ETV Bharat / sports

Sachin Statue at Wankhede: ওয়াংখেড়েতে সচিনের প্রমাণ আকৃতির মূর্তি, নভেম্বরেই উদ্বোধন

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 4:52 PM IST

ওয়াংখেড়ের ময়দানে সচিন তেন্ডুলকরের নামাঙ্কিত স্ট্যান্ডের পাশেই থাকবে তাঁর প্রমাণ মাপের একটি মূর্তি ৷ নভেম্বরেই মূর্তিটির উদ্বোধন করা হবে ৷ থাকবেন সচিন নিজেও ৷ এমনটাই জানাল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷

Statue of Sachin
সচিনের নামাঙ্কিত স্ট্যান্ডের পাশেই থাকবে লিটিল মাস্টারের মূর্তিও

মুম্বই, 20 অক্টোবর: ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ এবার সেই স্টেডিয়ামেই দেখা যাবে মাস্টার ব্লাস্টারের প্রমাণ মাপের একটি মুর্তি ৷ এর আগেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে সচিনের নামে ৷ আগামী নভেম্বরেই উদ্বোধন করা হবে লিটল মাস্টারের মুর্তিটিরও ৷

ক্রিকেটে তাঁর বিপুল অবদানের জন্য় ইতিমধ্যেই সচিনকে ভূষিত করা হয়েছে ভারতরত্ন পুরস্কারে ৷ ক্রিকেটের এই কিংবদন্তি সম্মান জানাতে এবার তাঁর প্রমাণ মাপের মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে ইটিভি ভারতকে জানান, 1 নভেম্বর মূর্তিটি উদ্বোধন করা হবে ৷ সচিনের নামাঙ্কিত স্ট্যান্ডের পাশেই থাকবে তাঁর মূর্তিটি ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লিটিল মাস্টার নিজেও ৷ যদিও এর আগে মাস্টার ব্লাস্টারের জন্মদিনেই এই মূর্তি উদ্বোধনের কথা ছিল ৷ তবে তা সম্ভব হয়নি ৷ এবার সামনে এল মূর্তি উন্মোচনের নতুন দিনক্ষণ ৷

সচিনের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ এই মাঠেই 28 বছরের খরা কাটিয়ে আইসিসি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল ৷ আর তারপর সচিনকে কাঁধে তুলে সারা মাঠ ঘুরেছিলেন বিরাট কোহলিরা ৷ সেদিন ক্রিকেট ঈশ্বরের জীবনের একটি বৃত্ত পূর্ণ হয়েছিল এই স্টেডিয়ামে ৷ প্রতিটি ক্রিকেটপ্রেমীর জীবনে আজও স্মরণীয় হয়ে আছে এই ঘটনা ৷

1991 সালে এই মাঠেই রঞ্জি ফাইনাল খেলেছিলেন সচিন ৷ প্রথম ইনিংসে 47 এবং দ্বিতীয় ইনিংসে চোখ ধাঁধানো 96 রানের ইনিংস খেলেছিলেন ক্রিকেটের ঈশ্বর ৷ যার জেরে ট্রফি জয় করেছিল মুম্বই ৷ আবার জীবনের শেষ টেস্ট ম্যাচটিও খেলেছিলেন এই মাঠেই ৷ সালটা ছিল 2013 ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচেও 74 রানের অপূর্ব ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ সচিনের আবেগি ভাষণ সেদিন চোখে জল এনে দিয়েছিল অনুরাগীদের ৷

আরও পড়ুন: গোড়ালির চোটে নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক, বড় ম্যাচের আগে ধাক্কা ভারতীয় দলে

জীবনের ওঠা পড়ার নানান মুহূর্তের সঙ্গে এভাবেই একটি ময়দান জড়িয়ে যায় ক্রিকেটারদের জীবনের সঙ্গে ৷ ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে গেলে প্রথমেই প্রয়োজন বাঈশ গজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা ৷ মুম্বইয়ের শিবাজী পার্কে কোচ রমাকান্ত আচরেকরের হাত ধরে সেই বন্ধুত্বই শুরু করেছিলেন সচিন ৷ আর সেই যাত্রাই শেষ হয়েছিল 2013 সালে ৷ এবার আবার একবার সচিনকে দেখা যাবে তাঁর প্রিয় স্টেডিয়ামে ৷

মুম্বই, 20 অক্টোবর: ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ এবার সেই স্টেডিয়ামেই দেখা যাবে মাস্টার ব্লাস্টারের প্রমাণ মাপের একটি মুর্তি ৷ এর আগেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে সচিনের নামে ৷ আগামী নভেম্বরেই উদ্বোধন করা হবে লিটল মাস্টারের মুর্তিটিরও ৷

ক্রিকেটে তাঁর বিপুল অবদানের জন্য় ইতিমধ্যেই সচিনকে ভূষিত করা হয়েছে ভারতরত্ন পুরস্কারে ৷ ক্রিকেটের এই কিংবদন্তি সম্মান জানাতে এবার তাঁর প্রমাণ মাপের মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ৷ শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি অমল কালে ইটিভি ভারতকে জানান, 1 নভেম্বর মূর্তিটি উদ্বোধন করা হবে ৷ সচিনের নামাঙ্কিত স্ট্যান্ডের পাশেই থাকবে তাঁর মূর্তিটি ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লিটিল মাস্টার নিজেও ৷ যদিও এর আগে মাস্টার ব্লাস্টারের জন্মদিনেই এই মূর্তি উদ্বোধনের কথা ছিল ৷ তবে তা সম্ভব হয়নি ৷ এবার সামনে এল মূর্তি উন্মোচনের নতুন দিনক্ষণ ৷

সচিনের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম ৷ এই মাঠেই 28 বছরের খরা কাটিয়ে আইসিসি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল ৷ আর তারপর সচিনকে কাঁধে তুলে সারা মাঠ ঘুরেছিলেন বিরাট কোহলিরা ৷ সেদিন ক্রিকেট ঈশ্বরের জীবনের একটি বৃত্ত পূর্ণ হয়েছিল এই স্টেডিয়ামে ৷ প্রতিটি ক্রিকেটপ্রেমীর জীবনে আজও স্মরণীয় হয়ে আছে এই ঘটনা ৷

1991 সালে এই মাঠেই রঞ্জি ফাইনাল খেলেছিলেন সচিন ৷ প্রথম ইনিংসে 47 এবং দ্বিতীয় ইনিংসে চোখ ধাঁধানো 96 রানের ইনিংস খেলেছিলেন ক্রিকেটের ঈশ্বর ৷ যার জেরে ট্রফি জয় করেছিল মুম্বই ৷ আবার জীবনের শেষ টেস্ট ম্যাচটিও খেলেছিলেন এই মাঠেই ৷ সালটা ছিল 2013 ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচেও 74 রানের অপূর্ব ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ সচিনের আবেগি ভাষণ সেদিন চোখে জল এনে দিয়েছিল অনুরাগীদের ৷

আরও পড়ুন: গোড়ালির চোটে নিউজিল্যান্ড ম্যাচে নেই হার্দিক, বড় ম্যাচের আগে ধাক্কা ভারতীয় দলে

জীবনের ওঠা পড়ার নানান মুহূর্তের সঙ্গে এভাবেই একটি ময়দান জড়িয়ে যায় ক্রিকেটারদের জীবনের সঙ্গে ৷ ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে গেলে প্রথমেই প্রয়োজন বাঈশ গজের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা ৷ মুম্বইয়ের শিবাজী পার্কে কোচ রমাকান্ত আচরেকরের হাত ধরে সেই বন্ধুত্বই শুরু করেছিলেন সচিন ৷ আর সেই যাত্রাই শেষ হয়েছিল 2013 সালে ৷ এবার আবার একবার সচিনকে দেখা যাবে তাঁর প্রিয় স্টেডিয়ামে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.