ETV Bharat / sports

ম্যাচ প্র্যাকটিসে না থাকা ভোগাতে পারে বিরাটদের : দিলীপ বেঙ্গসরকর - দিলীপ বেঙ্গসরকর

বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর ৷ কারণ হিসেবে নিউজিল্যান্ডের ম্যাচ প্র্য়াকটিসের প্রসঙ্গটিকে তুলে ধরেছেন তিনি ৷

lack-of-match-practice-may-hurt-even-world-class-players-like-virat kohli-Rohit Sharma-Dilip vengsarkar
ম্যাচ প্র্যাকটিস না থাকা ভোগাতে পারে বিরাট এবং রোহিতদের : দিলীপ বেঙ্গসরকর
author img

By

Published : Jun 6, 2021, 7:00 PM IST

মুম্বই, 6 জুন : ম্যাচ না খেলার ফলে বিরাট এবং রোহিতের মতো সেরা ক্রিকেটারদেরও সমস্যায় ফেলবে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্গসরকর জানিয়েছেন, বিরাট কোহলি অনেকদিন ধরে খেলছেন ৷ এই মুহূর্তের বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি ৷ কিন্তু, তা সত্ত্বেও ম্যাচ প্র্যাকটিস না থাকাটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে ধাক্কা দিতে পারে ৷ একই কথা তিনি বলেছেন রোহিত শর্মার ক্ষেত্রেও ৷

বিরাট ও রোহিতকে নিয়ে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, ‘‘এটা খুব ভাল বিষয় যে দু’জনেই ফর্মে রয়েছেন ৷ তবে, আমি মনে করি, তা সত্ত্বেও ম্যাচ প্র্যাকটিস না থাকাটা টেস্টে বড় ধাক্কা দিতে পারে’’ ৷ সেই সঙ্গে 18 জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেঙ্গসরকর নিউজিল্যান্ডকে অনেকটাই এগিয়ে রাখছেন ৷

আরও পড়ুন : 33 পূর্ণ রাহানের, জন্মদিনে ক্রিকেট বিশ্বের শুভেচ্ছায় ভাসলেন মুম্বইকর

এ নিয়ে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান জানিয়েছেন, ভারত খুব ভাল দল এবং সেই সঙ্গে দুর্দান্ত ফর্মে রয়েছে ৷ কিন্তু, বেশি সুবিধা পাবে নিউজিল্যান্ড ৷ তাদের দলে উচ্চদরের ক্রিকেটার খুব কম রয়েছে ৷ এছাড়াও ফাইনালের আগে তারা দু’টো ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাচ্ছে ৷ তারা মাঠের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেবে বলে মনে করেন দিলীপ বেঙ্গসরকর ৷

মুম্বই, 6 জুন : ম্যাচ না খেলার ফলে বিরাট এবং রোহিতের মতো সেরা ক্রিকেটারদেরও সমস্যায় ফেলবে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক দিলীপ বেঙ্গসরকর ৷ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্গসরকর জানিয়েছেন, বিরাট কোহলি অনেকদিন ধরে খেলছেন ৷ এই মুহূর্তের বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি ৷ কিন্তু, তা সত্ত্বেও ম্যাচ প্র্যাকটিস না থাকাটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে ধাক্কা দিতে পারে ৷ একই কথা তিনি বলেছেন রোহিত শর্মার ক্ষেত্রেও ৷

বিরাট ও রোহিতকে নিয়ে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, ‘‘এটা খুব ভাল বিষয় যে দু’জনেই ফর্মে রয়েছেন ৷ তবে, আমি মনে করি, তা সত্ত্বেও ম্যাচ প্র্যাকটিস না থাকাটা টেস্টে বড় ধাক্কা দিতে পারে’’ ৷ সেই সঙ্গে 18 জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেঙ্গসরকর নিউজিল্যান্ডকে অনেকটাই এগিয়ে রাখছেন ৷

আরও পড়ুন : 33 পূর্ণ রাহানের, জন্মদিনে ক্রিকেট বিশ্বের শুভেচ্ছায় ভাসলেন মুম্বইকর

এ নিয়ে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান জানিয়েছেন, ভারত খুব ভাল দল এবং সেই সঙ্গে দুর্দান্ত ফর্মে রয়েছে ৷ কিন্তু, বেশি সুবিধা পাবে নিউজিল্যান্ড ৷ তাদের দলে উচ্চদরের ক্রিকেটার খুব কম রয়েছে ৷ এছাড়াও ফাইনালের আগে তারা দু’টো ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাচ্ছে ৷ তারা মাঠের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেবে বলে মনে করেন দিলীপ বেঙ্গসরকর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.