ETV Bharat / sports

LSG vs KKR in IPL 2022 : প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখতে 177 রানের লক্ষ্যমাত্রা নাইটদের সামনে - KKR need 177 runs against LSG to remain in playoffs race

কেএল রাহুলদের হারিয়ে প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখতে চ্যালেঞ্জিং টার্গেটের সামনে বেগুনি শিবির ৷ ওপেনার কুইন্টন ডি'কক, দীপক হুডার ব্যাটে ভর করে শ্রেয়স আইয়ারের দলকে 177 রানের লক্ষ্যমাত্রা দিল সুপার জায়ান্টস (KKR need 177 runs against LSG to remain in playoffs race) ৷

LSG vs KKR in IPL 2022
প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখতে 177 রানের লক্ষ্যমাত্রা নাইটদের সামনে
author img

By

Published : May 7, 2022, 9:30 PM IST

Updated : May 7, 2022, 9:59 PM IST

পুনে, 7 মে : গ্রুপ পর্বের শেষ সবক'টি ম্যাচই এখন 'ডু অর ডাই' নাইটদের সামনে ৷ রাজস্থানকে গত ম্যাচে হারিয়ে জয়ের সরণিতে ফেরা নাইট রাইডার্স শনিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি লখনউয়ের ৷ কেএল রাহুলদের হারিয়ে প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখতে চ্যালেঞ্জিং টার্গেটের সামনে বেগুনি শিবির ৷ ওপেনার কুইন্টন ডি'কক, দীপক হুডার ব্যাটে ভর করে শ্রেয়স আইয়ারের দলকে 177 রানের লক্ষ্যমাত্রা দিল সুপার জায়ান্টস (KKR need 177 runs against LSG to remain in playoffs race) ৷

অন্যদিকে নাইটদের হারিয়ে রাহুলের দলের সামনে আজ শীর্ষে ওঠার লড়াই ৷ মরণ-বাঁচন ম্যাচে পুনেতে এদিন টস জিতে রান তাড়া করার পথেই হাঁটেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ কাফ মাসলে চোটের কারণে উমেশ যাদবের পরিবর্তে নাইট একাদশে আসেন হর্ষিত রানা ৷ রানের খাতা খোলার আগেই বিপক্ষ অধিনায়ককে রান-আউট করে ডাগ-আউটে ফেরান নাইট অধিনায়ক ৷ তবে শুরুর ঝটকা সামলে দ্বিতীয় উইকেটে কুইন্টন ডি'কক এবং দীপক হুডা 71 রানের জুটি বড় রান তোলার সম্ভাবনা উসকে দেয় লখনউয়ের ৷ তবে অর্ধশতরান পূর্ণ করে আর লম্বা হয়নি প্রোটিয়া ওপেনারের ইনিংস ৷ মাত্র 29 বলে 50 রান করেন ডি'কক (Quinton de Kock scores 50 runs from 29 runs) ৷

এরপর 27 বলে 41 রান করে হুডা ফিরতেই রানের গতি স্লথ হয়ে যায় নবাগতদের ৷ তবে 19তম ওভারে শিবম মাভিকে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে 170 রানের গণ্ডি পার করিয়ে দেন মার্কাস স্টোইনিস এবং জেসন হোল্ডার ৷ ওই ওভারে তিন ছক্কা হাঁকিয়ে স্টোইনিস আউট হন 14 বলে 28 রান করে ৷ এরপর মাভিকে চতুর্থ এবং পঞ্চম ছয়টি হাঁকান জেসন হোল্ডার ৷ অন্তিম ওভারে মাত্র 4 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে ক্ষতে প্রলেপ দেন টিম সাউদি ৷

আরও পড়ুন : চাহালের রেকর্ড, যশস্বীর অর্ধশতরানে 'পঞ্জাব বধ' রয়্যালসদের

উমেশের অনুপস্থিতিতে নাইটদের বোলিং বিভাগকে নেতৃত্ব দেন কিউয়ি পেসারই ৷ এদিন মাত্র 28 রান খরচ করে একটি উইকেট নেন তিনি ৷ 20 রান দিয়ে একটি উইকেট সুনীল নারিনের ঝুলিতে ৷ 3 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট নিয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন আন্দ্রে রাসেল (Andre Russell takes two wickets for 22 runs) ৷ যার মধ্যে ছিল বিধ্বংসী হয়ে ওঠা হুডার উইকেট ৷

পুনে, 7 মে : গ্রুপ পর্বের শেষ সবক'টি ম্যাচই এখন 'ডু অর ডাই' নাইটদের সামনে ৷ রাজস্থানকে গত ম্যাচে হারিয়ে জয়ের সরণিতে ফেরা নাইট রাইডার্স শনিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি লখনউয়ের ৷ কেএল রাহুলদের হারিয়ে প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখতে চ্যালেঞ্জিং টার্গেটের সামনে বেগুনি শিবির ৷ ওপেনার কুইন্টন ডি'কক, দীপক হুডার ব্যাটে ভর করে শ্রেয়স আইয়ারের দলকে 177 রানের লক্ষ্যমাত্রা দিল সুপার জায়ান্টস (KKR need 177 runs against LSG to remain in playoffs race) ৷

অন্যদিকে নাইটদের হারিয়ে রাহুলের দলের সামনে আজ শীর্ষে ওঠার লড়াই ৷ মরণ-বাঁচন ম্যাচে পুনেতে এদিন টস জিতে রান তাড়া করার পথেই হাঁটেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ কাফ মাসলে চোটের কারণে উমেশ যাদবের পরিবর্তে নাইট একাদশে আসেন হর্ষিত রানা ৷ রানের খাতা খোলার আগেই বিপক্ষ অধিনায়ককে রান-আউট করে ডাগ-আউটে ফেরান নাইট অধিনায়ক ৷ তবে শুরুর ঝটকা সামলে দ্বিতীয় উইকেটে কুইন্টন ডি'কক এবং দীপক হুডা 71 রানের জুটি বড় রান তোলার সম্ভাবনা উসকে দেয় লখনউয়ের ৷ তবে অর্ধশতরান পূর্ণ করে আর লম্বা হয়নি প্রোটিয়া ওপেনারের ইনিংস ৷ মাত্র 29 বলে 50 রান করেন ডি'কক (Quinton de Kock scores 50 runs from 29 runs) ৷

এরপর 27 বলে 41 রান করে হুডা ফিরতেই রানের গতি স্লথ হয়ে যায় নবাগতদের ৷ তবে 19তম ওভারে শিবম মাভিকে পাঁচটি ছক্কা হাঁকিয়ে দলকে 170 রানের গণ্ডি পার করিয়ে দেন মার্কাস স্টোইনিস এবং জেসন হোল্ডার ৷ ওই ওভারে তিন ছক্কা হাঁকিয়ে স্টোইনিস আউট হন 14 বলে 28 রান করে ৷ এরপর মাভিকে চতুর্থ এবং পঞ্চম ছয়টি হাঁকান জেসন হোল্ডার ৷ অন্তিম ওভারে মাত্র 4 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়ে ক্ষতে প্রলেপ দেন টিম সাউদি ৷

আরও পড়ুন : চাহালের রেকর্ড, যশস্বীর অর্ধশতরানে 'পঞ্জাব বধ' রয়্যালসদের

উমেশের অনুপস্থিতিতে নাইটদের বোলিং বিভাগকে নেতৃত্ব দেন কিউয়ি পেসারই ৷ এদিন মাত্র 28 রান খরচ করে একটি উইকেট নেন তিনি ৷ 20 রান দিয়ে একটি উইকেট সুনীল নারিনের ঝুলিতে ৷ 3 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট নিয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন আন্দ্রে রাসেল (Andre Russell takes two wickets for 22 runs) ৷ যার মধ্যে ছিল বিধ্বংসী হয়ে ওঠা হুডার উইকেট ৷

Last Updated : May 7, 2022, 9:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.