ETV Bharat / sports

'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল - ভারতের ভরসা কেএল রাহুল

IND vs SA 1st Test: রোহিত শর্মা-বিরাট কোহলিদের ব্যর্থতার পর ফের ভারতের ভরসা কেএল রাহুল ৷ ফের সেঞ্চুরিয়নে শতরান পেলেন তিনি ৷ তাঁর শতরানের সৌজন্যেই 245 রানের লড়াকু স্কোরে পৌঁছয় ভারতীয় দল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 3:02 PM IST

Updated : Dec 27, 2023, 5:16 PM IST

সেঞ্চুরিয়ন, 27 ডিসেম্বর: ফের সেঞ্চুরিয়নে শতরান পেলেন কেএল রাহুল ৷ বিদেশের মাটিতেও অসামান্য ফর্ম ধরে রাখলেন এই স্টাম্পার-ব্যাটার ৷ 2021-22 মরশুমে বক্সিং-ডে টেস্টেও এই মাঠেই দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিরুদ্ধে দাপুটে শতরান পেয়েছিলেন তিনি ৷ সঙ্গে অর্ধশতরান পান মায়াঙ্ক আগরওয়ালও ৷ সেবার তিনি নেমেছিলেন গোড়াপত্তনকারী ব্যাটার হিসাবে ৷

আর এবার দলের উইকেটকিপার-ব্যাটার হিসাবে খেলতে আসেন ছয় নম্বরে ৷ তবে জায়গা বদলালেও ফলাফলে বদল এল না ৷ 137 বলে 101 রান করে দলকে তিনি পৌঁছে দেন 245 রানের লড়াকু স্কোরে ৷ গত দিনই ব্যর্থ হন রোহিত শর্মা-শুভমন গিল-বিরাট কোহলিরা ৷ তবে বুধবারও একা কুম্ভ রক্ষা করেন সেই রাহুল ৷ জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলারদের সঙ্গে নিয়ে নান্দ্রে বার্জার, কাগিসো রাবাদাদের ভয়ানক আক্রমণ সামলান একা হাতে ৷

মঙ্গলবার দিনের শুরুতেই রোহিতদের ফিরিয়ে ভারতকে বেকায়দায় ফেলে দেন রাবাদারা ৷ শ্রেয়স আইয়ারকে নিয়ে কোহলি চেষ্টা করেন ঠিকই তবে সেই পার্টনারশিপও দীর্ঘস্থায়ী হয়নি ৷ রাহুল যখন ক্রিজে আসেন 92 রানে 4 উইকেট হারিয়ে ভারত তখন ধুঁকছে ৷ এরপর 107 রান বোর্ডে উঠতে না উঠতেই কোহলিও ফেরেন ড্রেসিং রুমে ৷ রাবাদা, বার্জার এবং মার্কো জানসেনের উন্মত্ত তাণ্ডবের সামনে কে রুখে দাঁড়াবেন সেটাই তখন সবচেয়ে বড় ভাবনা ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে 76 রানে অল-আউট হওয়ার লজ্জার রেকর্ড কোনভাবে টপকানো গিয়েছে ঠিকই কিন্তু 200 ছুঁতে পারবে কী রোহিত বিগ্রেড সেটাই ছিল বড় প্রশ্ন ৷

রাহুলের সঙ্গে মাঠে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রবিচন্দ্রন অশ্বিনও ৷ তবে 24 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শার্দুল ঠাকুর ৷ যদিও তা মোটেই যথেষ্ট ছিল না ৷ কিন্তু কেএল যেন মাটি কামড়ে পড়ে থাকার আদর্শ উদাহরণ রাখতে প্রস্তুত ৷ একসময় যেমন অনবদ্য কিছু দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বর্তমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ৷ অ্যাডিলেড হোক বা ইডেন পরিস্থিতি যখনই খারাপ হয়েছে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছেন রাহুলরাই ৷

এর আগেও বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নে 123 রান করেছিলেন রাহুল ৷ এবার তাঁর ব্যাট থেকে এসেছে 101 রান ৷ 14টি চার এবং 4টি ছয় দিয়ে ভারতের ব্যর্থতা ঢাকার চেষ্টায় কোনও কসুর করেননি এই স্টাম্পার-ব্যাটার ৷ যদিও একা হাতে পাঁচ উইকেট তুলে নিয়ে সেঞ্চুরিয়নে নায়ক রাবাদাই ৷ বার্জারও শিকার করেন তিন উইকেট ৷ তবে লড়াকু সেঞ্চুরিতে জবাবি হামলাটা রাহুল যে ভালোই চালিয়েছেন এদিন সকালে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. সামনে শুধু 'পান্টার' ! স্টিভকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ওয়ার্নার
  2. কোহলি-রোহিতের ব্যর্থতার দিনে সেঞ্চুরিয়নে ভরসা রাহুল, তৃতীয় সেশনে বাধ সাধল বৃষ্টি
  3. ব্যর্থ টপ-অর্ডার, সেঞ্চুরিয়নে দলকে টানছেন বিরাট-শ্রেয়স; মধ্যাহ্নভোজে ভারত তিন উইকেট খুইয়ে 91

সেঞ্চুরিয়ন, 27 ডিসেম্বর: ফের সেঞ্চুরিয়নে শতরান পেলেন কেএল রাহুল ৷ বিদেশের মাটিতেও অসামান্য ফর্ম ধরে রাখলেন এই স্টাম্পার-ব্যাটার ৷ 2021-22 মরশুমে বক্সিং-ডে টেস্টেও এই মাঠেই দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিরুদ্ধে দাপুটে শতরান পেয়েছিলেন তিনি ৷ সঙ্গে অর্ধশতরান পান মায়াঙ্ক আগরওয়ালও ৷ সেবার তিনি নেমেছিলেন গোড়াপত্তনকারী ব্যাটার হিসাবে ৷

আর এবার দলের উইকেটকিপার-ব্যাটার হিসাবে খেলতে আসেন ছয় নম্বরে ৷ তবে জায়গা বদলালেও ফলাফলে বদল এল না ৷ 137 বলে 101 রান করে দলকে তিনি পৌঁছে দেন 245 রানের লড়াকু স্কোরে ৷ গত দিনই ব্যর্থ হন রোহিত শর্মা-শুভমন গিল-বিরাট কোহলিরা ৷ তবে বুধবারও একা কুম্ভ রক্ষা করেন সেই রাহুল ৷ জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার মতো বোলারদের সঙ্গে নিয়ে নান্দ্রে বার্জার, কাগিসো রাবাদাদের ভয়ানক আক্রমণ সামলান একা হাতে ৷

মঙ্গলবার দিনের শুরুতেই রোহিতদের ফিরিয়ে ভারতকে বেকায়দায় ফেলে দেন রাবাদারা ৷ শ্রেয়স আইয়ারকে নিয়ে কোহলি চেষ্টা করেন ঠিকই তবে সেই পার্টনারশিপও দীর্ঘস্থায়ী হয়নি ৷ রাহুল যখন ক্রিজে আসেন 92 রানে 4 উইকেট হারিয়ে ভারত তখন ধুঁকছে ৷ এরপর 107 রান বোর্ডে উঠতে না উঠতেই কোহলিও ফেরেন ড্রেসিং রুমে ৷ রাবাদা, বার্জার এবং মার্কো জানসেনের উন্মত্ত তাণ্ডবের সামনে কে রুখে দাঁড়াবেন সেটাই তখন সবচেয়ে বড় ভাবনা ৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে 76 রানে অল-আউট হওয়ার লজ্জার রেকর্ড কোনভাবে টপকানো গিয়েছে ঠিকই কিন্তু 200 ছুঁতে পারবে কী রোহিত বিগ্রেড সেটাই ছিল বড় প্রশ্ন ৷

রাহুলের সঙ্গে মাঠে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রবিচন্দ্রন অশ্বিনও ৷ তবে 24 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শার্দুল ঠাকুর ৷ যদিও তা মোটেই যথেষ্ট ছিল না ৷ কিন্তু কেএল যেন মাটি কামড়ে পড়ে থাকার আদর্শ উদাহরণ রাখতে প্রস্তুত ৷ একসময় যেমন অনবদ্য কিছু দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বর্তমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ৷ অ্যাডিলেড হোক বা ইডেন পরিস্থিতি যখনই খারাপ হয়েছে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছেন রাহুলরাই ৷

এর আগেও বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নে 123 রান করেছিলেন রাহুল ৷ এবার তাঁর ব্যাট থেকে এসেছে 101 রান ৷ 14টি চার এবং 4টি ছয় দিয়ে ভারতের ব্যর্থতা ঢাকার চেষ্টায় কোনও কসুর করেননি এই স্টাম্পার-ব্যাটার ৷ যদিও একা হাতে পাঁচ উইকেট তুলে নিয়ে সেঞ্চুরিয়নে নায়ক রাবাদাই ৷ বার্জারও শিকার করেন তিন উইকেট ৷ তবে লড়াকু সেঞ্চুরিতে জবাবি হামলাটা রাহুল যে ভালোই চালিয়েছেন এদিন সকালে তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন:

  1. সামনে শুধু 'পান্টার' ! স্টিভকে টপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ওয়ার্নার
  2. কোহলি-রোহিতের ব্যর্থতার দিনে সেঞ্চুরিয়নে ভরসা রাহুল, তৃতীয় সেশনে বাধ সাধল বৃষ্টি
  3. ব্যর্থ টপ-অর্ডার, সেঞ্চুরিয়নে দলকে টানছেন বিরাট-শ্রেয়স; মধ্যাহ্নভোজে ভারত তিন উইকেট খুইয়ে 91
Last Updated : Dec 27, 2023, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.