ETV Bharat / sports

Team India coach: বিরাটদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন মাহেলা

বিরাটদের পরবর্তী কোচ হিসেবে অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষ্মণের কথা ভাবচ্ছে বিসিসিআই ৷ এর আগে ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি) কুম্বলেকে ভারতীয় দলের প্রধান কোচের পদে বসিয়েছিল ৷ কিন্তু ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এক বছর পরেই দায়িত্ব ছাড়েন কুম্বলে। তখন সিএসি-র অন্যতম সদস্য ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Team India coach
বিরাটদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন মাহেলা
author img

By

Published : Sep 18, 2021, 11:05 PM IST

মুম্বই, 18 সেপ্টেম্বর: অন্য বিদেশিরা যখন টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য মুখিয়ে থাকেন ৷ তখন উল্টো ছবি দেখা গেল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের ক্ষেত্রে ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দেওয়া বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন মাহেলা ৷

টি-20 বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী ৷ ইতিমধ্যেই শাস্ত্রীর উত্তরসূরি খোঁজা শুরু করে দিয়েছে বিসিসিআই। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ অনিল কুম্বলেকে ফিরিয়ে আনার কথাও ভাবা হচ্ছে। তবে তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ তথা শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধনের সঙ্গে এ ব্যাপারে বিসিসিআই-এর তরফে যোগাযোগ করা হয়েছিল বলে জানা গিয়েছে৷ শোনা যাচ্ছে, বিরাট-রোহিতদের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখান করে দেন মাহেলা ৷

বর্তমানে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের কোচ রয়েছেন জয়বর্ধনে। দলের সঙ্গে এই মুহূর্তে তিনি রয়েছেন দুবাইয়ে৷ রবিবার তাঁর কোচিং 2021 আইপিএলের দ্বিতীয় লেগ শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে এর মধ্যেই জয়বর্ধনের সঙ্গে ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে ৷ কিন্তু প্রাক্তন লঙ্কা অধিনায়ক বিসিসিআই-এর এই প্রস্তাবে সায় দেননি ৷ কারণ তিনি শ্রীলঙ্কার জাতীয় দলের কোচিং করাতে বেশি আগ্রহী বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন : ক্যাপ্টেনের পর এবার কোচ ! শাস্ত্রীর কণ্ঠেও বিদায়ের সুর

এর পরই অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষ্মণের কথা বিরাটদের পরবর্তী কোচ হিসেবে ভাবতে শুরু করে বিসিসিআই ৷ এর আগে ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি) কুম্বলেকে ভারতীয় দলের প্রধান কোচের পদে বসিয়েছিল ৷ কিন্তু ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এক বছর পরেই দায়িত্ব ছাড়েন কুম্বলে। তখন সিএসি-র অন্যতম সদস্য ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন সৌরভ হলেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সুতরাং ফের সৌরভের হাত ধরে বিরাটদের 'হেডস্য়র' হতে পারেন জাম্বো৷

মুম্বই, 18 সেপ্টেম্বর: অন্য বিদেশিরা যখন টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য মুখিয়ে থাকেন ৷ তখন উল্টো ছবি দেখা গেল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের ক্ষেত্রে ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দেওয়া বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন মাহেলা ৷

টি-20 বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রী ৷ ইতিমধ্যেই শাস্ত্রীর উত্তরসূরি খোঁজা শুরু করে দিয়েছে বিসিসিআই। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ অনিল কুম্বলেকে ফিরিয়ে আনার কথাও ভাবা হচ্ছে। তবে তার আগে মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ তথা শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধনের সঙ্গে এ ব্যাপারে বিসিসিআই-এর তরফে যোগাযোগ করা হয়েছিল বলে জানা গিয়েছে৷ শোনা যাচ্ছে, বিরাট-রোহিতদের কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখান করে দেন মাহেলা ৷

বর্তমানে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের কোচ রয়েছেন জয়বর্ধনে। দলের সঙ্গে এই মুহূর্তে তিনি রয়েছেন দুবাইয়ে৷ রবিবার তাঁর কোচিং 2021 আইপিএলের দ্বিতীয় লেগ শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে এর মধ্যেই জয়বর্ধনের সঙ্গে ভারতীয় কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে ৷ কিন্তু প্রাক্তন লঙ্কা অধিনায়ক বিসিসিআই-এর এই প্রস্তাবে সায় দেননি ৷ কারণ তিনি শ্রীলঙ্কার জাতীয় দলের কোচিং করাতে বেশি আগ্রহী বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন : ক্যাপ্টেনের পর এবার কোচ ! শাস্ত্রীর কণ্ঠেও বিদায়ের সুর

এর পরই অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষ্মণের কথা বিরাটদের পরবর্তী কোচ হিসেবে ভাবতে শুরু করে বিসিসিআই ৷ এর আগে ক্রিকেট পরামর্শদাতা কমিটি (সিএসি) কুম্বলেকে ভারতীয় দলের প্রধান কোচের পদে বসিয়েছিল ৷ কিন্তু ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় এক বছর পরেই দায়িত্ব ছাড়েন কুম্বলে। তখন সিএসি-র অন্যতম সদস্য ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন সৌরভ হলেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সুতরাং ফের সৌরভের হাত ধরে বিরাটদের 'হেডস্য়র' হতে পারেন জাম্বো৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.