ETV Bharat / sports

IPL 2021 MI vs KKR : টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের - IPL 2021

আইপিএলের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের ৷ দল অপরিবর্তিত রয়েছে কেকেআরের ৷

IPL 2021 MI vs KKR
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেকেআরের
author img

By

Published : Sep 23, 2021, 7:18 PM IST

Updated : Sep 23, 2021, 10:19 PM IST

আবুধাবি, 23 সেপ্টেম্বর: আইপিএলে দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স ৷ আগের ম্যাচে বিরাটদের 92 রানে গুটিয়ে দেয় ইয়ন মরগ্যানের ছেলেরা ৷ এই ম্যাচ জিতলেই চার নম্বরে উঠে আসবে নাইটরা ৷ দল অপরিবর্তিত রয়েছে কেকেআরের ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স ৷ আরসিবিকে হারিয়ে বেশ উজ্জীবিত রয়েছে নাইট শিবির ৷ অন্যদিকে মরু শহরে প্রথম ম্যাচেই হার হজম করতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ আজ চলতি আইপিএলের 29তম ম্যাচে রোহিত ব্রিগেডের মুখোমুখি হতে চলেছে মরগ্যান বাহিনী । প্রথম ম্যাচেই ড্রিম ডেবিউ দেখিয়েছিলেন ভেঙ্কটেশ্বর আইয়ার ৷ তার 27 বলে 41 রান করে সহজেই ম্যাচ পকেটে পুড়েছিল নাইটবাহিনী ৷ তবে আজকের আইয়ার আবারও জ্বলে উঠতে পারে কিনা সেটাই দেখার ৷

আরও পড়ুন: জয়ের অঙ্ক কষছে নাইটরা, মুম্বইয়ের প্রথম একাদশে কি ফিরছেন রোহিত ?

কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন শুভমন গিল, ভেঙ্কটেশ্বর আইয়ার, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং প্রসিধ কৃষ্ণা ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন রোহিত শর্মা, কুউন্টন ডিকক, সূর্যকুমার যাদব, ইশান কিসান, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, অ্যাডাম মিলনি, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ৷

আবুধাবি, 23 সেপ্টেম্বর: আইপিএলে দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স ৷ আগের ম্যাচে বিরাটদের 92 রানে গুটিয়ে দেয় ইয়ন মরগ্যানের ছেলেরা ৷ এই ম্যাচ জিতলেই চার নম্বরে উঠে আসবে নাইটরা ৷ দল অপরিবর্তিত রয়েছে কেকেআরের ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা ৷

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স ৷ আরসিবিকে হারিয়ে বেশ উজ্জীবিত রয়েছে নাইট শিবির ৷ অন্যদিকে মরু শহরে প্রথম ম্যাচেই হার হজম করতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে ৷ আজ চলতি আইপিএলের 29তম ম্যাচে রোহিত ব্রিগেডের মুখোমুখি হতে চলেছে মরগ্যান বাহিনী । প্রথম ম্যাচেই ড্রিম ডেবিউ দেখিয়েছিলেন ভেঙ্কটেশ্বর আইয়ার ৷ তার 27 বলে 41 রান করে সহজেই ম্যাচ পকেটে পুড়েছিল নাইটবাহিনী ৷ তবে আজকের আইয়ার আবারও জ্বলে উঠতে পারে কিনা সেটাই দেখার ৷

আরও পড়ুন: জয়ের অঙ্ক কষছে নাইটরা, মুম্বইয়ের প্রথম একাদশে কি ফিরছেন রোহিত ?

কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন শুভমন গিল, ভেঙ্কটেশ্বর আইয়ার, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, আন্দ্রে রাসেল, ইয়ন মরগ্যান, দীনেশ কার্তিক, সুনীল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং প্রসিধ কৃষ্ণা ৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স দলে রয়েছেন রোহিত শর্মা, কুউন্টন ডিকক, সূর্যকুমার যাদব, ইশান কিসান, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, অ্যাডাম মিলনি, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ৷

Last Updated : Sep 23, 2021, 10:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.