ETV Bharat / sports

ICC World Cup 2023: ভারতের বিশ্বকাপ জয় নিয়ে আশাবাদী লালচাঁদ, বাড়তি প্রত্যাশা শুভমনকে নিয়ে - লালজি

Lalchand Rajput is expecting more from Shubman Gill in Cricket World Cup: ভারত বিশ্বকাপ জিতবে বলেই বিশ্বাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুতের ৷ আর এই বিশ্বাসের পিছনে অন্যতম কারণ, ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটারের বর্তমান ফর্ম ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন লালজি ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 7:02 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এবার বিশ্বকাপ জিতবেই ৷ এমনটাই বিশ্বাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুতের ৷ তবে, তার জন্য ভারতীয় দলকে তাদের প্রধান তিন পেসারকে খেলাতে হবে বলে মত 2007 টি-20 বিশ্বকাপ জয়ী দলের ম্যানেজারের ৷ আগামী 5 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ৷ 8 অক্টোবর চেন্নাইয়ে ভারতের প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ এই টুর্নামেন্টে শুভমন গিলের থেকে বাড়তি প্রত্যাশা রাখছেন 2007 টি20 বিশ্বকাপ জয়ী দলের ম্য়ানেজার ৷

ভারতীয় টিম ম্যানেজমেন্ট লম্বা ব্যাটিং লাইন-আপ চাইছে না ৷ এই যুক্তিতে শার্দূল ঠাকুরকে প্রথম একাদশে খেলিয়ে চলেছে ভারতীয় দল ৷ কিন্তু, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত মনে করেন, "ভারতের তিন পেসার মহম্মদ শামির সঙ্গে মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাকে খেলানো উচিত ৷ আমি বুঝতে পারছি, দল আট নম্বরে এমন একজনকে চাইছে, যিনি বলের পাশাপাশি ব্যাটটাও করতে পারে ৷ কিন্তু, তোমার কাছে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা রয়েছে, যাঁরা সাত নম্বর পর্যন্ত ব্যাট করতে পারেন ৷ সেখানে ভারত যদি মাত্র দু’জন ফাস্ট বোলার খেলায় তাহলে, তিন নম্বর স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন আটে ব্যাট করতে পারবে ৷"

তবে, এই আট নম্বরে অলরাউন্ডার না পরিপূর্ণ বোলার খেলানো হবে? এই তর্কের মধ্যেও লালজি বিশ্বাস করেন, ভারত 2023 সালের আইসিসি বিশ্বকাপ জিতবে ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি ভারত 2023 বিশ্বকাপ জিতবে ৷ সম্প্রতি ওরা যে স্তরের ক্রিকেট খেলেছে ৷ বিশেষত, এশিয়া কাপ ফাইনালে জিতেছে ৷ আমরা সম্পূর্ণভাবে প্রতিপক্ষকে ছাপিয়ে গিয়ে মাত্র আড়াই ঘণ্টায় খেলা শেষ করে দিয়েছিলাম ৷ এর পাশাপাশি এই প্লেয়ারগুলিকে একটা দল হিসেবে খেলতে দেখছি ৷ ওরা সবাই বিশ্বকাপ ট্রফিটা জেতার জন্য ক্ষুধার্থ ৷’’

আরও পড়ুন: 'এটাই আমার শেষ বিশ্বকাপ', ঘোষণা অশ্বিনের

লালচাঁদ রাজপুত যিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৷ তিনি মনে করেন, শুভমন গিলের উপর এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর থাকবে ৷ ক্রিকেট টিম গেম হলেও, ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারের থেকে বাড়তি কিছু আশা করছেন তিনি ৷ লালজি বলেন, ‘‘গিল অসাধারণ ফর্মে রয়েছেন ৷ বিরাট এবং কেএল এশিয়া কাপে সেঞ্চুরি করেছেন ৷ রোহিতও দুরন্ত ছন্দে আছেন ৷ সম্প্রতি শ্রেয়স আইয়ার ভালো ব্যাট করেছেন ৷ কিন্তু, আমার শুভমন গিলের থেকে বিশ্বকাপে অনেক বেশি প্রত্যাশা রয়েছে ৷’’

তবে, ভারতীয় ক্রিকেটারদের আসল পরীক্ষা নকআউটে হবে বলে মনে করছেন লালচাঁদ রাজপুত ৷ সেখানে ক্রিকেটারদের নিজেদের সেরাটা দেওয়ার কথা বলেছেন তিনি ৷ ভারত সেমিফাইনালে উঠবে বলেই বিশ্বাস তাঁর ৷ তবে, নকআউটের এই ম্যাচকে আর পাঁচটা সাধারণ ম্যাচ মনে করেই খেলার পক্ষপাতী তিনি ৷ তা না হলে, প্রত্যাশার চাপ খেলায় পড়তে বাধ্য বলে জানান লালচাঁদ রাজপুত ৷

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল এবার বিশ্বকাপ জিতবেই ৷ এমনটাই বিশ্বাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুতের ৷ তবে, তার জন্য ভারতীয় দলকে তাদের প্রধান তিন পেসারকে খেলাতে হবে বলে মত 2007 টি-20 বিশ্বকাপ জয়ী দলের ম্যানেজারের ৷ আগামী 5 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ৷ 8 অক্টোবর চেন্নাইয়ে ভারতের প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ এই টুর্নামেন্টে শুভমন গিলের থেকে বাড়তি প্রত্যাশা রাখছেন 2007 টি20 বিশ্বকাপ জয়ী দলের ম্য়ানেজার ৷

ভারতীয় টিম ম্যানেজমেন্ট লম্বা ব্যাটিং লাইন-আপ চাইছে না ৷ এই যুক্তিতে শার্দূল ঠাকুরকে প্রথম একাদশে খেলিয়ে চলেছে ভারতীয় দল ৷ কিন্তু, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত মনে করেন, "ভারতের তিন পেসার মহম্মদ শামির সঙ্গে মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাকে খেলানো উচিত ৷ আমি বুঝতে পারছি, দল আট নম্বরে এমন একজনকে চাইছে, যিনি বলের পাশাপাশি ব্যাটটাও করতে পারে ৷ কিন্তু, তোমার কাছে হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা রয়েছে, যাঁরা সাত নম্বর পর্যন্ত ব্যাট করতে পারেন ৷ সেখানে ভারত যদি মাত্র দু’জন ফাস্ট বোলার খেলায় তাহলে, তিন নম্বর স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন আটে ব্যাট করতে পারবে ৷"

তবে, এই আট নম্বরে অলরাউন্ডার না পরিপূর্ণ বোলার খেলানো হবে? এই তর্কের মধ্যেও লালজি বিশ্বাস করেন, ভারত 2023 সালের আইসিসি বিশ্বকাপ জিতবে ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি ভারত 2023 বিশ্বকাপ জিতবে ৷ সম্প্রতি ওরা যে স্তরের ক্রিকেট খেলেছে ৷ বিশেষত, এশিয়া কাপ ফাইনালে জিতেছে ৷ আমরা সম্পূর্ণভাবে প্রতিপক্ষকে ছাপিয়ে গিয়ে মাত্র আড়াই ঘণ্টায় খেলা শেষ করে দিয়েছিলাম ৷ এর পাশাপাশি এই প্লেয়ারগুলিকে একটা দল হিসেবে খেলতে দেখছি ৷ ওরা সবাই বিশ্বকাপ ট্রফিটা জেতার জন্য ক্ষুধার্থ ৷’’

আরও পড়ুন: 'এটাই আমার শেষ বিশ্বকাপ', ঘোষণা অশ্বিনের

লালচাঁদ রাজপুত যিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৷ তিনি মনে করেন, শুভমন গিলের উপর এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর থাকবে ৷ ক্রিকেট টিম গেম হলেও, ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটারের থেকে বাড়তি কিছু আশা করছেন তিনি ৷ লালজি বলেন, ‘‘গিল অসাধারণ ফর্মে রয়েছেন ৷ বিরাট এবং কেএল এশিয়া কাপে সেঞ্চুরি করেছেন ৷ রোহিতও দুরন্ত ছন্দে আছেন ৷ সম্প্রতি শ্রেয়স আইয়ার ভালো ব্যাট করেছেন ৷ কিন্তু, আমার শুভমন গিলের থেকে বিশ্বকাপে অনেক বেশি প্রত্যাশা রয়েছে ৷’’

তবে, ভারতীয় ক্রিকেটারদের আসল পরীক্ষা নকআউটে হবে বলে মনে করছেন লালচাঁদ রাজপুত ৷ সেখানে ক্রিকেটারদের নিজেদের সেরাটা দেওয়ার কথা বলেছেন তিনি ৷ ভারত সেমিফাইনালে উঠবে বলেই বিশ্বাস তাঁর ৷ তবে, নকআউটের এই ম্যাচকে আর পাঁচটা সাধারণ ম্যাচ মনে করেই খেলার পক্ষপাতী তিনি ৷ তা না হলে, প্রত্যাশার চাপ খেলায় পড়তে বাধ্য বলে জানান লালচাঁদ রাজপুত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.