ইন্দোর, 10 ফেব্রুয়ারি: হোলকার স্টেডিয়ামে দুরন্ত বঙ্গের বোলাররা । মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভয়ংকর হয়ে উঠলেন আকাশ দীপ । দুর্দান্ত স্পেলে 5 উইকেট তুলে নিলেন মিডিয়াম পেসার । যোগ্য সঙ্গত করলেন শাহবাজ আহমেদ । দুই বোলারের দাপটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র 170 রানে (Madhya Pradesh bundled out for 170 runs in 1st Innings) ।
অন্যদিকে, চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেদের ফলো-অন করাননি অধিনায়ক মনোজ তিওয়ারি । 258 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 59 রান তুলেছে বাংলা (Bengal vs Madhya Pradesh in Ranji Trophy 2022-23) । দ্বিতীয় দিনের শেষে 327 রানের লিড নিয়েছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা । ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার ও সুদীপ ঘরামি ।
প্রথম ইনিংসে দু'জনের ব্যাট থেকেই শতরান এসেছিল । তৃতীয় দিনেও বঙ্গের বড় ভরসা এই দুই ব্যাটারই । ইতিমধ্যেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলা শিবির । ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট নিশ্চিত । যদিও সে সব নিয়ে ভাবতে নারাজ বাংলা শিবির । গতবার সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরেই টুর্নামেন্ট জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল । সেই মধ্যপ্রদেশকে হারিয়েই ফাইনালে পৌঁছনোর স্বপ্ন দেখছে দু'বারের রঞ্জি চ্যাম্পিয়নরা ।
দ্বিতীয় দিনে 2 উইকেট হারিয়ে 56 রান তুলেছিল মধ্যপ্রদেশ । তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিজ ছাড়েন অনুভব আগরওয়াল । তাঁকে তুলে নেন মুকেশ কুমার । পরের ওভারেই রজত পাতিদারকে ফেরান আকাশ দীপ । দুই নির্ভরযোগ্য ব্যাটার ড্রেসিংরুমে ফিরতেই চাপে পড়ে যায় গতবারের চ্যাম্পিয়নরা । বড় রান করতে পারেননি অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব । অন্যদিকে ধারাবাহিকভাবে ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার । কেকেআর-এর সাড়া জাগানো ব্যাটার এদিন ক্রিজ ছাড়েন মাত্র 7 রান করেই ।
আরও পড়ুন: 28 ওভারে 1067, প্রতিপক্ষ অল-আউট 4 রানে ! স্কুল ক্রিকেটে নজির নব নালন্দার