ETV Bharat / sports

IPL 2022 : বিরাট-রোহিতের সঙ্গে এলিট ক্লাবে রাহুল, হায়দরাবাদকে হারিয়ে টানা দ্বিতীয় জয় লখনউয়ের - KL Rahul completes 50 fifties in T20 cricket

পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে 50টি অর্ধশতরানের মালিক হলেন রাহুল (KL Rahul completes 50 fifties in T20 cricket) ৷ অধিনায়কের ব্যাটে ভর করে লখনউও টানা দ্বিতীয় জয়টি তুলে নিল ৷

LSG vs SRH
বিরাট-রোহিতের সঙ্গে এলিট ক্লাবে রাহুল, হায়দরাবাদকে হারিয়ে টানা দ্বিতীয় জয় লখনউয়ের
author img

By

Published : Apr 5, 2022, 7:25 AM IST

মুম্বই, 5 মার্চ : প্রথম ম্যাচে রানের খাতা খুলতে না-পারলেও নয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ফর্মে ফিরেছেন কেএল রাহুল ৷ তবে চেন্নাইয়ের বিরুদ্ধে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল অর্ধশতরান ৷ অবশেষে সানরাইজার্স হায়দারবাদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এসে চলতি আইপিএলে প্রথম অর্ধশতরানটি পূর্ণ করলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ৷ একইসঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে প্রবেশ করে গেলেন এলিট ক্লাবে ৷ পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে 50টি অর্ধশতরানের মালিক হলেন দক্ষিণী ব্যাটার (KL Rahul completes 50 fifties in T20 cricket) ৷

অধিনায়কের ব্যাটে ভর করে টানা দ্বিতীয় জয় তুলে নিল লখনউও ৷ পাশাপাশি সানরাইজার্সের বিরুদ্ধে এলএসজি'র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বোলাররাও ৷ 24 রানে 4 উইকেট নিয়ে ম্যানেজমেন্টের আস্থার মান রাখলেন দশ কোটির আবেশ খান (Avesh Khan takes 4 wickets) ৷ ম্যাচের সেরাও তিনি ৷ টস হেরে প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে এদিন 169 রান তোলে লখনউ ৷ জবাবে 12 রান দূরে থমকে যায় কেন উইলিয়ামসনদের ইনিংস (LSG beat SRH by 12 runs) ৷

অধিনায়ক ছাড়াও লখনউয়ের হয়ে অর্ধশতরান দীপক হুডার ৷ 33 বলে তাঁর ঝোড়ো 51 রানের ইনিংসে ছিল 3টি চার ও সমসংখ্যক ছক্কা ৷ রাহুল করেন 50 বলে 68 (KL Rahul hits 68 runs from 50 balls) ৷ বিরাট, রোহিত, রায়না, ধাওয়ানের পর দেশের পঞ্চম ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে এদিন 50টি অর্ধশতরানের অনন্য নজির গড়েন তিনি ৷

আরও পড়ুন : দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে, হারের হ্যাটট্রিকের পর বললেন জাদেজা

জবাবে রাহুল ত্রিপাঠীর 30 বলে 44, নিকোলাস পুরানের 24 বলে 34 সত্ত্বেও লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি হায়দরাবাদ ৷ আবেশে ছাড়া লখনউ বোলারদের মধ্যে জেসন হোল্ডার 3টি এবং ক্রুনাল পান্ডিয়া 2টি উইকেট দখল করেন ৷ 170 রান তাড়া করতে নেমে 9 উইকেটে 157 রানে শেষ হয় সানরাইজার্সের ইনিংস ৷

মুম্বই, 5 মার্চ : প্রথম ম্যাচে রানের খাতা খুলতে না-পারলেও নয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে দ্বিতীয় ম্যাচ থেকে ফর্মে ফিরেছেন কেএল রাহুল ৷ তবে চেন্নাইয়ের বিরুদ্ধে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল অর্ধশতরান ৷ অবশেষে সানরাইজার্স হায়দারবাদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এসে চলতি আইপিএলে প্রথম অর্ধশতরানটি পূর্ণ করলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ৷ একইসঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মাদের সঙ্গে প্রবেশ করে গেলেন এলিট ক্লাবে ৷ পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে 50টি অর্ধশতরানের মালিক হলেন দক্ষিণী ব্যাটার (KL Rahul completes 50 fifties in T20 cricket) ৷

অধিনায়কের ব্যাটে ভর করে টানা দ্বিতীয় জয় তুলে নিল লখনউও ৷ পাশাপাশি সানরাইজার্সের বিরুদ্ধে এলএসজি'র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বোলাররাও ৷ 24 রানে 4 উইকেট নিয়ে ম্যানেজমেন্টের আস্থার মান রাখলেন দশ কোটির আবেশ খান (Avesh Khan takes 4 wickets) ৷ ম্যাচের সেরাও তিনি ৷ টস হেরে প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে এদিন 169 রান তোলে লখনউ ৷ জবাবে 12 রান দূরে থমকে যায় কেন উইলিয়ামসনদের ইনিংস (LSG beat SRH by 12 runs) ৷

অধিনায়ক ছাড়াও লখনউয়ের হয়ে অর্ধশতরান দীপক হুডার ৷ 33 বলে তাঁর ঝোড়ো 51 রানের ইনিংসে ছিল 3টি চার ও সমসংখ্যক ছক্কা ৷ রাহুল করেন 50 বলে 68 (KL Rahul hits 68 runs from 50 balls) ৷ বিরাট, রোহিত, রায়না, ধাওয়ানের পর দেশের পঞ্চম ব্যাটার হিসেবে টি-20 ক্রিকেটে এদিন 50টি অর্ধশতরানের অনন্য নজির গড়েন তিনি ৷

আরও পড়ুন : দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে, হারের হ্যাটট্রিকের পর বললেন জাদেজা

জবাবে রাহুল ত্রিপাঠীর 30 বলে 44, নিকোলাস পুরানের 24 বলে 34 সত্ত্বেও লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি হায়দরাবাদ ৷ আবেশে ছাড়া লখনউ বোলারদের মধ্যে জেসন হোল্ডার 3টি এবং ক্রুনাল পান্ডিয়া 2টি উইকেট দখল করেন ৷ 170 রান তাড়া করতে নেমে 9 উইকেটে 157 রানে শেষ হয় সানরাইজার্সের ইনিংস ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.