ETV Bharat / sports

IPL 2021: জয় ছাড়া গতি নেই, নাইটদের প্লে-অফের রাস্তায় আজ সানরাইজার্স কাঁটা

লক্ষ্য প্লে-অফের দৌড়ে টিকে থাকা ৷ তাই পঞ্জাব ম্যাচে হারের হতাশা ঝেড়ে ফেলে রবিবাসরীয় দুবাইয়ে ’সানরাইজার্স বধে’র লক্ষ্যে নাইটরা ৷ আইপিএলে 4 হাজার রানের দোরগোড়ায় প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ৷

kkr-will-take-on-srh-today
IPL 2021
author img

By

Published : Oct 3, 2021, 4:02 PM IST

দুবাই, 3 অক্টোবর: নিজেদের প্লে-অফ খেলার স্বপ্নের সলিলসমাধি ঘটেছে অনেক আগেই ৷ কিন্তু রবিবাসরীয় দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের রাস্তায় কাঁটা বিছিয়ে দিতে প্রস্তুত সানরাইজার্স হায়দরাবাদ ৷ অন্যদিকে গত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে প্লে-অফের অংক জটিল করে ফেলা নাইটদের সামনে জয় ব্য়তীত অন্য কোনও রাস্তা খোলা নেই ৷ সবমিলিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নখ-দাঁতহীন সানরাইজার্সের বিরুদ্ধে রবিবার ‘ডু অর ডাই’ ম্যাচে অবতীর্ণ হচ্ছেন ইয়ন মরগ্যানরা ৷

স্কোরবোর্ডে 165 রান তুলেও পঞ্জাবের বিরুদ্ধে হারতে হয়েছে 5 উইকেটে ৷ যদিও পঞ্জাবের সেই জয়ে মিশে ছিল বিতর্ক ৷ প্রীতির দলের জয়ের অন্যতম নায়ক লোকেশ রাহুলের একটি বৈধ ক্যাচ তৃতীয় আম্পায়ার বাতিল না করলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত ৷ যাইহোক, মরুশহরে দ্বিতীয় হারের শোক সামলে উইলিয়ামসনদের বিরুদ্ধে জিতে প্রথম চারে টিকে থাকার মরিয়া লড়াই পার্পল ব্রিগেডের ৷

ব্যাট হাতে ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠীরা ভরসা জোগালেও অধিনায়কের ফর্ম চিন্তায় রেখেছে নাইট শিবিরকে ৷ পাশাপাশি লোয়ার মিডল-অর্ডারে প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের ব্য়াটেও ভরসা খুঁজছে দু’বারের চ্যাম্পিয়নরা ৷ যিনি আবার আইপিএলে 4 হাজার রানের মাইলস্টোন থেকে মাত্র আট রান দূরে দাঁড়িয়ে ৷ বল হাতে নাইট অধিনায়কের ভরসা দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন ৷

আরও পড়ুন: কোহলিদের হারাবেন বাবররা, আত্মবিশ্বাসী ওয়াকার

হারলে প্লে-অফের প্রশ্নে বিদায় কার্যত নিশ্চিত ৷ এমতাবস্থায় সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের পরিসংখ্যান স্বস্তি দেবে নাইটদের ৷ আইপিএলের মঞ্চে সানরাইজার্সকে এখনও পর্যন্ত 13 বার হারিয়েছে কেকেআর, হার 8টি ম্যাচে ৷ চলতি লিগের প্রথম পর্বেও অরেঞ্জ ব্রিগেডকে 10 রানে হারিয়েছিল নাইট রাইডার্স ৷

দুবাই, 3 অক্টোবর: নিজেদের প্লে-অফ খেলার স্বপ্নের সলিলসমাধি ঘটেছে অনেক আগেই ৷ কিন্তু রবিবাসরীয় দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের রাস্তায় কাঁটা বিছিয়ে দিতে প্রস্তুত সানরাইজার্স হায়দরাবাদ ৷ অন্যদিকে গত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে প্লে-অফের অংক জটিল করে ফেলা নাইটদের সামনে জয় ব্য়তীত অন্য কোনও রাস্তা খোলা নেই ৷ সবমিলিয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নখ-দাঁতহীন সানরাইজার্সের বিরুদ্ধে রবিবার ‘ডু অর ডাই’ ম্যাচে অবতীর্ণ হচ্ছেন ইয়ন মরগ্যানরা ৷

স্কোরবোর্ডে 165 রান তুলেও পঞ্জাবের বিরুদ্ধে হারতে হয়েছে 5 উইকেটে ৷ যদিও পঞ্জাবের সেই জয়ে মিশে ছিল বিতর্ক ৷ প্রীতির দলের জয়ের অন্যতম নায়ক লোকেশ রাহুলের একটি বৈধ ক্যাচ তৃতীয় আম্পায়ার বাতিল না করলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত ৷ যাইহোক, মরুশহরে দ্বিতীয় হারের শোক সামলে উইলিয়ামসনদের বিরুদ্ধে জিতে প্রথম চারে টিকে থাকার মরিয়া লড়াই পার্পল ব্রিগেডের ৷

ব্যাট হাতে ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠীরা ভরসা জোগালেও অধিনায়কের ফর্ম চিন্তায় রেখেছে নাইট শিবিরকে ৷ পাশাপাশি লোয়ার মিডল-অর্ডারে প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের ব্য়াটেও ভরসা খুঁজছে দু’বারের চ্যাম্পিয়নরা ৷ যিনি আবার আইপিএলে 4 হাজার রানের মাইলস্টোন থেকে মাত্র আট রান দূরে দাঁড়িয়ে ৷ বল হাতে নাইট অধিনায়কের ভরসা দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন ৷

আরও পড়ুন: কোহলিদের হারাবেন বাবররা, আত্মবিশ্বাসী ওয়াকার

হারলে প্লে-অফের প্রশ্নে বিদায় কার্যত নিশ্চিত ৷ এমতাবস্থায় সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের পরিসংখ্যান স্বস্তি দেবে নাইটদের ৷ আইপিএলের মঞ্চে সানরাইজার্সকে এখনও পর্যন্ত 13 বার হারিয়েছে কেকেআর, হার 8টি ম্যাচে ৷ চলতি লিগের প্রথম পর্বেও অরেঞ্জ ব্রিগেডকে 10 রানে হারিয়েছিল নাইট রাইডার্স ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.