ETV Bharat / sports

দুর্নীতির দায়ে ছ'বছর বাইশ গজে নিষিদ্ধ ক্যারিবিয়ানদের জোড়া বিশ্বজয়ের নায়ক - Marlon Samuels

Marlon Samuels Banned: দুর্নীতির দায়ে 6 বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে মার্লন স্যামুয়েলসকে নিষিদ্ধ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷ আইসিসি এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে, প্রাক্তন অলরাউন্ডার দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে বিভিন্ন সময় পাওয়া উপহার, আতিথেয়তার বিষয়ে তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 3:48 PM IST

দুবাই, 23 নভেম্বর: 2012 এবং 2016 ওয়েস্ট ইন্ডিজের জোড়া টি-20 বিশ্বজয়ের নায়ক তিনি ৷ 2020 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে বিতর্কে জড়িয়েছেন একাধিকবার ৷ বিরোধে জড়িয়েছিলেন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও ৷ এবার দুর্নীতির দায়ে 6 বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে মার্লন স্যামুয়েলসকে নিষিদ্ধ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷

ঘটনার সূত্রপাত আবুধাবি টি-10 লিগে ৷ অভিযোগ, কর্ণাটক তাস্কার্সের হয়ে খেলার সময় বিভিন্নজনের থেকে পাওয়া উপহার-সহ নানা সুবিধা পাওয়ার ব্যাপারে তিনি সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করেননি ৷ এ ব্যাপারে তদন্তকারী অফিসারদের সামনে মুখ খুলতে না-চাওয়ায় সংশ্লিষ্ট বোর্ডের দুর্নীতি দমন শাখা চারটি ধারায় মারকুটে এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে মামলা রুজু করে ৷ যার মধ্যে ক্রিকেট খেলাকে অসম্মান, তথ্য গোপন করা এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয় ৷

আইসিসি এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে, প্রাক্তন অলরাউন্ডার দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে বিভিন্ন সময় পাওয়া উপহার, আতিথেয়তার বিষয়ে তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৷ সূত্রের খবর, 2021 থেকে এ পর্যন্ত টি-10 লিগে খেলার সময় বিভিন্ন সময় স্য়ামুয়েলস 750 মার্কিন ডলার আর্থিক মূল্যের উপহার পেয়েছেন ৷

আইসিসি'র জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল স্যামুয়েলসের শাস্তির বিষয়ে বলেন, "যদিও তিনি এখন অবসর নিয়েছেন । কিন্তু অপরাধটি তিনি যখন করেছিলেন তখন লিগে অংশগ্রহণকারী ছিলেন । স্যামুয়েলসের এই শাস্তি যে কোনও ক্রিকেটারের কাছে নিয়ম ভাঙার কড়া বার্তা পৌঁছে দেবে বলেই বিশ্বাস ।"

2012 এবং 2016 কুড়ি-বিশের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক রানসংগ্রাহক ছিলেন তিনি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে 11 হাজারেরও বেশি রান ৷ 15 বছর আগেও একই কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন স্যামুয়েলস ৷

আরও পড়ুন:

  1. 'শুধরে যাও', পাকিস্তানি সমালোচকদের সতর্ক করলেন শামি
  2. ভেগাস ধর্ষণ মামলায় রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ আমেরিকার আদালতে খারিজ

দুবাই, 23 নভেম্বর: 2012 এবং 2016 ওয়েস্ট ইন্ডিজের জোড়া টি-20 বিশ্বজয়ের নায়ক তিনি ৷ 2020 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে বিতর্কে জড়িয়েছেন একাধিকবার ৷ বিরোধে জড়িয়েছিলেন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও ৷ এবার দুর্নীতির দায়ে 6 বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে মার্লন স্যামুয়েলসকে নিষিদ্ধ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷

ঘটনার সূত্রপাত আবুধাবি টি-10 লিগে ৷ অভিযোগ, কর্ণাটক তাস্কার্সের হয়ে খেলার সময় বিভিন্নজনের থেকে পাওয়া উপহার-সহ নানা সুবিধা পাওয়ার ব্যাপারে তিনি সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করেননি ৷ এ ব্যাপারে তদন্তকারী অফিসারদের সামনে মুখ খুলতে না-চাওয়ায় সংশ্লিষ্ট বোর্ডের দুর্নীতি দমন শাখা চারটি ধারায় মারকুটে এই প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে মামলা রুজু করে ৷ যার মধ্যে ক্রিকেট খেলাকে অসম্মান, তথ্য গোপন করা এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ আনা হয় ৷

আইসিসি এক বিবৃতিতে বৃহস্পতিবার জানিয়েছে, প্রাক্তন অলরাউন্ডার দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে বিভিন্ন সময় পাওয়া উপহার, আতিথেয়তার বিষয়ে তথ্য গোপনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৷ সূত্রের খবর, 2021 থেকে এ পর্যন্ত টি-10 লিগে খেলার সময় বিভিন্ন সময় স্য়ামুয়েলস 750 মার্কিন ডলার আর্থিক মূল্যের উপহার পেয়েছেন ৷

আইসিসি'র জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল স্যামুয়েলসের শাস্তির বিষয়ে বলেন, "যদিও তিনি এখন অবসর নিয়েছেন । কিন্তু অপরাধটি তিনি যখন করেছিলেন তখন লিগে অংশগ্রহণকারী ছিলেন । স্যামুয়েলসের এই শাস্তি যে কোনও ক্রিকেটারের কাছে নিয়ম ভাঙার কড়া বার্তা পৌঁছে দেবে বলেই বিশ্বাস ।"

2012 এবং 2016 কুড়ি-বিশের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বাধিক রানসংগ্রাহক ছিলেন তিনি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে 11 হাজারেরও বেশি রান ৷ 15 বছর আগেও একই কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন স্যামুয়েলস ৷

আরও পড়ুন:

  1. 'শুধরে যাও', পাকিস্তানি সমালোচকদের সতর্ক করলেন শামি
  2. ভেগাস ধর্ষণ মামলায় রোনাল্ডোর বিরুদ্ধে ওঠা অভিযোগ আমেরিকার আদালতে খারিজ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.