ETV Bharat / sports

Los Angeles Cricket Stadium : লস এঞ্জেলেসে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম গড়ছে নাইট গ্রুপ

author img

By

Published : Apr 30, 2022, 9:38 AM IST

আন্তর্জাতিক ক্ষেত্রে টি-20 ক্রিকেটের বাণিজ্যিকীকরণে অন্যতম বড় ভূমিকা নিয়েছে নাইট গোষ্ঠী ৷ মেজর লিগ ক্রিকেট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পেশাদার টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ৷ নাইটরা সেই লিগের অন্যতম প্রতিষ্ঠাতা-বিনিয়োগকারী (Knight Riders Group to build Cricket Stadium) ৷

Los Angeles Stadium
ক্রিকেট স্টেডিয়াম গড়ছে নাইট গ্রুপ

মুম্বই, 30 এপ্রিল : লক্ষ্য ক্রিকেটের সম্প্রসার ঘটানো ৷ সেই লক্ষ্যেই এবার মার্কিন মুলুকে স্টেডিয়াম গড়ছে নাইট গ্রুপ ৷ কেআরজি এবং সিটি অফ আরভিনের সঙ্গে অংশীদারিত্বে মেজর লিগ ক্রিকেট (Major League Cricket) একটি এক্সক্লুসিভ নেগোসিয়েটিং এগ্রিমেন্টের কথা ঘোষণা করেছে (KRG to build cricket stadium in Los Angeles) ৷

তাতে বলা হয়েছে, লস এঞ্জেলেসের গ্রেট পার্কে 15 একর জমির উপর একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য লিজ এবং নকশা অনুমোদন সংক্রান্ত আলোচনা করা হবে ৷ এই প্রজেক্টে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে ৷ স্টেডিয়ামের ডিজাইন করবেন বিখ্যাত আর্কিটেকচার ফার্ম এইচকেএস ৷

গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে টি-20 ক্রিকেটের বাণিজ্যিকীকরণে অন্যতম বড় ভূমিকা নিয়েছে নাইট গোষ্ঠী ৷ মার্কিন মুলুকে মেজর লিগ সকারের আদলে মেজর লিগ ক্রিকেট চালুর ক্ষেত্রে নাইটরা অন্যতম প্রতিষ্ঠাতা-বিনিয়োগকারী ৷ এমএলসি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পেশাদার টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) কলকাতা নাইট রাইডার্স ছাড়াও নাইটদের হাতে রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) ট্রিনবাগো নাইট রাইডার্সের মালিকানাও ৷ ইতিমধ্যেই আইপিএলে দু'বার এবং সিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে নাইটদের দল ৷

Los Angeles Stadium
নাইট রাইডার্স গোষ্ঠীর অন্যতম মালিক শাহরুখ খান

আরও পড়ুন : জিততে ভুলেছে নাইটরা, ষষ্ঠ হারে প্লে-অফ থেকে বহুদূরে শ্রেয়সরা

নাইট রাইডার্স গোষ্ঠীর অন্যতম মালিক শাহরুখ খান বলেন, “আমেরিকাতে এমএলসিতে আমাদের বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ভবিষ্যত দৃঢ় করেছে ৷ টি-20 ক্রিকেটে বিশ্বব্যাপী ব্র্যান্ড নাইট রাইডার্স লস এঞ্জেলেসে একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে ৷’’

স্টেডিয়ামের পরিকল্পনার মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা, লকার রুম, বিলাসবহুল স্যুট, ডেডিকেটেড পার্কিং, উন্নতমানের ফ্লাডলাইট এবং আন্তর্জাতিক মানের পিচ ৷ আইসিসি স্টেডিয়ামটিকে স্বীকৃতি দিলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য বিড করবে বলেও মনে করছেন অনেকে ৷

ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও ৷ 2028 লস এঞ্জেলেস অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য আইসিসি বিড করছে । তা সফল হলে গ্রেট পার্কের স্টেডিয়ামটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সেই ইভেন্টের কেন্দ্রবিন্দু হতে পারে বলেই আশা করা হচ্ছে ৷

মুম্বই, 30 এপ্রিল : লক্ষ্য ক্রিকেটের সম্প্রসার ঘটানো ৷ সেই লক্ষ্যেই এবার মার্কিন মুলুকে স্টেডিয়াম গড়ছে নাইট গ্রুপ ৷ কেআরজি এবং সিটি অফ আরভিনের সঙ্গে অংশীদারিত্বে মেজর লিগ ক্রিকেট (Major League Cricket) একটি এক্সক্লুসিভ নেগোসিয়েটিং এগ্রিমেন্টের কথা ঘোষণা করেছে (KRG to build cricket stadium in Los Angeles) ৷

তাতে বলা হয়েছে, লস এঞ্জেলেসের গ্রেট পার্কে 15 একর জমির উপর একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য লিজ এবং নকশা অনুমোদন সংক্রান্ত আলোচনা করা হবে ৷ এই প্রজেক্টে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে ৷ স্টেডিয়ামের ডিজাইন করবেন বিখ্যাত আর্কিটেকচার ফার্ম এইচকেএস ৷

গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে টি-20 ক্রিকেটের বাণিজ্যিকীকরণে অন্যতম বড় ভূমিকা নিয়েছে নাইট গোষ্ঠী ৷ মার্কিন মুলুকে মেজর লিগ সকারের আদলে মেজর লিগ ক্রিকেট চালুর ক্ষেত্রে নাইটরা অন্যতম প্রতিষ্ঠাতা-বিনিয়োগকারী ৷ এমএলসি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পেশাদার টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) কলকাতা নাইট রাইডার্স ছাড়াও নাইটদের হাতে রয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL) ট্রিনবাগো নাইট রাইডার্সের মালিকানাও ৷ ইতিমধ্যেই আইপিএলে দু'বার এবং সিপিএলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে নাইটদের দল ৷

Los Angeles Stadium
নাইট রাইডার্স গোষ্ঠীর অন্যতম মালিক শাহরুখ খান

আরও পড়ুন : জিততে ভুলেছে নাইটরা, ষষ্ঠ হারে প্লে-অফ থেকে বহুদূরে শ্রেয়সরা

নাইট রাইডার্স গোষ্ঠীর অন্যতম মালিক শাহরুখ খান বলেন, “আমেরিকাতে এমএলসিতে আমাদের বিনিয়োগ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের ভবিষ্যত দৃঢ় করেছে ৷ টি-20 ক্রিকেটে বিশ্বব্যাপী ব্র্যান্ড নাইট রাইডার্স লস এঞ্জেলেসে একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে ৷’’

স্টেডিয়ামের পরিকল্পনার মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা, লকার রুম, বিলাসবহুল স্যুট, ডেডিকেটেড পার্কিং, উন্নতমানের ফ্লাডলাইট এবং আন্তর্জাতিক মানের পিচ ৷ আইসিসি স্টেডিয়ামটিকে স্বীকৃতি দিলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য বিড করবে বলেও মনে করছেন অনেকে ৷

ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও ৷ 2028 লস এঞ্জেলেস অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য আইসিসি বিড করছে । তা সফল হলে গ্রেট পার্কের স্টেডিয়ামটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সেই ইভেন্টের কেন্দ্রবিন্দু হতে পারে বলেই আশা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.