ETV Bharat / sports

ওয়ার্নের ‘‘শতাব্দীর সেরা বল’’ ফের মনে করালেন পারকিংসন - ল্যঙ্কাশায়েরের লেগ স্পিনার ম্যাট পারকিংসন

নর্থহ্যাম্পশায়ারের অধিনায়ক অ্যাডাম রোসিংটনকে একটি ফ্লাইটেড বোলিং করেন ৷ লেগস্ট্যাম্পের বাইরে বল পিচ করে সার্প টার্ন নিয়ে ব্যাটসম্যানের অফ স্টাম্পের উইকেট ভেঙে দেয় ৷ নর্থহ্যাম্পশায়ারের বিরুদ্ধে পারকিংসন তুলে নেন 3টি উইকেট ৷

‘‘শতাব্দীর সেরা বল’’ ফের মনে করালেন পারকিংসন
‘‘শতাব্দীর সেরা বল’’ ফের মনে করালেন পারকিংসন
author img

By

Published : Apr 17, 2021, 6:36 PM IST

লন্ডন, 17 এপ্রিল : ল্যঙ্কাশায়েরের লেগ স্পিনার ম্যাট পারকিংসন আর প্রবাদপ্রতিম লেগ স্পিনার শেন ওয়ার্নের মধ্যে মিল কোথায় ? আপাতদৃষ্টিতে বলা যেতেই পারে দু’জনই লেগ স্পিনার ৷ তবে মিল আছে অন্য জায়গাতেও ৷ অজ়ি স্পিনার ওয়ার্নের শতাব্দীর সেরা বলকে ফের সবার সামনে আনলেন পারকিংসন ৷ হুবহু শেন ওয়ার্নের বিখ্যাত লেগ স্পিন ডেলিভারি করে দেখালেন পারকিংসন ৷ ওয়ার্নের মতোই তুলে নিলেন উইকেটও ৷

1993 সালের অ্যাশেজে শেন ওয়ার্নের সেই বলকে বলা হয় ‘‘শতাব্দীর সেরা বল’’, যা আজও বড় বিষ্ময় ৷ সিরিজ়ের তাঁর প্রথম বলেই দুরন্ত লেগ স্পিন বোলিংয়ে তুলে নিয়েছিলেন মাইক গ্যাটিংয়ের উইকেট ৷ তবে সেই বলটির টার্ন ও বাউন্স আজও রহস্যে মোড়া ৷ তবে শুক্রবার সেই রহস্যময় ডেলিভারি ফের করে দেখালেন ল্যাঙ্কাশায়েরের লেগ স্পিনার ম্যাট পারকিংসন ৷ এবং তিনি ওয়ার্নারের সেই বলের হুবহু নকল করলেন সেই ওর্ল্ড ট্রাফোর্ডেই ৷

নর্থহ্যাম্পশায়ারের অধিনায়ক অ্যাডাম রোসিংটনকে একটি ফ্লাইটেড বোলিং করেন ৷ লেগস্ট্যাম্পের বাইরে বল পিচ করে সার্প টার্ন নিয়ে ব্যাটসম্যানের অফ স্টাম্পের উইকেট ভেঙে দেয় ৷ নর্থহ্যাম্পশায়ারের বিরুদ্ধে পারকিংসন তুলে নেন 3টি উইকেট ৷ মাত্র 177 রানে শেষ হয় নর্থহ্যাম্পশায়ারের ইনিংস ৷

  • It's 25 years today since THAT ball!

    Mike Gatting recalls Shane Warne's "ball of the century"... pic.twitter.com/UqhRwyxraU

    — England Cricket (@englandcricket) June 4, 2018 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দেবে কেন্দ্র

ওয়ার্নের ‘‘শতাব্দীর সেরা বল’’ 1993সালের অ্যাশেজ সিরিজ়ের প্রথম ম্যাচেই হয়েছিল ৷ লেগ স্টাম্পের বাইরের বল কীভাবে তাঁর অফস্টাম্পের উইকেটে লাগতে পারে, সেটা ভেবে হতবাক ছিলেন মাইক গ্যাটিংও ৷ পরে অবশ্য শেন ওয়ার্ন স্বীকার করেন, বলটি এমনি এমনিই হয়ে গিয়েছিল ৷

লন্ডন, 17 এপ্রিল : ল্যঙ্কাশায়েরের লেগ স্পিনার ম্যাট পারকিংসন আর প্রবাদপ্রতিম লেগ স্পিনার শেন ওয়ার্নের মধ্যে মিল কোথায় ? আপাতদৃষ্টিতে বলা যেতেই পারে দু’জনই লেগ স্পিনার ৷ তবে মিল আছে অন্য জায়গাতেও ৷ অজ়ি স্পিনার ওয়ার্নের শতাব্দীর সেরা বলকে ফের সবার সামনে আনলেন পারকিংসন ৷ হুবহু শেন ওয়ার্নের বিখ্যাত লেগ স্পিন ডেলিভারি করে দেখালেন পারকিংসন ৷ ওয়ার্নের মতোই তুলে নিলেন উইকেটও ৷

1993 সালের অ্যাশেজে শেন ওয়ার্নের সেই বলকে বলা হয় ‘‘শতাব্দীর সেরা বল’’, যা আজও বড় বিষ্ময় ৷ সিরিজ়ের তাঁর প্রথম বলেই দুরন্ত লেগ স্পিন বোলিংয়ে তুলে নিয়েছিলেন মাইক গ্যাটিংয়ের উইকেট ৷ তবে সেই বলটির টার্ন ও বাউন্স আজও রহস্যে মোড়া ৷ তবে শুক্রবার সেই রহস্যময় ডেলিভারি ফের করে দেখালেন ল্যাঙ্কাশায়েরের লেগ স্পিনার ম্যাট পারকিংসন ৷ এবং তিনি ওয়ার্নারের সেই বলের হুবহু নকল করলেন সেই ওর্ল্ড ট্রাফোর্ডেই ৷

নর্থহ্যাম্পশায়ারের অধিনায়ক অ্যাডাম রোসিংটনকে একটি ফ্লাইটেড বোলিং করেন ৷ লেগস্ট্যাম্পের বাইরে বল পিচ করে সার্প টার্ন নিয়ে ব্যাটসম্যানের অফ স্টাম্পের উইকেট ভেঙে দেয় ৷ নর্থহ্যাম্পশায়ারের বিরুদ্ধে পারকিংসন তুলে নেন 3টি উইকেট ৷ মাত্র 177 রানে শেষ হয় নর্থহ্যাম্পশায়ারের ইনিংস ৷

  • It's 25 years today since THAT ball!

    Mike Gatting recalls Shane Warne's "ball of the century"... pic.twitter.com/UqhRwyxraU

    — England Cricket (@englandcricket) June 4, 2018 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দেবে কেন্দ্র

ওয়ার্নের ‘‘শতাব্দীর সেরা বল’’ 1993সালের অ্যাশেজ সিরিজ়ের প্রথম ম্যাচেই হয়েছিল ৷ লেগ স্টাম্পের বাইরের বল কীভাবে তাঁর অফস্টাম্পের উইকেটে লাগতে পারে, সেটা ভেবে হতবাক ছিলেন মাইক গ্যাটিংও ৷ পরে অবশ্য শেন ওয়ার্ন স্বীকার করেন, বলটি এমনি এমনিই হয়ে গিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.