অবাক করেছে ম্যাথু হেডেনকে ৷ এশিয়া কাপের জন্য লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে নির্বাচন না করাকে 'বড় বাদ' বলে উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর মতে, ‘‘এখানে বেশ কিছু বড় নাম বাদ পড়েছে ৷ যার মধ্য লেগ-স্পিনার চহাল একজন ৷ ও অসাধারণ একজন বোলার ৷ নির্বাচকদের এটা নিয়ে ভাবতে হবে ৷ কারণ, তাঁদের কাছে কুলদীপের মতো আরেকজন আছে ৷ ও অসাধারণ খেলোয়াড় ৷ তাই চহাল তাঁদের বিকল্প হতেই পারত ৷’’

আরও পড়ুন: ভারতীয় দলে কারও জায়গা নির্দিষ্ট নয়, মিডল-অর্ডারে নমনীয়তা চান রোহিত

ভারতীয় দলের মিডল-অর্ডারের প্রশংসাও করতে শোনা যায় হেডেনকে ৷ তাঁর মতে, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদবের মতো ব্যাটাররা মিডল-অর্ডারে খেলবেন ৷ যা ভারতকে বাড়তি অক্সিজেন জোগাবে ৷ আর টপ-অর্ডারে খোদ রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো বিশ্বের সেরা ক্রিকেটার রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.