ETV Bharat / sports

Split Captaincy: ভারতীয় দলকে টি-20 বিশ্বকাপে মনোসংযোগ করতে দেওয়া হোক, আর্জি রাজীব শুক্লার - সৌরভ গঙ্গোপাধ্যায়

গুজবের বদলে ভারতীয় দলকে ক্রিকেটে মনোসংযোগ করতে দেওয়ার আর্জি জানালেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ তিনি স্পষ্ট করে দিলেন, টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে ভারতের পৃথক অধিনায়কের খবরের কোনও সত্যতা নেই ৷

Split Captaincy
ভারতীয় দলকে টি-20 বিশ্বকাপে মনোসংযোগ করতে দেওয়া হোক, আর্জি রাজীব শুক্লার
author img

By

Published : Sep 14, 2021, 2:19 PM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর : সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক বদলের গুজব নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ ক্ষোভপ্রকাশ করে তিনি জানালেন, এখন টি-20 বিশ্বকাপে ভারতীয় দলকে মনোসংযোগ করে দেওয়া উচিত ৷ এই সময় এমন খবর প্রচার হলে ক্রিকেটারদের মনোসংযোগে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজীব শুক্লা ৷ প্রসঙ্গত, দু’দিন আগে বিসিসিআই’র এক সূত্র মারফত দাবি করা হয়েছিল, টি-20 বিশ্বকাপের পর ভারতের সীমিত ওভারের ক্রিকেটের জন্য অধিনায়ক বদল করা হতে পারে ৷ আর সেই সিদ্ধান্ত খোদ অধিনায়ক বিরাট কোহলির বলে জানিয়েছিল ওই সূত্র ৷ বলা হয়েছিল, কোহলি নিজের ব্যাটিং পারফরমেন্সে উন্নতি করতে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে চান ৷

এই খবর প্রচার হতেই, বিসিসিআই’র তরফে বিষয়টিতে হস্তক্ষেপ করা হয় ৷ প্রথমে আসরে নামেন, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ তিনি জানিয়ে দেন, ভারতীয় বোর্ডের তরফে অধিনায়কত্ব ভাগাভাগি নিয়ে কোনও বৈঠক বা আলোচনা হয়নি ৷ পরবর্তী সময়ে বিসিসিআই সচিব জয় শাহ ময়দানে নামেন ৷ তিনি সংবাদ সংস্থাকে জানিয়ে দেন, বিরাট কোহলি সব ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক থাকবেন ৷ আর তার সবচেয়ে বড় কারণ, বিরাটের নেতৃত্বে ভারতের ভাল পারফরমেন্স ৷

গোটা বিষয়টি নিয়ে এবার রাজীব শুক্লাও কিছুটা ক্ষুব্ধ ৷ তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, এই গুজবের কোনও সত্যতা নেই ৷ এই মুহূর্তে দলের আসন্ন টি-20 বিশ্বকাপে মনোসংযোগ করা দরকার ৷ নাকি এই সমস্ত ভুয়ো খবরে ৷ তিনি বলেন, ‘‘এই গুজবের কোনও সত্যতা নেই ৷ অনুমানের খেলা না খেলে এবং ভবিষ্যৎ নিয়ে না ভেবে, টি-20 বিশ্বকাপে মনোসংযোগ করা উচিত ৷ দ্বৈত অধিনায়কত্ব নিয়ে কোনও কথাই হয়নি ৷’’ প্রসঙ্গত, গত বুধবার জাতীয় নির্বাচকরা টি-20 বিশ্বকাপের দল বাছাই করেছেন ৷ যেখানে সীমিত ওভারে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার পরামর্শ নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে ৷ আর সেখান থেকেই বিশ্বকাপের পর দ্বৈত অধিনায়কত্বের আলোচনা আরও জোরদার হয়েছে ৷

আরও পড়ুন: আগামী বছর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দুটি টি-20 খেলার প্রস্তাব বিসিসিআই-এর

প্রসঙ্গত, সেই দল নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল রবিচন্দ্রন অশ্বিনের সীমিত ওভারে ভারতীয় দলে ফিরে আসা ৷ যেখানে রবিচন্দ্রন অশ্বিন শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন 2017 সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ আর রেগুলার স্পিনার হয়েও যুজবেন্দ্র চহালের দল থেকে বাদ পরা সবচেয়ে বড় চমক ছিল এবারের নির্বাচনে ৷ সেই সঙ্গে ভারতীয় দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে জুড়ে দেওয়া আরও বড় চমক ৷ মনে করা হচ্ছে, সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটের টুর্নাংমেন্টে জয়ের দোরগোড়া থেকে ভারতের হার বোর্ডকে ভাবাচ্ছে ৷ আর তাই ভারতীয় দলের সঙ্গে ধোনিকে জুড়ে দেওয়ার এই মাস্টার স্ট্রোক বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বলেই ক্রিকেটমহলে গুঞ্জন ৷

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর : সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক বদলের গুজব নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা ৷ ক্ষোভপ্রকাশ করে তিনি জানালেন, এখন টি-20 বিশ্বকাপে ভারতীয় দলকে মনোসংযোগ করে দেওয়া উচিত ৷ এই সময় এমন খবর প্রচার হলে ক্রিকেটারদের মনোসংযোগে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজীব শুক্লা ৷ প্রসঙ্গত, দু’দিন আগে বিসিসিআই’র এক সূত্র মারফত দাবি করা হয়েছিল, টি-20 বিশ্বকাপের পর ভারতের সীমিত ওভারের ক্রিকেটের জন্য অধিনায়ক বদল করা হতে পারে ৷ আর সেই সিদ্ধান্ত খোদ অধিনায়ক বিরাট কোহলির বলে জানিয়েছিল ওই সূত্র ৷ বলা হয়েছিল, কোহলি নিজের ব্যাটিং পারফরমেন্সে উন্নতি করতে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে চান ৷

এই খবর প্রচার হতেই, বিসিসিআই’র তরফে বিষয়টিতে হস্তক্ষেপ করা হয় ৷ প্রথমে আসরে নামেন, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷ তিনি জানিয়ে দেন, ভারতীয় বোর্ডের তরফে অধিনায়কত্ব ভাগাভাগি নিয়ে কোনও বৈঠক বা আলোচনা হয়নি ৷ পরবর্তী সময়ে বিসিসিআই সচিব জয় শাহ ময়দানে নামেন ৷ তিনি সংবাদ সংস্থাকে জানিয়ে দেন, বিরাট কোহলি সব ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক থাকবেন ৷ আর তার সবচেয়ে বড় কারণ, বিরাটের নেতৃত্বে ভারতের ভাল পারফরমেন্স ৷

গোটা বিষয়টি নিয়ে এবার রাজীব শুক্লাও কিছুটা ক্ষুব্ধ ৷ তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, এই গুজবের কোনও সত্যতা নেই ৷ এই মুহূর্তে দলের আসন্ন টি-20 বিশ্বকাপে মনোসংযোগ করা দরকার ৷ নাকি এই সমস্ত ভুয়ো খবরে ৷ তিনি বলেন, ‘‘এই গুজবের কোনও সত্যতা নেই ৷ অনুমানের খেলা না খেলে এবং ভবিষ্যৎ নিয়ে না ভেবে, টি-20 বিশ্বকাপে মনোসংযোগ করা উচিত ৷ দ্বৈত অধিনায়কত্ব নিয়ে কোনও কথাই হয়নি ৷’’ প্রসঙ্গত, গত বুধবার জাতীয় নির্বাচকরা টি-20 বিশ্বকাপের দল বাছাই করেছেন ৷ যেখানে সীমিত ওভারে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার পরামর্শ নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে ৷ আর সেখান থেকেই বিশ্বকাপের পর দ্বৈত অধিনায়কত্বের আলোচনা আরও জোরদার হয়েছে ৷

আরও পড়ুন: আগামী বছর ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দুটি টি-20 খেলার প্রস্তাব বিসিসিআই-এর

প্রসঙ্গত, সেই দল নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল রবিচন্দ্রন অশ্বিনের সীমিত ওভারে ভারতীয় দলে ফিরে আসা ৷ যেখানে রবিচন্দ্রন অশ্বিন শেষ টি-20 ম্যাচ খেলেছিলেন 2017 সালের জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ আর রেগুলার স্পিনার হয়েও যুজবেন্দ্র চহালের দল থেকে বাদ পরা সবচেয়ে বড় চমক ছিল এবারের নির্বাচনে ৷ সেই সঙ্গে ভারতীয় দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে জুড়ে দেওয়া আরও বড় চমক ৷ মনে করা হচ্ছে, সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটের টুর্নাংমেন্টে জয়ের দোরগোড়া থেকে ভারতের হার বোর্ডকে ভাবাচ্ছে ৷ আর তাই ভারতীয় দলের সঙ্গে ধোনিকে জুড়ে দেওয়ার এই মাস্টার স্ট্রোক বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বলেই ক্রিকেটমহলে গুঞ্জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.