ETV Bharat / sports

HBD Harbhajan Singh: কিছু বিতর্ক, হাজারো সাফল্য! সব মিলিয়ে হরভজন 'সিং ইজ কিং' - Career of Harbhajan Singh

হরভজনের নামে রয়েছে একাধিক বিতর্ক ৷ আবারও হাজারও সাফল্যের মাইল ফলকও ছুঁয়েছেন তিনি ৷ আসুন টার্বুনেটরের জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কেরিয়ারের কিছু ঝলক ৷

HBD Harbhajan Singh
আজও সাফল্য বিতর্কে রঙিন হরভজন
author img

By

Published : Jul 3, 2023, 2:18 PM IST

Updated : Jul 3, 2023, 2:38 PM IST

হায়দরাবাদ, 3 জুলাই: 'টার্বুনেটর', নামটা তাঁকে দেওয়া হয়েছিল অজি সংবাদ মাধ্যমের তরফে ৷ তাঁর বলের বাউন্স এবং টার্নের সামনে নাকানি চোবানি খেয়েছিলেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়ারা ৷ অস্ট্রেলিয়া আর হরভজন সিংহের সম্পর্ক কিছুটা ব্যতিক্রমী ৷ এই পঞ্জাবি স্পিনার বারবার জড়িয়েছেন বিতর্কে ৷ আর বারবার সেই বিতর্কের উলটোদিকে দেখা মিলেছে কোনও না কোনও অজি ক্রিকেটারের ৷ কখনও সেখানে দেখা মিলিছে রিকির, কখনও বা অ্যান্ড্রু সাইমন্ডসের ৷ তবে হ্য়াঁ বিতর্ক যতই হোক না কেন মানতেই হবে ভাজ্জির মতো ক্রিকেটার ভারতের ইতিহাসে বিরল ৷ আসুন তাঁর জন্মদিনে ফিরে দেখা সেই হরভজনকে যিনি কখনও 'দিলদার' কখনও আবার একটু 'রগচটা' ৷ কিন্তু সব মিলিয়ে 'সিং ইজ কিং' ৷

প্রথমবার, ভারতীয় দলে তিনি সুযোগ পেয়েছিলেন 1998 সালে ৷ আর কেরিয়ারের শুরুর দিকে জড়িয়েছিলেন বিতর্কেও ৷ উল্টোদিকে রিকি পন্টিং ৷ অজি ব্যাটসম্যানকে আউট করার পর তাঁকে ইঙ্গিতে মাঠের বাইরে চলে যেতে বলেন 17 বছর বয়সি এই তরুণ ৷ শুধু তাই নয়, রাগের মাথায় কিছু অভব্য কথাও বলেন ৷ পরে নিজেই ইন্টারভিউতে সেকথা স্বীকার করেছিলেন তিনি ৷ ফলে জরিমানার মুখে পড়তে হয় তাঁকে ৷ ব্যানও করা হয় এই তরুণ অফস্পিনারকে ৷

দু'বছর যেতে না যেতেই এনসিএ থেকেও বের করে দেওয়া হয় তাঁকে ৷ তখন বর্ষীয়াণ কোচ এরাপল্লি প্রসন্নের কাছে কোচিং নিচ্ছিলেন হরভজন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি নিয়ম মানেন না, ওয়ার্ক আউটও ঠিক মতো করতে চান না আর শৃঙ্খলারও অভাব রয়েছে তাঁর মধ্যে ৷ দলে হয়তো হরভজনের আর ফেরা হতো না যদি না থাকতেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ হরভজন নিজেই জানিয়েছিলেন, সৌরভই তাঁকে দলে আসার জন্য আলাদা করে কথা বলেন ৷ 2001 সালে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই রাজার মতো ফিরলেন হরভজন ৷ শুধু কলকাতার হ্যাটট্রিক নয়, তিন টেস্টে নিলেন 32টি উইকেট ৷ যা আজও এক অনবদ্য রেকর্ড ৷

কিন্তু 103 টেস্টে 417টি উইকেট এবং একদিনের ম্যাচ ও টি 20 আন্তর্জাতিক মিলিয়ে আরও প্রায় 300 উইকেট রয়েছে যাঁর নামের পাশে, সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি সেই হরভজনের ৷ ভাজ্জির নামের পাশে যেমন রয়েছে টি20 এবং ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ড তেমনই তাঁর নামের পাশে রয়েছে মাঙ্কি গেট কাণ্ডও ৷ 2008 সালে সিডনি টেস্টে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি 'বাঁদর' বলে অপমান করেছেন সাইমন্ডসকে ৷ এই মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত ৷ পরে যদিও বিভিন্ন ইন্টারভিউতে ভাজ্জি জানান, তিনি 'মাঙ্কি' কথাটি বলেননি বরং পুরোটাই ছিল শোনার ভুল ৷

আরও পড়ুন: 'পতনটা ধীরে ধীরে হয়েছে', হোপদের ভালো খেলার অনুপ্রেরণা খুঁজতে বললেন বিশপ

কিন্তু হাজারো বিতর্ক নিশ্চয়ই আছে আর থাকবেও ৷ কিন্তু ইতিহাসের হলুদ পাতায় পাশাপাশি লেখা থাকবে সেই তরুণ স্পিনারের নাম যাঁর লেগস্টাম্পের বাইরে পিচ হওয়া দুসরা একদিন উড়িয়ে দিয়েছিল মাইকেল ক্লার্কের উইকেট ৷ এমনকী ঘরের মাঠেও যাঁর অফস্পিন সামলাতে ভয় পেতেন রিকিরা ৷

হায়দরাবাদ, 3 জুলাই: 'টার্বুনেটর', নামটা তাঁকে দেওয়া হয়েছিল অজি সংবাদ মাধ্যমের তরফে ৷ তাঁর বলের বাউন্স এবং টার্নের সামনে নাকানি চোবানি খেয়েছিলেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, স্টিভ ওয়ারা ৷ অস্ট্রেলিয়া আর হরভজন সিংহের সম্পর্ক কিছুটা ব্যতিক্রমী ৷ এই পঞ্জাবি স্পিনার বারবার জড়িয়েছেন বিতর্কে ৷ আর বারবার সেই বিতর্কের উলটোদিকে দেখা মিলেছে কোনও না কোনও অজি ক্রিকেটারের ৷ কখনও সেখানে দেখা মিলিছে রিকির, কখনও বা অ্যান্ড্রু সাইমন্ডসের ৷ তবে হ্য়াঁ বিতর্ক যতই হোক না কেন মানতেই হবে ভাজ্জির মতো ক্রিকেটার ভারতের ইতিহাসে বিরল ৷ আসুন তাঁর জন্মদিনে ফিরে দেখা সেই হরভজনকে যিনি কখনও 'দিলদার' কখনও আবার একটু 'রগচটা' ৷ কিন্তু সব মিলিয়ে 'সিং ইজ কিং' ৷

প্রথমবার, ভারতীয় দলে তিনি সুযোগ পেয়েছিলেন 1998 সালে ৷ আর কেরিয়ারের শুরুর দিকে জড়িয়েছিলেন বিতর্কেও ৷ উল্টোদিকে রিকি পন্টিং ৷ অজি ব্যাটসম্যানকে আউট করার পর তাঁকে ইঙ্গিতে মাঠের বাইরে চলে যেতে বলেন 17 বছর বয়সি এই তরুণ ৷ শুধু তাই নয়, রাগের মাথায় কিছু অভব্য কথাও বলেন ৷ পরে নিজেই ইন্টারভিউতে সেকথা স্বীকার করেছিলেন তিনি ৷ ফলে জরিমানার মুখে পড়তে হয় তাঁকে ৷ ব্যানও করা হয় এই তরুণ অফস্পিনারকে ৷

দু'বছর যেতে না যেতেই এনসিএ থেকেও বের করে দেওয়া হয় তাঁকে ৷ তখন বর্ষীয়াণ কোচ এরাপল্লি প্রসন্নের কাছে কোচিং নিচ্ছিলেন হরভজন ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি নিয়ম মানেন না, ওয়ার্ক আউটও ঠিক মতো করতে চান না আর শৃঙ্খলারও অভাব রয়েছে তাঁর মধ্যে ৷ দলে হয়তো হরভজনের আর ফেরা হতো না যদি না থাকতেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ হরভজন নিজেই জানিয়েছিলেন, সৌরভই তাঁকে দলে আসার জন্য আলাদা করে কথা বলেন ৷ 2001 সালে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই রাজার মতো ফিরলেন হরভজন ৷ শুধু কলকাতার হ্যাটট্রিক নয়, তিন টেস্টে নিলেন 32টি উইকেট ৷ যা আজও এক অনবদ্য রেকর্ড ৷

কিন্তু 103 টেস্টে 417টি উইকেট এবং একদিনের ম্যাচ ও টি 20 আন্তর্জাতিক মিলিয়ে আরও প্রায় 300 উইকেট রয়েছে যাঁর নামের পাশে, সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি সেই হরভজনের ৷ ভাজ্জির নামের পাশে যেমন রয়েছে টি20 এবং ওডিআই বিশ্বকাপ জয়ের রেকর্ড তেমনই তাঁর নামের পাশে রয়েছে মাঙ্কি গেট কাণ্ডও ৷ 2008 সালে সিডনি টেস্টে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি 'বাঁদর' বলে অপমান করেছেন সাইমন্ডসকে ৷ এই মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত ৷ পরে যদিও বিভিন্ন ইন্টারভিউতে ভাজ্জি জানান, তিনি 'মাঙ্কি' কথাটি বলেননি বরং পুরোটাই ছিল শোনার ভুল ৷

আরও পড়ুন: 'পতনটা ধীরে ধীরে হয়েছে', হোপদের ভালো খেলার অনুপ্রেরণা খুঁজতে বললেন বিশপ

কিন্তু হাজারো বিতর্ক নিশ্চয়ই আছে আর থাকবেও ৷ কিন্তু ইতিহাসের হলুদ পাতায় পাশাপাশি লেখা থাকবে সেই তরুণ স্পিনারের নাম যাঁর লেগস্টাম্পের বাইরে পিচ হওয়া দুসরা একদিন উড়িয়ে দিয়েছিল মাইকেল ক্লার্কের উইকেট ৷ এমনকী ঘরের মাঠেও যাঁর অফস্পিন সামলাতে ভয় পেতেন রিকিরা ৷

Last Updated : Jul 3, 2023, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.