মুম্বই, 29 এপ্রিল : কোনও দৈবশক্তি ভর না-করলে 2022 আইপিএলে প্লে-অফের আশা মোটামুটি শেষ নাইটদের ৷ প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে সাড়া জাগিয়ে শুরু করলেও টানা পাঁচ ম্যাচ হেরে আঁধারে কেকেআর ৷ বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের কাছে বেগুনি শিবিরের হার 4 উইকেটে ৷ যা পরিস্থিতি তাতে শেষ পাঁচ ম্যাচে জিতে নাইটরা সমীকরণ বদলে দেবে, তেমন আশা রাখছেন না অনুরাগীরা ৷ বাকি দলগুলো নাইটদের সহজে সেই রাস্তা করে দেবে তেমনটা ভাবাও বোকামি ৷
সে যাইহোক, টানা পঞ্চম হারে কলকাতা শিবিরকে ফের জবাব দিয়ে গেলেন প্রাক্তনী কুলদীপ যাদব (Kuldeep Yadav heroics helps DC to beat KKR by 4 wickets) ৷ প্রথম লেগের ম্যাচের পর দ্বিতীয় লেগের ম্যাচেও চার উইকেট নিয়ে পুরনো দলের কোমর ভাঙলেন চায়নাম্যান বোলার ৷ যোগ্য সঙ্গত মুস্তাফিজুর রহমানের ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার 42 (37), নীতিশ রানা 57 (34), রিঙ্কু সিং 23 (16) ছাড়া দু'অঙ্কের ঘরে পৌঁছতে ব্যর্থ বাকিরা ৷ সবমিলিয়ে এদিন প্রথমে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 146 রান তোলে দু'বারের চ্যাম্পিয়নরা ৷
কুলদীপ নেন 14 রানে 4 উইকেট (Kuldeep takes 4 wickets) ৷ যার মধ্যে শূন্য রানে তাঁর শিকার আন্দ্রে রাসেল ৷ ফিজ নেন 18 রানে 3 উইকেট ৷ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় দিল্লিও ৷ ডেভিড ওয়ার্নারের ঝোড়ো 26 বলে 42 সত্ত্বেও 84 রানে 5 উইকেট খুইয়ে বসে তারা ৷ তবে রোভম্যান পাওয়েলের 16 বলে অপরাজিত 33 রান বৈতরণী পার করতে সাহায্য করে ৷ পাওয়েলের সঙ্গে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে অক্ষর প্যাটেলের 17 বলে 24 রানও উল্লেখযোগ্য ভূমিকা নেয় ৷
আরও পড়ুন : বল হাতে দুরন্ত ‘প্রাক্তনী’, শ্রেয়স-রানার ব্যাটে লড়াকু জায়গায় নাইটরা
এক ওভার বাকি থাকতেই 6 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ৷ 24 রানে 3 উইকেট নেওয়া উমেশ যাদবের প্রচেষ্টা বিফলে যায় ৷ 9 ম্যাচে মাত্র 8 পয়েন্ট নিয়ে আপাতত আটে নাইটরা ৷ অন্যদিকে অষ্টম ম্যাচে চতুর্থ জয় তুলে নিয়ে প্লে-অফের লড়াইয়ে রইল পন্থের দল ৷