ETV Bharat / sports

Sourav Ganguly : আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের - লাভ ফিল্মস

বড়পর্দায় আসছে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ৷ আজ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের তরফেও এ নিয়ে একটি অফিশিয়াল ঘোষণাও করা হয়েছে ৷

Luv Films Will Produce Biopic of Former India Captain aka BCCI President Sourav Ganguly
আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের
author img

By

Published : Sep 9, 2021, 2:28 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : বায়োপিকে বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট স্বয়ং এই কথা জানিয়েছেন তাঁর সোস্যাল মিডিয়ায় অ্য়াকাউন্টে ৷ যেখানে নিজের বায়োপিক নিয়ে তিনি খুব রোমাঞ্চিত বলে জানিয়েছেন দাদা ৷ ছবির প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের তরফেও অফিসিয়ালি মহারাজের বায়োপিক নিয়ে সিনেমা করার বিষয়টি জানানো হয়েছে ৷ সেই নিজেদের সম্মানিতবোধ করছে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে ৷

বেশ কয়েকবছর ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে চর্চা চলছিলই বলিউডের অন্দরে ৷ এমনকি টলিউডের তরফেও বেশ কয়েকজন পরিচালক এ নিয়ে উৎসাহী ছিলেন ৷ কিন্তু, অবশেষে শিঁকে ছিড়ল মুম্বইয়ের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের কপালে ৷ আজ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘ক্রিকেট আমার জীবন, এটা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং সেই সঙ্গে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার যোগ্য করেছে ৷ এবার সেই যাত্রাটিকে উপভোগ করার সময় ৷ খুবই উত্তেজিত যে লাভ ফিল্মস আমার জীবন নিয়ে বায়োপিক তৈরি করছে এবং আমার জীবনকে বড় পর্দায় নিয়ে আসছে ৷’’

  • Cricket has been my life, it gave confidence and ability to walk forward with my head held high, a journey to be cherished.
    Thrilled that Luv Films will produce a biopic on my journey and bring it to life for the big screen 🏏🎥@LuvFilms @luv_ranjan @gargankur @DasSanjay1812

    — Sourav Ganguly (@SGanguly99) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : T-20 World Cup : টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত, মেন্টর হিসাবে থাকছেন ধোনি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি লাভ ফিল্মসের তরফেও এ নিয়ে অফিশিয়ালি একটি ঘোষণা করা হয়েছে ৷ প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া পেজে এ নিয়ে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, ‘‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, লাভ ফিল্মস দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রযোজনা করছে ৷ এই দায়িত্ব পালনের জন্য আমাদের উপর ভরসা রাখায় আমরা খুবই সম্মানিতবোধ করছি ৷ সেই সঙ্গে একটা অসাধারণ ইনিংসের দিকে তাকিয়ে রয়েছি ৷’’

  • We are thrilled to announce that Luv Films will produce Dada Sourav Ganguly's biopic. We are honoured to be entrusted with this responsibility and look forward to a great innings. 🏏🎥@SGanguly99 @luv_ranjan @gargankur

    — Luv Films (@LuvFilms) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Taliban Rule: তালিবানি ফতোয়া, বিশ্বকাপেও খেলতে পারবেন না আফগান মহিলারা

প্রসঙ্গত, লাভ ফিল্ম বলিউডে বেশকিছু নামকরা সিনেমার প্রযোজনা করেছে ৷ যার মধ্যে পেয়ার কা পঞ্চনামা, পেয়ারকা পঞ্চনামা টু এবং মালাঙ্গ এর মতো স্টারকাস্ট সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিল এই সংস্থা ৷ প্রযোজনা সংস্থার তরফে আশা প্রকাশ করা হয়েছে যে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের বায়োপিক দর্শকদের অবশ্যই পছন্দ হবে ৷ সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য রণবীর কাপূরকে ভাবা হয়েছে ৷ তবে, এ নিয়ে অফিসিয়ালি এখনও কোনও ঘোষণা প্রযোজনা সংস্থা করেনি ৷ এ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর : বায়োপিকে বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট স্বয়ং এই কথা জানিয়েছেন তাঁর সোস্যাল মিডিয়ায় অ্য়াকাউন্টে ৷ যেখানে নিজের বায়োপিক নিয়ে তিনি খুব রোমাঞ্চিত বলে জানিয়েছেন দাদা ৷ ছবির প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের তরফেও অফিসিয়ালি মহারাজের বায়োপিক নিয়ে সিনেমা করার বিষয়টি জানানো হয়েছে ৷ সেই নিজেদের সম্মানিতবোধ করছে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে ৷

বেশ কয়েকবছর ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে চর্চা চলছিলই বলিউডের অন্দরে ৷ এমনকি টলিউডের তরফেও বেশ কয়েকজন পরিচালক এ নিয়ে উৎসাহী ছিলেন ৷ কিন্তু, অবশেষে শিঁকে ছিড়ল মুম্বইয়ের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মসের কপালে ৷ আজ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘ক্রিকেট আমার জীবন, এটা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং সেই সঙ্গে মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার যোগ্য করেছে ৷ এবার সেই যাত্রাটিকে উপভোগ করার সময় ৷ খুবই উত্তেজিত যে লাভ ফিল্মস আমার জীবন নিয়ে বায়োপিক তৈরি করছে এবং আমার জীবনকে বড় পর্দায় নিয়ে আসছে ৷’’

  • Cricket has been my life, it gave confidence and ability to walk forward with my head held high, a journey to be cherished.
    Thrilled that Luv Films will produce a biopic on my journey and bring it to life for the big screen 🏏🎥@LuvFilms @luv_ranjan @gargankur @DasSanjay1812

    — Sourav Ganguly (@SGanguly99) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : T-20 World Cup : টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত, মেন্টর হিসাবে থাকছেন ধোনি

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি লাভ ফিল্মসের তরফেও এ নিয়ে অফিশিয়ালি একটি ঘোষণা করা হয়েছে ৷ প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া পেজে এ নিয়ে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, ‘‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, লাভ ফিল্মস দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের প্রযোজনা করছে ৷ এই দায়িত্ব পালনের জন্য আমাদের উপর ভরসা রাখায় আমরা খুবই সম্মানিতবোধ করছি ৷ সেই সঙ্গে একটা অসাধারণ ইনিংসের দিকে তাকিয়ে রয়েছি ৷’’

  • We are thrilled to announce that Luv Films will produce Dada Sourav Ganguly's biopic. We are honoured to be entrusted with this responsibility and look forward to a great innings. 🏏🎥@SGanguly99 @luv_ranjan @gargankur

    — Luv Films (@LuvFilms) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Taliban Rule: তালিবানি ফতোয়া, বিশ্বকাপেও খেলতে পারবেন না আফগান মহিলারা

প্রসঙ্গত, লাভ ফিল্ম বলিউডে বেশকিছু নামকরা সিনেমার প্রযোজনা করেছে ৷ যার মধ্যে পেয়ার কা পঞ্চনামা, পেয়ারকা পঞ্চনামা টু এবং মালাঙ্গ এর মতো স্টারকাস্ট সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিল এই সংস্থা ৷ প্রযোজনা সংস্থার তরফে আশা প্রকাশ করা হয়েছে যে, ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কের বায়োপিক দর্শকদের অবশ্যই পছন্দ হবে ৷ সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য রণবীর কাপূরকে ভাবা হয়েছে ৷ তবে, এ নিয়ে অফিসিয়ালি এখনও কোনও ঘোষণা প্রযোজনা সংস্থা করেনি ৷ এ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা করা হতে পারে বলে সূত্রের খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.