ETV Bharat / sports

ভিলেন বৃষ্টি! কাজে এল না রিঙ্কুর প্রথম আন্তর্জাতিক হাফ-সেঞ্চুরি, 5 উইকেট হার ভারতের - Suryakumar Yadav

India Loss Rain Interrupted Match Against South Africa: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিকে হার ভারতের ৷ ডার্কওয়ার্থ লুইস নিয়মে 15 ওভারে 152 রানের রিভাইস টার্গেট তাড়া করতে নেমে সাত বল বাকি থাকতে 5 উইকেটে ম্যাচ জেতে প্রোটিয়ারা ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 12:52 PM IST

পোর্ট এলিজাবেথ (দক্ষিণ আফ্রিকা), 13 ডিসেম্বর: দেশের বাইরে প্রথম বড় কোনও আন্তর্জাতিক ম্যাচ ৷ আর প্রথম ম্যাচেই টি-20 আন্তর্জাতিকের প্রথম হাফ সেঞ্চুরি ৷ কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তথা ভারতীয় দলের মিডল-অর্ডার সেনসেশন রিঙ্কু সিংকে নিয়ে ৷ কিন্তু, কঠিন পরিস্থিতিতে প্রোটিয়াস পেস বোলিংয়ের সামনে 39 বলে 68 রানের অপরাজিত ইনিংস বৃথা গেল ৷ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচে ডার্কওয়ার্থ লুইসে 5 উইকেটে হারল ভারত ৷ 15 ওভারে 152 রানের টার্গেট 7 বল বাকি থাকতে তুলে দেয় প্রোটিয়ারা ৷

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচে কেরিয়ারের 17তম হাফ সেঞ্চুরি করলেন সিরিজের স্ট্যান্ডবাই অধিনায়ক সূর্যকুমার যাদব (36 বলে 56 রান) ৷ সেই সঙ্গে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে মাত্র 56 ইনিংসে টি-20 আন্তর্জাতিকে 2 হাজার রান করলেন 'স্কাই' ৷ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 6 রানের মাথায় ভারতের দুই ওপেনার আউট হয়ে যান ৷ শুভমন গিল এবং যস্বশী জয়সওয়াল তাঁদের নামের পাশে কোনও রান যোগ করতে পারেননি ৷ এই পরিস্থিতিতে তিলক বর্মার (29) সঙ্গে তৃতীয় উইকেটে 49 রানের পার্টনারশিপ করেন তিনি ৷

এই সময় প্রয়োজন ছিল একদিক থেকে উইকেট ধরে খেলা ৷ অধিনায়কের সঙ্গে 70 রানের পার্টনারশিপে শুরুর দিকে সেই কাজটাই করেন রিঙ্কু সিং ৷ প্রথম কুড়ি বলে তেমন আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে ৷ সেই সময় উলটোদিক থেকে মার্কো ইয়ানসেন, লিজাড উইলিয়ামসদের বিরুদ্ধে আক্রমণ করছিলেন সূর্যকুমার ৷ তবে, একবার উইকেটের পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার পর আক্রমণে যান রিঙ্কু ৷

উল্লেখ্য, হাফ সেঞ্চুরি করার আগে পর্যন্ত একটিও ওভার-বাউন্ডারি মারেননি বাঁ-হাতি ব্যাটার ৷ 9টি বাউন্ডারি মেরে কেরিয়ারের প্রথম পঞ্চাশ করেন তিনি ৷ তবে, ইনিংসের শেষের দিকে দু’টি বিশাল ছয় মারেন রিঙ্কু ৷ 19.3 ওভারে যখন ভারত 7 উইকেট হারিয়ে 180 রান তুলেছে ৷ ঠিক সেই সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ৷ এরপর ভারত আর ব্যাটিং করতে নামেনি ৷ বৃষ্টি থামলে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের জন্য আসে ৷ তবে, ততক্ষণে ওভার-কাট হয়ে খেলা 15 ওভারে নেমে আসে ৷ দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় 152 রানের ৷

ওভার প্রতি 10 উপর রান প্রয়োজন হলেও, প্রোটিয়াস ব্যাটারদের সেই রান তাড়া করতে সমস্যা হয়নি ৷ বৃষ্টির কারণে আউট ফিল্ড ভিজে ছিল ৷ ফলে দ্রুত বল ভিজে যায় ৷ ফলে পেসাররা সেভাবে প্রভাব দেখাতে পারেননি ৷ এমনকী ভিজে বলে কুলদীপ যাদবের ঘূর্ণিও নজরে আসেনি ৷ তবে, শেষের দিকে একটা চেষ্টা করেছিলেন মহম্মদ সিরাজ (1 উইকেট), মুকেশ কুমার (2 উইকেট) এবং কুলদীপ (1 উইকেট) ৷ কিন্তু, তাঁদের সেই চেষ্টা যথেষ্ঠ ছিল না ৷ দক্ষিণ আফ্রিকাতেও নতুন বলে ব্যর্থ আর্শদীপ সিং ৷ 2 ওভারে 31 রান দিয়েছেন তিনি ৷ 13.5 ওভারে 5 উইকেট হারিয়ে 154 রান তুলে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা ৷ 4 ওভারে 18 রান দিয়ে সূর্যকুমারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তাবরেজ সামশি ৷

আরও পড়ুন:

  1. টেস্ট ক্রিকেট যথেষ্ট খেলা হচ্ছে না মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্ষেপ স্মৃতির
  2. পিছিয়ে থেকেও ডাচদের হারাল ভারত, হকিতে যুব বিশ্বকাপের সেমিতে টিম ইন্ডিয়া
  3. দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্ত

পোর্ট এলিজাবেথ (দক্ষিণ আফ্রিকা), 13 ডিসেম্বর: দেশের বাইরে প্রথম বড় কোনও আন্তর্জাতিক ম্যাচ ৷ আর প্রথম ম্যাচেই টি-20 আন্তর্জাতিকের প্রথম হাফ সেঞ্চুরি ৷ কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তথা ভারতীয় দলের মিডল-অর্ডার সেনসেশন রিঙ্কু সিংকে নিয়ে ৷ কিন্তু, কঠিন পরিস্থিতিতে প্রোটিয়াস পেস বোলিংয়ের সামনে 39 বলে 68 রানের অপরাজিত ইনিংস বৃথা গেল ৷ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচে ডার্কওয়ার্থ লুইসে 5 উইকেটে হারল ভারত ৷ 15 ওভারে 152 রানের টার্গেট 7 বল বাকি থাকতে তুলে দেয় প্রোটিয়ারা ৷

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-20 ম্যাচে কেরিয়ারের 17তম হাফ সেঞ্চুরি করলেন সিরিজের স্ট্যান্ডবাই অধিনায়ক সূর্যকুমার যাদব (36 বলে 56 রান) ৷ সেই সঙ্গে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে মাত্র 56 ইনিংসে টি-20 আন্তর্জাতিকে 2 হাজার রান করলেন 'স্কাই' ৷ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 6 রানের মাথায় ভারতের দুই ওপেনার আউট হয়ে যান ৷ শুভমন গিল এবং যস্বশী জয়সওয়াল তাঁদের নামের পাশে কোনও রান যোগ করতে পারেননি ৷ এই পরিস্থিতিতে তিলক বর্মার (29) সঙ্গে তৃতীয় উইকেটে 49 রানের পার্টনারশিপ করেন তিনি ৷

এই সময় প্রয়োজন ছিল একদিক থেকে উইকেট ধরে খেলা ৷ অধিনায়কের সঙ্গে 70 রানের পার্টনারশিপে শুরুর দিকে সেই কাজটাই করেন রিঙ্কু সিং ৷ প্রথম কুড়ি বলে তেমন আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে ৷ সেই সময় উলটোদিক থেকে মার্কো ইয়ানসেন, লিজাড উইলিয়ামসদের বিরুদ্ধে আক্রমণ করছিলেন সূর্যকুমার ৷ তবে, একবার উইকেটের পেস ও বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার পর আক্রমণে যান রিঙ্কু ৷

উল্লেখ্য, হাফ সেঞ্চুরি করার আগে পর্যন্ত একটিও ওভার-বাউন্ডারি মারেননি বাঁ-হাতি ব্যাটার ৷ 9টি বাউন্ডারি মেরে কেরিয়ারের প্রথম পঞ্চাশ করেন তিনি ৷ তবে, ইনিংসের শেষের দিকে দু’টি বিশাল ছয় মারেন রিঙ্কু ৷ 19.3 ওভারে যখন ভারত 7 উইকেট হারিয়ে 180 রান তুলেছে ৷ ঠিক সেই সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় ৷ এরপর ভারত আর ব্যাটিং করতে নামেনি ৷ বৃষ্টি থামলে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের জন্য আসে ৷ তবে, ততক্ষণে ওভার-কাট হয়ে খেলা 15 ওভারে নেমে আসে ৷ দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট দাঁড়ায় 152 রানের ৷

ওভার প্রতি 10 উপর রান প্রয়োজন হলেও, প্রোটিয়াস ব্যাটারদের সেই রান তাড়া করতে সমস্যা হয়নি ৷ বৃষ্টির কারণে আউট ফিল্ড ভিজে ছিল ৷ ফলে দ্রুত বল ভিজে যায় ৷ ফলে পেসাররা সেভাবে প্রভাব দেখাতে পারেননি ৷ এমনকী ভিজে বলে কুলদীপ যাদবের ঘূর্ণিও নজরে আসেনি ৷ তবে, শেষের দিকে একটা চেষ্টা করেছিলেন মহম্মদ সিরাজ (1 উইকেট), মুকেশ কুমার (2 উইকেট) এবং কুলদীপ (1 উইকেট) ৷ কিন্তু, তাঁদের সেই চেষ্টা যথেষ্ঠ ছিল না ৷ দক্ষিণ আফ্রিকাতেও নতুন বলে ব্যর্থ আর্শদীপ সিং ৷ 2 ওভারে 31 রান দিয়েছেন তিনি ৷ 13.5 ওভারে 5 উইকেট হারিয়ে 154 রান তুলে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা ৷ 4 ওভারে 18 রান দিয়ে সূর্যকুমারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তাবরেজ সামশি ৷

আরও পড়ুন:

  1. টেস্ট ক্রিকেট যথেষ্ট খেলা হচ্ছে না মহিলা দলের, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে আক্ষেপ স্মৃতির
  2. পিছিয়ে থেকেও ডাচদের হারাল ভারত, হকিতে যুব বিশ্বকাপের সেমিতে টিম ইন্ডিয়া
  3. দিল্লি ক্যাপিটালসের 'লিডার অফ দ্য প্যাক' হিসেবেই কামব্যাক করছেন পন্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.