ETV Bharat / sports

MCC on Mankading : মানকাডিং'কে ছাড়পত্র দিলেও লালা ব্যবহারে নিষেধাজ্ঞা এমসিসি'র - Running out the non striker has been moved from Law 41 to Law 38

এতদিন মানকাডিং বা নন-স্ট্রাইক এন্ডে দাঁড়ানো ব্যাটারকে রান আউট করার বিষয়টি 'আনফেয়ার-প্লে' হিসেবে এমসিসি'র ক্রিকেট সংবিধানে অন্তর্ভুক্ত ছিল ৷ কিন্তু এবার থেকে রান আউটের আওতাভুক্ত হতে চলেছে (Mankading a batter is no more under unfair play) ৷

MCC on Mankading
মানকাডিং'কে বৈধতা দিল এমসিসি, লালার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে ক্রিকেটে
author img

By

Published : Mar 9, 2022, 5:47 PM IST

লন্ডন, 9 মার্চ : মানকাডিং'কে আর বাঁকা চোখে দেখার অবকাশ রইল না ৷ বিতর্কিত এই আউটকে অবশেষে বৈধতা দিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ৷ মঙ্গলবার ক্রিকেটের একাধিক নিয়মে সামান্য কিছু বদল এনেছে অভিজাত এই ক্লাব ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'মানকাডিং' | যাকে রান আউটের আওতাভুক্ত করেছে এমসিসি (Mankading a batter is no more under unfair play) ৷

এতদিন মানকাডিং বা নন-স্ট্রাইক এন্ডে দাঁড়ানো ব্যাটারকে রান আউট করার বিষয়টি 'আনফেয়ার-প্লে' হিসেবে এমসিসি'র ক্রিকেট সংবিধানে অন্তর্ভুক্ত ছিল ৷ এদিন তাতেই বদল আনল মেরিলিবোন ক্রিকেট ক্লাব ৷ ধারা বদলে 'মানকাডিং'কে রান আউটের ধারায় অন্তর্ভুক্ত করল এমসিসি ৷ অর্থাৎ, এখন থেকে মানকাডিং'কে রান আউট হিসেবে গণ্য করা হবে ৷

এমসিসি এক বিবৃতিতে জানিয়েছে, 41.16 ধারায় এমসিসি-র ক্রিকেট সংবিধানে অন্তর্ভুক্ত থাকা নন-স্ট্রাইকারকে রান আউটের নিয়মটিকে 41 নম্বর ধারা অর্থাৎ, আনফেয়ার-প্লে ক্যাটেগরি থেকে সরিয়ে 38 নম্বর ধারায় রান আউটে অন্তর্ভুক্ত করা হয়েছে (Running out the non-striker has been moved from Law 41 to Law 38) ৷

বিবৃতিতে এমসিসি আরও জানিয়েছে, গত সপ্তাহে আইন প্রণয়নকারী ক্লাবের সাব-কমিটির সভায় বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ৷ তার আগে মানকাডিং'কে নতুন ধারায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বিশ্বজুড়ে দারুণ সাড়া মেলে ৷

আরও পড়ুন : ওয়ার্ন সম্পর্কে করা মন্তব্যে ক্ষমা চাইলেন গাভাসকর

মানকাডিং'কে রান আউটে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ক্রিকেট বলে লালা ব্যবহারের বিষয়টিতে চিরতরে রাশ টানল এমসিসি ৷ যা কোভিড পরবর্তীতে ক্রিকেট দুনিয়ায় সাময়িকভাবে ব্যান করা হয়েছিল ৷ ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার পুরোপুরিভাবে ক্রিকেটে লালার ব্যবহার নিষিদ্ধ হল ৷ এছাড়া পরিবর্ত খেলোয়াড়, স্ট্রাইক রোটেশন এবং ডেড বলের নিয়মেও বদল আনা হয়েছে ৷ যা কার্যকর হতে চলেছে আগামী অক্টোবর থেকে ৷

লন্ডন, 9 মার্চ : মানকাডিং'কে আর বাঁকা চোখে দেখার অবকাশ রইল না ৷ বিতর্কিত এই আউটকে অবশেষে বৈধতা দিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ৷ মঙ্গলবার ক্রিকেটের একাধিক নিয়মে সামান্য কিছু বদল এনেছে অভিজাত এই ক্লাব ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'মানকাডিং' | যাকে রান আউটের আওতাভুক্ত করেছে এমসিসি (Mankading a batter is no more under unfair play) ৷

এতদিন মানকাডিং বা নন-স্ট্রাইক এন্ডে দাঁড়ানো ব্যাটারকে রান আউট করার বিষয়টি 'আনফেয়ার-প্লে' হিসেবে এমসিসি'র ক্রিকেট সংবিধানে অন্তর্ভুক্ত ছিল ৷ এদিন তাতেই বদল আনল মেরিলিবোন ক্রিকেট ক্লাব ৷ ধারা বদলে 'মানকাডিং'কে রান আউটের ধারায় অন্তর্ভুক্ত করল এমসিসি ৷ অর্থাৎ, এখন থেকে মানকাডিং'কে রান আউট হিসেবে গণ্য করা হবে ৷

এমসিসি এক বিবৃতিতে জানিয়েছে, 41.16 ধারায় এমসিসি-র ক্রিকেট সংবিধানে অন্তর্ভুক্ত থাকা নন-স্ট্রাইকারকে রান আউটের নিয়মটিকে 41 নম্বর ধারা অর্থাৎ, আনফেয়ার-প্লে ক্যাটেগরি থেকে সরিয়ে 38 নম্বর ধারায় রান আউটে অন্তর্ভুক্ত করা হয়েছে (Running out the non-striker has been moved from Law 41 to Law 38) ৷

বিবৃতিতে এমসিসি আরও জানিয়েছে, গত সপ্তাহে আইন প্রণয়নকারী ক্লাবের সাব-কমিটির সভায় বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ৷ তার আগে মানকাডিং'কে নতুন ধারায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বিশ্বজুড়ে দারুণ সাড়া মেলে ৷

আরও পড়ুন : ওয়ার্ন সম্পর্কে করা মন্তব্যে ক্ষমা চাইলেন গাভাসকর

মানকাডিং'কে রান আউটে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ক্রিকেট বলে লালা ব্যবহারের বিষয়টিতে চিরতরে রাশ টানল এমসিসি ৷ যা কোভিড পরবর্তীতে ক্রিকেট দুনিয়ায় সাময়িকভাবে ব্যান করা হয়েছিল ৷ ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার পুরোপুরিভাবে ক্রিকেটে লালার ব্যবহার নিষিদ্ধ হল ৷ এছাড়া পরিবর্ত খেলোয়াড়, স্ট্রাইক রোটেশন এবং ডেড বলের নিয়মেও বদল আনা হয়েছে ৷ যা কার্যকর হতে চলেছে আগামী অক্টোবর থেকে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.