ETV Bharat / sports

IND vs SA Second Test : দ্বিতীয় সেশনে জোড়া উইকেট পতন, অধিনায়কের অর্ধশতরানেও ওয়ান্ডারার্সে ফিকে ভারতের ব্যাটিং - Captain KL Rahul scores half century

রাবাদার একটি লাফিয়ে ওঠা ডেলিভারিতে ঠকে যান অন্ধ্রের ব্যাটার ৷ শর্ট লেগে দাঁড়ানো ভ্যান ডার দুসেনের দর্শনীয় ক্যাচে সাজঘরে ফেরেন তিনি ৷ এরপর পন্থকে সঙ্গে নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন রাহুল (Captain KL Rahul scores half century) ৷ তবে 50-এর পর আর এগোয়নি অধিনায়কের ইনিংস ৷

IND vs SA Second Test
দ্বিতীয় সেশনে জোড়া উইকেট পতন, অধিনায়কের অর্ধশতরানেও ওয়ান্ডারার্সে ফিকে ভারতের ব্যাটিং
author img

By

Published : Jan 3, 2022, 6:40 PM IST

Updated : Jan 3, 2022, 7:11 PM IST

জোহানেসবার্গ, 3 জানুয়ারি : অর্ধশতরান করলেন বটে, তবে জোহানেসবার্গে লম্বা ইনিংস খেলতে পারলেন না অধিনায়ক কেএল রাহুল ৷ দ্বিতীয় সেশনে অর্ধশতরান পূর্ণ করেই সাজঘরে ফিরলেন তিনি ৷ ব্যর্থ বিরাটের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া হনুমা বিহারীও ৷ সবমিলিয়ে চা-বিরতিতে 5 উইকেট হারিয়ে 146 রান (Team India 146/5 at tea) ৷ ক্রিজে অপরাজিত দুই ব্যাটার ঋষভ পন্থ এবং রবিচন্দ্রন অশ্বিন ৷

তবে মধ্যাহ্নভোজের বিরতির পর বিহারীকে সঙ্গে নিয়ে ভালই শুরু করেছিলেন অধিনায়ক কেএল রাহুল ৷ ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন বিহারী ৷ কিন্তু রাবাদার একটি লাফিয়ে ওঠা ডেলিভারিতে ঠকে যান অন্ধ্রের ব্যাটার ৷ শর্ট লেগে দাঁড়ানো ভ্যান ডার দুসেনের দর্শনীয় ক্যাচে সাজঘরে ফেরেন তিনি (Van Der Dussen takes a brilliant catch of Hanuma Vihari) ৷ এরপর পন্থকে সঙ্গে নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন রাহুল (Captain KL Rahul scores half century) ৷ তবে 50-এর পর আর এগোয়নি অধিনায়কের ইনিংস ৷

আরও পড়ুন : IND vs SA Second Test : ফের হতাশ করলেন পূজারা-রাহানে, মধ্যাহ্নভোজে তিন উইকেট খুঁইয়ে চাপে ভারত

জানসেনের দ্বিতীয় শিকার হন রাহুল ৷ তাঁর 50 রান আসে 133 বলে 9টি বাউন্ডারি সহযোগে ৷ এর আগে 53 রানে 3 উইকেট হারিয়ে মর্নিং সেশন শেষ করেছিল ভারত ৷ ময়াঙ্ককে ফিরিয়ে রাহুলের দলকে প্রথম ঝটকা দিয়েছিলেন মার্কো জানসেনই ৷ 37 বলে 5টি বাউন্ডারির হাঁকিয়ে 26 রান করেন ময়াঙ্ক ৷ হতাশা বাড়িয়ে মাত্র 3 রানে ফেরেন চেতেশ্বর পূজারা ৷ প্রথম বলেই আউট হন প্রাক্তন ডেপুটি অধিনায়ক রাহানে ৷ 24তম ওভারে পরপর দু'বলে পূজারা এবং রাহানেকে সাজঘরে ফেরান প্রোটিয়া জোরে বোলার ডুয়েন অলিভিয়ের ৷

জোহানেসবার্গ, 3 জানুয়ারি : অর্ধশতরান করলেন বটে, তবে জোহানেসবার্গে লম্বা ইনিংস খেলতে পারলেন না অধিনায়ক কেএল রাহুল ৷ দ্বিতীয় সেশনে অর্ধশতরান পূর্ণ করেই সাজঘরে ফিরলেন তিনি ৷ ব্যর্থ বিরাটের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া হনুমা বিহারীও ৷ সবমিলিয়ে চা-বিরতিতে 5 উইকেট হারিয়ে 146 রান (Team India 146/5 at tea) ৷ ক্রিজে অপরাজিত দুই ব্যাটার ঋষভ পন্থ এবং রবিচন্দ্রন অশ্বিন ৷

তবে মধ্যাহ্নভোজের বিরতির পর বিহারীকে সঙ্গে নিয়ে ভালই শুরু করেছিলেন অধিনায়ক কেএল রাহুল ৷ ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন বিহারী ৷ কিন্তু রাবাদার একটি লাফিয়ে ওঠা ডেলিভারিতে ঠকে যান অন্ধ্রের ব্যাটার ৷ শর্ট লেগে দাঁড়ানো ভ্যান ডার দুসেনের দর্শনীয় ক্যাচে সাজঘরে ফেরেন তিনি (Van Der Dussen takes a brilliant catch of Hanuma Vihari) ৷ এরপর পন্থকে সঙ্গে নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন রাহুল (Captain KL Rahul scores half century) ৷ তবে 50-এর পর আর এগোয়নি অধিনায়কের ইনিংস ৷

আরও পড়ুন : IND vs SA Second Test : ফের হতাশ করলেন পূজারা-রাহানে, মধ্যাহ্নভোজে তিন উইকেট খুঁইয়ে চাপে ভারত

জানসেনের দ্বিতীয় শিকার হন রাহুল ৷ তাঁর 50 রান আসে 133 বলে 9টি বাউন্ডারি সহযোগে ৷ এর আগে 53 রানে 3 উইকেট হারিয়ে মর্নিং সেশন শেষ করেছিল ভারত ৷ ময়াঙ্ককে ফিরিয়ে রাহুলের দলকে প্রথম ঝটকা দিয়েছিলেন মার্কো জানসেনই ৷ 37 বলে 5টি বাউন্ডারির হাঁকিয়ে 26 রান করেন ময়াঙ্ক ৷ হতাশা বাড়িয়ে মাত্র 3 রানে ফেরেন চেতেশ্বর পূজারা ৷ প্রথম বলেই আউট হন প্রাক্তন ডেপুটি অধিনায়ক রাহানে ৷ 24তম ওভারে পরপর দু'বলে পূজারা এবং রাহানেকে সাজঘরে ফেরান প্রোটিয়া জোরে বোলার ডুয়েন অলিভিয়ের ৷

Last Updated : Jan 3, 2022, 7:11 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.